আক্বীদার কিছু অধ্যায় pdf বই ডাউনলোড। যা আমি শামবাসীদের জন্য লিপিবদ্ধ করেছি। তারা তাদের যমীন ও দেশের বৈধ উত্তরাধিকার প্রাপ্ত হতে যাচ্ছে, যা শত বছর ব্যাপী নাসারদের আগ্রাসন, তারপর বিভিন্ন বাতেনী ফের্কার অবৈধ হস্তক্ষেপে জর্জরিত হয়েছিল। আর যার অনিবার্ ফলাফলস্বরূপ সেখানে অনেক ফেতনা-ফাসাদ ও ইসলামের মৌলিক- নীতিমালা ও শাখসমূহে ব্যাপক পরিবর্তন-পরিবর্ধন ঘটেছিল।
আমার কাছে সেখানকার অধিবাসী ও অধিবাসী নন এমন অনেকেই অনুরোধ করেছেন, যাতে আমি তাদের জন্য সে প্রশ্নের জওয়াব লিখি, যা রোজ-কিয়ামতে হিসাবের দিনে জিজ্ঞাসিত হবে অর্থাৎ বান্দার উপর আল্লাহর হক্ব বা অধিকার সম্পর্কে।
আরও ইসলামিক বই দেখুনঃ
- আল ইরশাদ ছহীত আক্বীদার দিশারী pdf বই ডাউনলোড
- মধ্যপন্থা গুরুত্ব ও প্রয়োজনীয়তা pdf বই ডাউনলোড
- মা বাবা ও আজকের সমাজ pdf বই ডাউনলোড
- মারেফুল হাদীস ২য় খন্ড pdf বই ডাউনলোড
- বিবাহের মাসায়েল pdf বই ডাউনলোড
যার নির্দেশ তিনি নূহ ও তার পরবর্তী প্রত্যেক নবীকে দিয়েছেন এবং যা দ্বারা পরিসমাপ্ত হয়েছে উম্মী নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ ইসলামের রিসালত: “তিনি তোমাদের জন্য বিধিবদ্ধ করেছেন দ্বীন যার নির্দেশ দিয়েছিলেন তিনি নূহকে, আর যা আমরা ওহী করেছি আপনাকে এবং যার নির্দেশ দিয়েছিলাম ইব্রাহীম, মূসা ও ঈসাকে; এ-বলে যে, তোমরা দ্বীনকে প্রতিষ্ঠিত কর এবং তাতে বিভেদ সৃষ্টি কর ন “। (সূরা আশ-শূরা:১৩ )।
খারাপ কামনা-বাসনা ও লালসার ব্যাপকতা লাভের সাথে সাথে মানুষের মধ্যে -কুপ্রবৃত্তিও ব্যাপাকভাবে ছড়িয়ে পড়েছে, কু-প্রবৃত্তির ব্যাপকতার সাথে সাথে মত-পার্থক্যও ব্যাপাক আকার ধারণ করছে। আর মত-পার্থক্য ব্যাপক হওয়ার সাথে সাথে বিভিন্ন-ধন উপদলের ও ব্যাপাক বিস্তৃতি ঘটেছে।
যখনই আরবী ভাষা ভাষী ও অন্যান্যদের মাঝে আরবী ভাষা জ্ঞান দুর্বল হয়ে পড়েছে, তখনই সহজ হয়ে পড়েছে অপব্যাখ্যা ও সন্দেহ-শংসয় দ্বারা পরিতুষ্ট করা, হাদীস ও আয়াতসমূহের ভিন্ন অর্থ করার অপচেষ্টা করা। ইসলামের প্রথম যুগে উত্থিত ফের্কাসমূহের মধ্যে যখন এ কাজসমূহ সহজভাবে হয়েছিল, তখন তাদের পরবর্তী লোকদের মধ্যে সেটা আরও বেশি সহজ ও অনাসায়েই হতে পারে।
বিশেষ করে সেখানে যখন কু-প্রবৃত্তি ও সন্দেহ -সংশয়ের বীজ আছে! কারণ, সন্দেহ সংশয় তো মূলত প্রবৃত্তি থেকে উত্থিত হয়, তারপর তা সন্দেহে রূপান্তরিত হয় তারপর তা অনুসৃত মাযহাবে পরিণত হয়। এরপর কিছু মানুষ একে সর্বশেষ অবস্থা দেখে গ্রহণ করে নেয়, আর তার প্রথম অবস্থা সম্পর্কে অজ্ঞই থাকে। মহান আল্লাহ বলেন, “তবে কি যখনি কোন রাসূল তোমাদের কাছে এমন কিছু এনেছে যা তোমাদের প্রবৃত্তি মানে না, তখনি তোমরা অহংকার করেছ? ।
নিচে আক্বীদার কিছু অধ্যায় pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | আক্বীদা |
বইয়ের সাইজঃ | 1.34 MB |
প্রকাশ সালঃ | ২০১৩ |
বইয়ের লেখকঃ | আব্দুল আযীয ইবন মারযূক আত-ত্বারীফী |
অনুবাদকঃ | ডা. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া |