আকসার কান্না pdf বই ডাউনলোড। মুফতি আবু লুবাবা শাহ মানসুর। মুসলিমবিশ্বে এক সুপরিচিত নাম। তাঁর ব্যক্তিজীবন সম্পর্কে অনলাইন ঘেঁটে খুব বেশি কিছু তথ্য পাওয়া যায় না। তবে তাঁর জীবন্ত কাজগুলোই ভারত উপমহাদেশে তাঁকে এনে দিয়েছে আকাশচুম্বী খ্যাতি ও মর্যাদা। শেষ জামানার ফিতনা সম্পর্কে তাঁর লেখাগুলো বিশেষ মর্যাদার দাবি রাখে।
তাঁর এমনই এক অনবদ্য গ্রন্থ আকসা কে আঁসু; যার অনুবাদ আমাদের বক্ষ্যমাণ গ্রন্থ আকসার কান্না ।গ্রন্থটি অনুবাদ করেছেন মাওলানা মহিউদ্দীন কাসেমী। এটি তাঁর প্রকাশিত প্রথম অনুবাদগ্রন্থ । প্রথম হিসেবে অনুবাদে কাজটি অবশ্যই প্রশংসার দাবিদার । গ্রন্থটির সম্পাদনা করতে গিয়ে আমাদের বেশ ঝামেলা পোহাতে হয়েছে।
আরও ইসলামিক বই দেখুনঃ
- ফেরেশতা সৃষ্টির ইতিবৃত্ত pdf বই ডাউনলোড
- আইনী তুহফা সলাতে মুস্তফা ২য়-খন্ড pdf বই ডাউনলোড
- আইনী তুহফা সলাতে মুস্তফা ১ম-খন্ড pdf বই ডাউনলোড
- জুমুআ ফযীলত ও বিধি-বিধান pdf বই ডাউনলোড
- অপরাধ ও শাস্তি সংক্রান্ত মাসআলা pdf বই ডাউনলোড
মূল বইয়ের প্রুফে উল্লেখযোগ্য পরিমাণে ভুল থেকে যাওয়ায় বেশ কিছু জায়গায় এর অনুবাদও এসেছিল ভুল। আবার কিছু বিষয় ছিল এমন, যেগুলোতে টীকা সংযোজন না করলে সাধারণ পাঠকের কাছে দুর্ভেদ্য মনে হওয়ার যথেষ্ট কারণ ছিল । এমনও কিছু বিষয় আছে, যেগুলোতে খোদ লেখকই টীকা সংযোজন করেননি বা প্রয়োজনীয় রেফারেন্স সংযোজন করেননি। লেখক কেন এমন গুরুত্বপূর্ণ কিছু বিষয় এভাবে এড়িয়ে গেছেন, তা আমাদের বোধগম্য হয়নি।
অন্যদের দ্বারা সংযোজিত অতিরিক্ত টীকা প্রায়শই পাঠকের বিরক্তি উদ্রেক করে; বিধায় আমরাও একান্ত প্রয়োজনীয় জায়গাগুলো ছাড়া খুব বেশি টীকা সংযোজন করিনি I আমাদের সম্পাদনা পরিষদ ইতিহাসের নির্ভরযোগ্য তথ্যসূত্র ঘেঁটে যথাসম্ভব সঠিক তথ্যগুলো তুলে এনেছেন। বিশেষ করে ইংরেজি নামগুলোতে অনেক ভুল ছিল। দীর্ঘ সময় নিয়ে সেগুলো ঠিক করতে গিয়েও বেশ ঝক্কির শিকার হতে হয়েছে। এরচেয়ে বড় সমস্যা যা দেখা দিয়েছিল—বইটি প্রথমবার আলী হাসান উসামা সম্পাদনা করার পর দুর্ঘটনাবশত ফাইলটি নষ্ট হয়ে যায়। ব্যাকআপ
ফাইল থেকে এর এক-চতুর্থাংশ উদ্ধার করা গেলেও বাকিটা সময় নিয়ে পুনরায় সম্পাদনা করতে হয়েছিল। বইয়ের সম্পাদনায় আলী হাসান উসামা এবং প্রুফ- সমন্বয়ের কিছু বিষয়ে হাফিজুর রহমান সহযোগিতা করেছেন। প্রুফ-সমন্বয় এবং সম্পাদনা শেষ হওয়ার পর আলী হাসান উসামা পুরো বইটি আবারও নিরীক্ষণ করেছেন। আল্লাহ সবাইকে তাঁদের শান অনুযায়ী উত্তম প্রতিদান দান করুন ।
মানুষ ভুলের ঊর্ধ্বে নয় । তাই আমরা আমাদের সাধ্যানুসারে সর্বাত্মক প্রচেষ্টা ব্যয় করার পরও বইয়ের বিশুদ্ধতার ব্যাপারে শতভাগ গ্যারান্টি দিতে পারি না। আমরা দুর্ভেদ্য জায়গাগুলোতে প্রয়োজনীয় টীকা সংযোজন করেছি। আর এটা আমরা করেছি সাধারণ পাঠকদের কাছে বইটি সুখপাঠ্য করার জন্য। আমরা চেষ্টায় কোনো ত্রুটি করিনি। অনুবাদ অনেক আগে শেষ হয়ে গেলেও বই প্রকাশে দেরি হওয়ার এটাই ছিল মূল কারণ ।
নিচে আকসার কান্না pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | কালান্তর প্রকাশনী |
বইয়ের ধরণঃ | ইসলামিক বই |
বইয়ের সাইজঃ | 47 MB |
প্রকাশ সাল | ২০১৮ সাল |
বইয়ের লেখকঃ | আবু লুবাবা শাহ মানসুর |
বইয়ের অনুবাদকঃ | মহিউদ্দীন কাসেমী |