আকসার তুফান pdf বই ডাউনলোড। শহীদ শাইখ আহমেদ ইয়াসীন রাহিমাহুল্লাহ্ প্যারালাইসিস আক্রান্ত একজন পঙ্গু ব্যক্তি হয়েও তিনি ছিলেন বিশ্বের সবচেয়ে শক্তিশালী সন্ত্রাসী ইসরাইলের জম। তিনি ফিলিস্তিনের ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাতা, রাজনীতিবিদ, বহু দাতব্য সংস্থা প্রতিষ্ঠার রূপকার, সমাজ সংস্কারক, ইসলামী ব্যক্তিত্ব, ফিলিস্তিনের শিক্ষা আন্দোলনের অগ্র পথিক এবং ধর্মীয় নেতাসহ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ দাঈ। তাঁর জীবন কিংবদন্তি মানুষের জীবনের চেয়েও বেশি কিংবদন্তিময়।
জন্মের ৫ বছরের মাথায় তিনি তার বাবাকে হারান এবং ১০ বছর বয়সে তার জায়গা হয় গাঁজার আল শাতিঈ শরণার্থী শিবিরে। সেই সময় বেশিরভাগ ফিলিস্তিনের মতো ক্ষুধা এবং বঞ্চনার তিক্ত অনুভূতির স্বাদ গ্রহণ করেছেন তিনি এবং তার পরিবার। খুবই সাদাসিদে জীবন যাপনকারী ১১ সন্তানের জনক এই নেতা গাঁজার তিন রুমের একটি অ্যাপার্টমেন্টে বাস করতেন।
আরও ইসলামিক বই দেখুনঃ
- ফেরেশতা সৃষ্টির ইতিবৃত্ত pdf বই ডাউনলোড
- আইনী তুহফা সলাতে মুস্তফা ২য়-খন্ড pdf বই ডাউনলোড
- আইনী তুহফা সলাতে মুস্তফা ১ম-খন্ড pdf বই ডাউনলোড
- জুমুআ ফযীলত ও বিধি-বিধান pdf বই ডাউনলোড
- অপরাধ ও শাস্তি সংক্রান্ত মাসআলা pdf বই ডাউনলোড
যুবক বয়সে শায়খ আহমেদ ইয়াসিন মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয় ভর্তি হয়ে পড়ালেখা করলেও শারীরিক সমস্যার কারণে গাঁজায় ফিরে আসতে বাধ্য হন। কিন্তু নিজের অদম্য ইচ্ছাশক্তির জোরে বাসায়ই তিনি ধর্ম, দর্শন, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতির ওপর পড়ালেখা শুরু করেন। অসামান্য বাগ্মীতার জন্য তিনি “গাঁজার সর্বশ্রেষ্ঠ বক্তা” হিসেবে খ্যাতি লাভ
করেন খুব অল্প সময়ের মধ্যেই। জীবনের বিভিন্ন সময়ের তিনি ইসরাইলের সন্ত্রাসী বাহিনী কর্তৃক গ্রেফতার হয়ে দীর্ঘ সময় (৮/৯ বছরের বেশি) কারাবরণ করেছেন। ইসরাইলের দখলদার বাহিনী এই দীর্ঘ কারাবণের দিনগুলোতে তাঁর উপর নির্মমভাবে অত্যাচার চালিয়েছে। তারা ভেবেছিল এইবার ছাড়া পেলে এই পঙ্গু বৃদ্ধ আর রাজনৈতিক কর্মকান্ডের জড়াবেন না।
কিন্তু মুক্তি পেয়েই তিনি আবার ঝাঁপিয়ে পড়েন ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনে। অবশেষে ১৯৯১ সালের অক্টোবরে সাময়িক কোট আহমেদ ইয়াসিনকে যাবজ্জীবন কারাদণ্ডের সাথে আরও ১৫ বছরের অতিরিক্ত সাজা দেয়৷ পরে অবশ্য বন্দী বিনিময়ের মাধ্যমে মুক্তি লাভ করলেও মুক্তির পর ইয়াসিনকে গৃহবন্দী করে রাখে বর্বর দখলদার রাষ্ট্র ইসরাইল।
আহমেদ ইয়াসিন বিশ্বাস করতেন যে, ইজরাইলের জন্মই হয়েছে অবৈধভাবে এবং পুরো ফিলিস্তিনের প্রতিটি ইঞ্চি জমি মুসলমানদের৷ অস্ত্র ধরেই আমাদের যায়নাবাদী দখলদারিত্বের প্রতিরোধে নামতে হবে। আমাদের আরবের কোন দেশ বা আন্তর্জাতিক কেউ সাহায্য করতে আসবে না। তাই ধীরে ধীরে তিনি হামাসের মাধ্যমে ইহুদীদের বিরুদ্ধে একটি সশস্ত্র প্রতিরোধ আন্দোলনের রূপ দেন। কর্মজীবনে তিনি আরবি ভাষা নিয়ে শিক্ষকতা শুরু করেন এবং সেই সময়ে ছাত্রদের মনে বপন করে দেন ইজরাইল বিরোধী স্বাধীনতা আন্দোলনের বীজ।
নিচে আকসার তুফান pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | ইসলামিক ইতিহাস বিষয়ক |
বইয়ের সাইজঃ | 1.57 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | |
বইয়ের অনুবাদকঃ |