আকিদাতুত তাহাবী pdf বই ডাউনলোড। আকিদাতুত ত্বাহাবী বইটি হলো আকিদা (বিশ্বাস) বিষয়ক একটি বই।ইমাম আবু জাফর ত্বাহাবী (রহঃ) কর্তৃক লিখিত আহলে সুন্নাত ওয়াল জামাআতের বিস্তারিত আকিদা সম্বলিত আকিদা স্বলিত নির্ভরযোগ্য গ্রন্থ “ আকিদাতুত ত্বাহাবী “ এর প্রামান্য ব্যাখ্যা গ্রন্থ স্বরূপ লিখিত এক অনন্য সংকলন।
আকিদাতুত তাহাবী কি?
ইসলামে আকায়িদের গুরুত্ব কতটুকু তা বরার অপেক্ষা রাখে না। বিশুদ্ধ ঈমান-আকিদাই হলো মুনলমানদের অমূল্য সম্পদ। এর ভিত্তিতেই মুসলমানরা পরকালে মুক্তির সবদ লাভ করবে। তাই প্রত্যেক মুসলমানদের জন্য স্বীয় ঈমান-আকিদা পরিশুদ্ধ করতঃ এর উপর অবিচল থাকা অবশ্য কর্তব্য।
এ কারণেই যুগে যুগে উলামায়ে কিরাম এ বিষয়ে অনেক মূল্যবান গ্রন্থাদি সংকলন করেছেন। তার মধ্যেও ইমাম আবু জা’ফর ত্বহাবী রহঃ এর আকিদাতুত ত্বাহাবী বিশেষভাবে উল্লেখযোগ্য।
আরও তাহাবী শরীফ এর সকল খন্ড দেখুনঃ
- তাহাবী শরীফ pdf বই ডাউনলোড
- তাহাবী শরীফ দ্বিতীয় খন্ড pdf বই ডাউনলোড
- তাহাবী শরীফ তৃতীয় খন্ড pdf বই ডাউনলোড
- ইমাম তাহাবী রঃ এর জিবনী pdf বই ডাউনলোড
- জিন জাতির বিস্ময়কর ইতিহাস
ইমাম ত্বাহাবী রাহঃ কর্তৃক সংকলিত আকিদাতুত ত্বাহাবীর মর্যাদা আলেম ওলামাদরে কাছে লুকায়িত নয়। বৈষয়িক আবশ্যকত, সামগ্রিক ভাবে গ্রন্থের মান বিবেচনা করে অনেক আগ থেকেই গ্রন্থটি ইসলামী বিশ্বের বিশ্ববিদ্যালয় ও মাদরাসা সমূহের বিভিন্ন স্তরের পাঠ্যসুচির অন্তর্ভূক্ত রয়েছে।
বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষাবোর্ড ও বালিকা শাখার ফযীলত জামাতের আকীদার বিষয়বস্ত হিসেবে গ্রন্থটিকে সিলেবাসভুক্ত করেছে। েএছাড়া বিভিন্ন পুরুষ মাদরাসায় গ্রন্থটি পাঠ্যসূচীর অন্তর্ভূক্ত রয়েছে। জটিল বিষয় হওয়ার কারণে শিক্ষার্থীরা ভালো ব্যাখ্যাগ্রন্থের অভাবে কেতাবের মর্ম উদ্ধার করতে অসুবিধার সম্মুখীন হতে দেখা দেয়।
বিষয়টি লক্ষ্য করে স্বনামধন্য মুহাক্কিক আলেম, বহু গ্রন্থ প্রণেতা হযরত মাওলানা মুহাম্মদ নেয়মত উল্লাহ সাহেব বাংলা ভাষায় অত্যন্ত চমৎকার একটি ব্যাখ্যা গ্রন্থ প্রস্তুত করেন। তিনি এতে কুরআন হাদীসের আলোকে প্রতিটি আকিদা দলিল প্রমাণের ভিত্তিতে বিশ্লেষণ করেছেন।
নিচে আকিদাতুত ত্বাহাবী বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ আনোয়ার লাইব্রেরী বইয়ের ধরণঃ ইসলামের আকিদা বা বিশ্বাস বইয়ের সাইজঃ 6.27 MB প্রকাশ সালঃ ২০১১ইং বইয়ের লেখকঃ ইমাম আবু জাফর ত্বাহাবী অনুবাদঃ মাওলানা মুহাম্মদ নিয়ামত উল্লাহডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ