আইয়ুব (আঃ) জীবনী
আইয়ুব (আঃ) জীবনী pdf বই ডাউনলোড।হযরত আইয়ূব আঃ ছবরকারী নবীগনের মধ্যে শীর্ষস্থানীয় এবং অনন্য দৃষ্টান্ত ছিলেন। ইবনু কাচীরের বর্ননা অনুযায়ী তিনি ইসহাক আঃ এর দুই যময পুত্র ঈছ ও ইয়াকুবের মধ্যেকার প্রথম পুত্র ঈছ-এর প্রপৌত্র ছিলেন। আর তারঁ স্ত্রী ছিলেন ইয়াকুব-পুত্র ইউসুফ আঃ এর পৌত্রী লাইয়া বিনতে ইফরমাঈম বিন ইউসুফ । কেউ বলেছেন রাহমাহ। তিনি ছিলেন স্বামী ভক্তি ও পতিপরায়ণতায় বিশ্বের এক অতুলনীয় দৃষ্টান্ত। বাংলাদেশে তিনি বিবি রহীমা নামে পরিচিত।
তারঁ পতিভক্তি বিষয়ে উক্ত নামে জনপ্রিয় উপন্যাস সমূহ বাজারে চালু রয়েছে। অথচ এ নামটির উৎপত্তি কাহিনী নিতান্তই হাস্যকর। পবিত্র কুরআনে সুরা আম্বিয়া ৮৪ আয়াতে আমরা আইয়ুবকে ….আরও দিলাম আমার পক্ষ হতে দয়া পরবশে বাক্যাংশের রাহমাতান বা রাক্ষাহ শব্দটিকে রহীমা করে এটিকে আইয়ূবের স্ত্রীর নাম হিসাবে একদল লোক সমাজে চালু করে দিয়েছে।
আরও দেখুনঃ সুন্নাত ও বিদআত pdf বই ডাউনলোড
ইহুদী-নাছারাগন যেমন তাদের ধর্ম গ্রন্থর শাব্দিক পরিবর্তন ঘটাতো, এখানেও ঠিক ঐরূপ করা হয়েছে। অর্থাৎ আল্লাহ যেন বলছেন যে, আইয়ূবের স্ত্রী রহীমা তার স্বামীকে ছেড়ে চলে গেয়েছিল। পরে আমার তাকে আইয়ূবের কাছে ফিরিয়ে দিলাম। বস্ততঃ এটি একটি উদ্ভট ব্যাখ্যা বৈ কিছু নয়। মূলতঃ আইয়ূবের স্ত্রীর নাম কি ছিল, সে বিষয়ে সঠিক তথ্য কু্রআন বা হাদীছে নেই । এ বিষয়ের ভিত্তি হল ইহুদী ধর্মনেতাদের রচিত কাহিনী সমূহ। যার উপরে পুরোপরি বিশ্বাস স্থাপন করাটা নিতান্তিই ভুল। তাফসীরবিদ ও ঐতিহাসিকগন আইয়ূবের জনপদের নাম বলেছেন হুরান অঞ্চলের বাছানিয়াহ এলাকা। যা ফিলিস্তীনের দক্ষিন সীমান্ত বরাবর দামেস্ক ও আযরূ আত-এর মধ্যবর্তী এলাকায় অবস্থিত।
পবিত্র কুরআনে ৪ টি সুরার ৮টি আয়াতে আইয়ুব আঃ -এর কথা এসেছে। যথা-নিসা ১৬৩, আনআম ৮৪, আম্বিয়া ৮৩-৮৪ এবং ছোয়াদ ৪১-৪৪। আল্লাহ বলেন,আর স্মরণ কর আইয়ুবের কথা, যখন তিনি তার পালনকর্তাকে আহবান করে বলেছেন, আমি কষ্টে পতিত হয়েছি এবং আপনি সর্বোচ্চ দয়াশীল। অতঃপর আমারা তার আহবানে সাড়া দিলাম এবং তার দুঃখ- কষ্ট দুর করে দিলাম।
আরও দেখুনঃ হারিয়ে যাওয়া মুক্তা pdf বই ডাউনলোড
নিচে আইয়ুব (আঃ) জিবনী pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ আইয়ুব নবির জিবনী বইয়ের সাইজঃ 5.62 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now