আকীদার মানদন্ডে তাবীজ
আকীদার মানদন্ডে তাবীজ pdf বই ডাউনলোড। লেসান নামক অভিধানে বলা হয়েছে- তামীম অর্থ হচ্ছে তাবীজ রক্ষা কবজ শব্দটির একবচন তামীমা। আবু মনসুর বলেছেন, তামীমা দ্বারা তাবীজ বুঝানো হয়েছে, যা মানুষ বিপদ থেকে রক্ষা পাবার জন্য ব্যবহার করে থাকে।
এমনিভাবে বলা হয় যে, বিষদর সাপ ইত্যাদি থেকে বাচাঁর জন্য যে পূতি জাতীয় তাবীজ সূতায় গেথে গলায় বেধেঁ দেয়া হয় তাকেই তামায়েম কিংবা তামীমা অর্থাৎ তাবীজ বলা হয়। ইবনে জোনাই রহ, থেকে বর্ণিত অনেকের মতে তাবীজ হচ্ছে ঐ জিনিস।
আরও দেখুনঃ মাযহাব কি বিভিন্ন ভাগে বিভক্ত pdf বই ডাউনলোড
যা তাগায় বেধেঁ লটকানো হয়। সাআলব রহ, থেকে বর্ণিত আছে- আরবরা বলে আমি শিশুর গলায় তাবীজ ঝুলিয়ে দিয়েছি। এক কথা বলা যায় যে, মানুষের গলায় বা অন্যান্য অঙ্গে বিপদাপদ থেকে বাচাঁর জন্য যেসব তাবীজ ধারণ করা হয়, সেগুলিকেই তামীমা বলা হয। ইবনে বরী বলেন- কবি সালমা বিন খরশবের নিম্ন বর্ণিত কবিতায় তামীমা এর অর্থই গৃহীত হয়েছে।
সঠিক আকিদা তাবীজের ।
কবি বলেন:- অর্থাৎ ঝাড়-ফুঁক এবং তাবীজ তুমারের মাধ্যমে নিশ্চিন্তে বিপদে থেকে আশ্রয় গ্রহণ করবে। আর তার গলায় তাবীজ বেধেঁ দেবে। আবু মনসুর বলেছেন, একবচন হচ্ছে আর তমীমা হল, দানা জাতীয় তাবীজ। বেদুঈনরা বদ নজর থেকে হিফাজতে থাকার জন্য এ ধরনের তাবীজ তাদের শিশুদের এবং তাদের সন্তানদের গলায় লটকিয়ে দিত।
আরও দেখুনঃ উলামার মতানৈক্য ও আমাদের কর্তব্য pdf বই
ইসলাম তাদের এরকম কুসংস্কারাচ্ছন্ন ধারণা বাতিল করে দেয়। হাজলী তার নিম্ন-বর্ণিত করিতা থেকে এ অর্থই গ্রহণ করেছেন। তিনি বলেছেন: অর্থাৎ সে মৃত্যুবরণ করলে, মৃত্যুর পর মুজায়্যেনা একটি গোত্রের নাম তাকে মৃত্যু থেকে বাচাঁনোর ব্যাপারে সফল হবে না। সুতরাং, হে মুজায়্যেন! তার উপর তাবীজ ঝুলিয়ে দাও। আল্লামা ইবনে হাজার বলেন।
হল এর বহুবচন আর তা হচ্ছে তাবীজ বা হাড় যা মাথায় লটকানো হয়। জাহেলী যুগে মানুষের বিশ্বাস ছিল যে, তাবীজ দ্বারা বিপদ আপদ দুর হয়ে যায়। ইবনুল আছীর বলেছেন শব্দটি বহুবচন, এর এক বচন হল অর্থ -তাবীজ। আরবরা শিশুদের গলায় তাবীজ লটকাত, যাতে বদ নজর না লাগে। ওটাই তাদের আকীদাহ।
আরও দেখুনঃ নেককার বদকার লোকের মৃত্যু কিভাবে হবে pdf বই
নিচে আকীদার মানদন্ডে তাবীজ pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ ইসলাম হাউস বইয়ের ধরণঃ ঈমান বিষয়ক বইয়ের সাইজঃ 1.34 MB প্রকাশ সালঃ ২০০৮ ইং বইয়ের লেখকঃ আলী বিন নূফাই আল উলইয়ানী অনুবাদঃ ইঞ্জিনিয়ার মুহাম্মাদ মুজীবুর রহমানডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ