আকাবির কা রমাযান pdf বই ডাউনলোড। তাকাবিরদের কিছু কিছু মামুলাতের আলোচনা ফাযায়েলে রমযান নামক কিতাবের শুরুর দিকে করা হয়েছে। অতঃপর আপবীতীতে কতিপয় বন্ধুদের অনুরোধে হযরত খলীল আহমদ সাহারানপুরী নাওয়ালাল্লাহু মারকদাহ মাহে রমযান সংক্রান্ত আরো কিছু মামুলাতের আলোচনা করেছি। বর্তমান কিতাবটির সাথে তার মিল থাকায় এখানেও সেগুলো উল্লেখ করেছি।
হাকীমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত হযরত আশরাফ আলী থানবী নাওয়ারাল্লাহ মারকদাহু মাহে রমযানের মামূলাত জানার জন্য খাজা আজীজুল হাসান মরহুমের নিকট প্রশ্নাকারে একটি পত্র লিখেছিলাম। সে পত্রের জবাব পাওয়ার পর বন্ধুরা পীড়াপীড়ি করে বলল।
আরও ইসলামিক বই দেখুনঃ
- আকাবির কা সুলূক ও ইহসান pdf বই ডাউনলোড
- আল্লাহুম্মা বাল্লিগনা রমাযান pdf বই ডাউনলোড
- মাসায়েলে ইতিকাফ pdf বই ডাউনলোড
- একজন মুসলিমের দৈনন্দিন জীবন pdf বই ডাউনলোড
- বিশ্বনবী সাঃ রাজনৈতিক-জীবন pdf বই ডাউনলোড
ওই সব প্রশ্নের আলোক মুর্শিদি ও সায়্যিদী হযরত সাহারানপুরী নাওয়ারাল্লাহু মারকদাহু এর মামূলাতও যেন উল্লেখ করি। স্বয়ং অধমের কাছেও এটা ভাল মনে হল তাই প্রথমে আমার প্রশ্নগুলো উল্লেখ করে পরে হযরত আকদাস সাহারানপুরীর মামূলাত উল্লেখ করার ইচ্ছা রাখি।
অনেকদিন হতে হযরত থানবীর রমযানের মামূরাত জানার ইচ্ছা ছিল। নিজে সরাসরি হযরতকে এ বিষয়ে জিজ্ঞেস করতে পারছিনা, কারণ এটা আদবের পরিপন্থী। আর নিজে খেদমতে থেকে দেখবো তাও সম্ভব নয়। কারণ, এক দুই দিনে সব বিষয়ে অবগত হওয়া সম্ভব নয়। তাই সবশেষে জনাবকেই উসিলা বানানোর ইচ্ছা করছি। আশা করি জনাব এতটুকু কষ্ট স্বীকার করে নিবেন। এ বিষয়ের কিছু প্রশ্ন বলে দিচ্ছি, যাতে করে সেগুলোর উত্তর সংগ্রহ করা জনাবের জন্য সহজ হয়।
১) ইফতারের সময়ের ব্যাপারে হযরতের মামূল কি? অর্থাৎ ক্যালেন্ডারের সময় অনুপাতে ইফতার করেন, না চাদঁ ইত্যাদির আলোর প্রতি খেয়াল করেন? (২) ক্যালেন্ডারের সময় অনুপাতে ইফতার কররে, সময় হওয়ার সাথে সাথে ইফতার করেন।
না সতর্কতামুলক কিছু পরে করেন? (৩) ইফতারের জন্য বিশেষ কিছুর ব্যবস্থা করা হয়, না যা মিলে তা দ্বারা ইফতার করা হয়? বিশেষ কিছুর ব্যবস্থঅ করা হলে তা কি? (৪) ইফতার ও মাগরিবের নামাযের মাঝে কতটুকু সময় ব্যবধান হয়? এমন আরও অসংখ্য প্রশ্ন আছে যা জানার জন্য আপনারা এই বইটি ডাউনলোড করে নিতে পারেন।
নিচে আকাবির কা রমাযান pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | রমাযান বিষয়ক |
বইয়ের সাইজঃ | 22.5 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | হযরত মাওলানা মুহাম্মাদ যাকারিয়া রহ. |
অনুবাদকঃ | হযরত মাওলানা মুহাম্মাদ ইসমাইল |