আই অ্যাম মালালা
আই অ্যাম মালালা pdf বই ডাউনলোড। পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্ত এলাকার একটি ছোট্ট উপত্যকার নাম সোয়াত। নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দয মোড়ানো এই উপত্যকাকে অনেকে বলেন এশিয়ার সুইজারল্যান্ড। ২০০৮ সালের শেষ দিকে তালেবান আসার আগে প্রতিদান হাজানো পর্যটকের পদচারণায় মুখরিত হতো সোয়াতের মাটি।
এখান কার মানুষ প্রবল ধর্মভীরু হলেও ধর্মান্ধ ও উগ্র নয়। শিশুরা দল বেধেঁ স্কুলে যেত। নারীরা বাধাহীনভাবে চলাফেরা করতে পারত। কিন্তু সেখানেই হানা দেয় তালেবান।
আরও দেখুনঃ হায়াতুল হায়াওয়ান ১ম খন্ড pdf বই ডাউনলোড
বহু প্রতিষ্ঠান, বিশেষ করে শত শত স্কুল কলেজ বোমা মেরে উড়িয়ে দেওয়া হয়। তালেবান মেয়েদের পড়াশুনা নিষিদ্ধ করে। বহু শিক্ষককে হত্যা করে। অনেককে প্রকাশ্যে দোররা মারা হয়। ২০০৯ সালের ১৫ জানুয়ারী সময় বেধেঁ দিয়ে তালেবান সোয়াতের সব গার্লস স্কুল বন্ধ করার নির্দেশ দেয়। এই সময় প্রাণভয়ে বেশিরভাগ মানুষ মুখ বুজে ছিল।
তবু যে কয়জন সাহসী মানুষ তালেবানের বিরুদ্ধে উচ্চকিত হয়ে উঠেছিলেন তাদেরঁ মধ্যে অণ্যতম ছিলেন সোয়াতের প্রধান শহর মিঙ্গোরার শিক্ষক নেতা ও পরিবেশবাদী আন্দোলনকর্মী জিয়াউদ্দিন ইউসুফজাই। পাশে ছিল তারঁ শিশুকন্যা মালালা ইউসুফজাই। এই শিশুটিই আন্দোলনের অগ্রযাত্রার বাবাকে ছাড়িয়ে যায়।
আরও দেখুনঃ অহীভিত্তিক তাওহীদী চেতনা pdf বই ডাউনলোড
মাত্র ১২ বছর বয়সে বিবিসির উর্দু ব্লগে মেয়েদের শিক্ষার পক্ষে নিয়মিত মতামত লিখে আন্তর্জাতিক নজরে চলে আসে মালালা। ২০০৯ সালের দ্বিতীয়ার্ধে বিবিসি, রয়টার্স,এপি ,এএফপিসহ দেশি বিদেশি টেলিভিশনগুলো নিয়মিত তার সাক্ষাৎকার নিতে থাকে। বিভিন্ন সভা,সেমিনার, সিম্পোজিয়াম ক্ষুরধার বক্তব্য দিয়ে মেয়েদের শিক্ষার পক্ষে জনমত গড়ে তুলতে থাকে মালালা।
পরিনতি হিসেবে এর পর ২০১২ সালের ৯ অক্টোবর তালেবানের বুলেট তার কারোটি ভেদ করে যায়। তুব অলৌকিকভাবে বেচেঁ যায় এই লড়াকু কিশোরী। তার পরের ঘটনা প্রায় সবার জানা। আর যা কিছু অজানা, সেগুলো উঠে এসেছে এই আত্মজিবনীতে।
আরও দেখুনঃ অহংকার বর্জন বিনয় অর্জন pdf বই ডাউনলোড
নিচে আই অ্যাম মালালা pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ জীবনী বিষয়ক বইয়ের সাইজঃ 21.8 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ অনুবাদঃ সারফুদ্দিন আহমেদডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ