আক্বিদা ওয়াসেত্বিয়া
আক্বিদা ওয়াসেত্বিয়া pdf বই ডাউনলোড। মুসলিমদের মাঝে ইসলামী সংস্কৃতির প্রসার ও নির্ভেজাল কুরআন ও সহীহ হাদীসের দাওয়াত এবং বিদআত ও কুসংস্কার মুক্ত সঠিক দ্বীনকে তাদের মধ্যে মাতৃভাষার মাধ্যমে প্রচারের জন্য সাঊদী আরবের প্রসিদ্ধ শহন।
দাম্মামে অবস্থিত ইসলামিক কালচারাল সেন্টার যে সকল বিষয়ে মুসলিমদের জ্ঞান লাভ করা অত্যন্ত প্রয়োজন, সে ধরণের মৌলিক বিষয় সমূহের সমাধান সম্বোলিত কতকগুলো বই অনুবাদ ও মুদ্রণের সিদ্ধান্ত নিয়েছে, যাতে মানবজাতি উপকৃত হতে পারে।
আরও দেখুনঃ আন্তর্জাতিক সন্ত্রাসী ইতিকথা pdf বই ডাউনলোড
তার মধ্যে একটি মুল্যবান বই হচ্ছে, আক্বীদা ওয়াসেতিয়া। যার লেখক হলেন শায়খুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়াহ রহঃ। সপ্তম ও অষ্টম হিজরী শতকে ইমাম ইবনে তাইমিয়াহ ছিলেন একটি নিরবচ্ছিন্ন সংগ্রামের নাম। সংগ্রাম করেন অন্যায় ও অসত্যের বিরুদ্ধে, জুলুম ও নির্যাতনের বিরুদ্ধে আর সংগ্রাম করেন সমস্ত বাতিল মতবাদের বিরুদ্ধে।
হিজরতে নববীর অর্ধ সহস্রাধিক বৎসর পর ইসলামের স্বচ্ছ ঝরণা ধারায় যেসব ময়লা আবর্জনা মিশে গিয়েছিল, দীর্ঘ প্রচেষ্টা ও সংগ্রাম সাধণার মাধ্যমে তিনি তাকে নাজাতপ্রাপ্ত দলের আক্বীদা মৌলিক বিশ্বাস, তারঁ কিতাব সমূহের প্রতি বিশ্বাস, তারঁ রাসুলগণের প্রতি বিশ্বাস, মৃত্যুর পর পুনরুত্থানের প্রতি বিশ্বাস এবং ভাল-মন্দ ভাগ্যের প্রতি বিশ্বাস।
আরও দেখুনঃ বৈজ্ঞানিক মুহাম্মদ সাঃ pdf বই ডাউনলোড
মহান আল্লাহর প্রতি বিশ্বাস ঈমানঃ আর ইহাতে পাচঁটি পরিচ্ছেদ রয়েছেঃ আল্লাহ পাক তারঁ সম্পর্কে ও তাঁর সৃষ্টি সম্পর্কে অধিক জ্ঞান রাখেন এবং তারঁ সৃষ্টি অপেক্ষা অধিক সত্য ও অতি উত্তম কথা বলেন। অতঃপর তারঁ সত্যবাদী রাসুলগণ যাদেঁর সত্যায়ন করা হয়েছে তারাঁ অন্যদের তুলনায় সর্বাধিক সত্য ও উত্তম কথা বলেছেন।
আর তারা এর পরিপন্থী, যারা এমন কথা বলে, যার সম্পর্কে তারা জ্ঞানহীন। তাই মহান আল্লাহ পাক এরশাদ করেনঃ পবিত্র তোমার পালনকর্তা যা তারা বর্ণনা করে থাকে তা থেকে সম্মানিত ও পবিত্র। রাসুলগণের প্রতি সালাম বর্ষিত হোক।
আরও দেখুনঃ অপরিচিত পুরুষের সাথে মুসলিমনারী pdf বই ডাউনলোড
নিচে আক্বিদা ওয়াসেত্বিয়া pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ আমল বিষয়ক বইয়ের সাইজঃ 2.71 MB প্রকাশ সালঃ ২০০৩ ইং বইয়ের লেখকঃ আব্দুল হালিম ইবনে তাইমিয়াহ অনুবাদঃ মতিউর রহমান আঃ হাকীম সালাফিডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ