আকীদায়ে হায়াতুন্নবী বিতর্ক
আকীদায়ে হায়াতুন্নবী বিতর্ক pdf বই ডাউনলোড। রাসুল সাঃ-বলেন কেউ আমাকে সালাম দিলে আল্লাহ তাআলা আমার দেহে রূহ ফেরত দেন। অতঃপর আমি উক্ত সালামের উত্তর দেই । সহীহ বুখারীর ভাষ্যকার হাফেয ইবনু হাজার (রহঃ) বলেন রাসুল ছাঃ মৃত্যুর পরে যদিও জীবিত আছেন, তবুও সেটি পরকালীন জীবন । দুনিয়াবী জীবনের সাথে যা সামঞ্জস্যশীল নয়।
নবীগন তাদের প্রভুর নিকটে জীবিত আছেন শহীদের ন্যায় । অতএব বিষয়টি সম্পূর্ণরূপে বারযাখী জীবনের অন্তর্ভুক্ত । যেখানে মানুষের হায়াত বা মউত বলে কিছু নেই।
আরও ইসলামিক বই দেখুনঃ
- কুরবানীর বিস্তারিত মাসায়েল pdf বই ডাউনলোড
- আলোর মশাল pdf বই ডাউনলোড
- জান্নাতের ফুল pdf বই ডাউনলোড
- আজাদীর ধোকাঁ pdf বই ডাউনলোড
- আল্লাহর দিকে আহবান pdf বই ডাউনলোড
তাই রূহ ফেরত দেওয়ার অর্থ তাকেঁ অবহিত কনানো এবং তিনি তা বুঝতে পারেন। আর সেটাই হল তারঁ উত্তর দেওয়া । অতএব তিনি শুনছেন এরূপ ধারণায় তারঁ কবরের পাশে গিয়ে দরূদ পাঠ করা সুস্পষ্টভাবে শিরক । আল্লাহ বলেন, নিশ্চয়ই তুমি শুনাতে পারো না কোন মৃত ব্যক্তিকে । আর তুমি শুনাতো পারো না কোন কবরবাসীকে ।ৎ
আমি তার জন্য কিয়ামতের দিন সাক্ষী হব
এছাড়া যে ব্যক্তি রাসুল সাঃ-এর কবরে গিয়ে দরূদ পাঠ করবে, তিনি তার জন্য সাক্ষী হবেন ও সুফারিশকারী হবেন, যে ব্যক্তি আমার কবর যেয়ারত করবে, তার জন্য আমার শাফাআত ওয়াজিব হবে, আমি তার জন্য ক্বিয়ামতের দিন সাক্ষী হব ইত্যাদি মর্মে যেসব হাদীছ বলা হয়ে থাকে, সবগুলিই জাল ।
মুহাম্মাদ সাঃ- সম্পর্কে বহুল প্রচলিত অন্যতম ভুল আক্বীদা তিনি জীবিত আছেন। তিনি এখনো দুনিয়াতে ইচ্চামত আগমন ও প্রস্থান করেন। এটা একেবারেই ভুল ও শিরকী আক্বীদা । মূলত তিনি বারযাখী জীবনে জীবিত। এ দুনিয়ার সাথে তারঁ কোন যোগাযোগ নেই। তিনি এ দুনিয়াতে আগমন করেন মর্মে আক্বীদা রাখা শিরক ।
কুরআন ও হাদীছের কোথাও তাকেঁ হায়াতুন নবী বলা হয়নি। কিন্তু তিনি যে মারা গিয়েছেন এ সম্পর্কে অসংখ্যা দলীল কুরআন ও হাদীছে বিদ্যমান। যেমন কুরআনে এরশাদ হয়েছে (১ ) আপনি অবশ্যই মৃত্যুবরণকারী এবং তারাও অবশ্যই মারা যাবে । (২) আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। (আলে ইমরান ৩/১৮৫, আম্বিয়া ২১/৩৫)।
নিচে আকীদায়ে হায়াতুন্নবী বিতর্ক pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ আকীদা সম্পর্কিত বইয়ের সাইজঃ 27.4 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ সালাফি, দেওবন্দী,বেরেলভী অভিমত অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ