আকীদাতুত্ব ত্বহাবী
আকীদাতুত্ব ত্বহাবী pdf বই ডাউনলোড। হযরত রাসুল সাঃ ও তার সাহাবাদের যুগে আকিদা বিষয়ক পরিভাষা প্রচলিত ছিল। আর তা হলো ঈমান । আল কুরআন ও হাদীস শরীফে এই শব্দটিই আকিদা বিষয়ক পরিভাষা হিসেবে ব্যবহৃত হয়েছে। অবশ্য হিজরী দ্বিতীয় শতক হতে ধর্ম বিশ্বাস বুঝতে আরো কিচু পরিভাষা এ বিষয়ে পরিচিতি লাভ করে।
ইসলামের আকিদা বিষয়ক নিদর্শনাবলির ক্ষেত্রে সাহাবায়ে কেরাম রাঃ রাসুর সাঃ ও আল কুরআনে যা বলা হয়েছে তা তারা নির্ধ্বিধায় তথা বিনা বাক্যে মেনে নিয়েছেন ও বিশ্বাস করেছেন। এ ব্যাপারে তারা কোনো প্রকার যুক্তি তর্কে লিপ্ত হননি।
আরও দেখুনঃ খোলাফায়ে রাশেদীনের ৬০০ ঘটনাবলী pdf বই ডাউনলোড
যখন ইসলাম পারস্য,ইরাক, মিসর, আফ্রিকা ও অন্যান্য দেশে ব্যাপকভাবে প্রসার লাভ করে, তখন এ সকল রাষ্ট্রের মানুষ নিজেদের পূর্ববর্তী ধর্ম ও তৎকালীন সমাজে প্রচলিত বিভিন্ন দার্শনিক মতবাদের প্রভাবে ইসলামের (আকিদা) তথা ধর্মীয় বিশ্বাসের ক্ষেত্রে বিভিন্ন বিতর্কের সুত্রপাত করে। তাদের বিতর্কিত বিষয়ে ইসলামি ধর্ম বিশ্বাসের বিভিন্ন দিক ব্যাখ্যা বিশ্লেষণ করতে তাবেঈন, তাবেতাবেঈনগণ সচেষ্ট হন।
তারাঁ ধর্ম বিশ্বাসের অমৌলিক বিষয়াদি আলোচনার জন্য ঈমান শব্দ ছাড়া ও অনেক পরিভাষা ব্যবহার করেন।হিজরী চতুর্থ শতাব্দীর পূর্বে এর কোনো প্রচলন ছিল না। এমনকি হিজরি চতুর্থ শতাব্দী পর্যন্ত সংকলিত কোনো অভিধান গ্রন্থেও এর ব্যবহার পাওয়া যায় না। হিজরী চতুর্থ শতাব্দী. হতে এর প্রচলন ঘটে। এর পরবর্তী যুগে এটিই একমাত্র ঈমান বিষয়ক পরিভাষা হয়ে পড়ে।
আরও দেখুনঃ সালাফদের আত্মশুদ্বিমূলক বাণী pdf বই ডাউনলোড
পূর্ব যুগে “আকিদা” শব্দটি ধর্ম বিষয়ক বুঝাতে ব্যবহৃত হলেও হযরত রাসুল সাঃ-এর যুগে এবং প্রাচীন আরবি ভাষায়- এর ব্যবহার পাওয়া যায় না। রাসুল সাঃ ও তারঁ পূর্বে শব্দ দুটি বিশ্বাস অর্থে ব্যবহৃত হয়নি। অবশ্য জমাট হওয়া বা দৃঢ় হওয়ার অর্থে ব্যবহৃত হয়েছে। হিজরি তৃতীয় শতাব্দীতে উক্ত পরিভাষাটি আকিদা বিষয়ক পরিভাষা হিসেবে ব্যাপক প্রচার লাভ করে।
আরও দেখুনঃ আলী রাঃ সম্পর্কে ১৫০টি শিক্ষানীয় pdf বই ডাউনলোড
নিচে আকীদাতুত্ব ত্বহাবী pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ ইসলামিয়া কুতুবখানা বইয়ের ধরণঃ আকীদা বিষয়ক বইয়ের সাইজঃ 16.5 MB প্রকাশ সালঃ ২০১৩ ইং বইয়ের লেখকঃ ইমাম আবু জাফর আহমদ অনুবাদঃ মাওলানা মুহাম্মদ মঈনুদ্দীন বিন আব্দুস সালাম মল্লিকডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ