আগামী দিনের জীবন বিধান
আগামী দিনের জীবন বিধান pdf বই ডাউনলোড। ইসলাম একটি জীবনাদর্শ- মানুষের সামগ্রিক জীবনের জন্যে উপযোগী একটি বাস্তবধর্মী বিধান। ইসলামের একটি তাত্ত্বিক দিক আছে। তা বিশ্ব প্রকৃতির ব্যাখ্যা দান করে এবং এর মাঝে মানুষের পজিশন নির্দেশ করে। নির্ধারণ করে মানব জীবনের চূড়ান্ত লক্ষ্য ।
ইসলামের তাত্ত্বিব উৎস থেকে উৎসারিত হয় বিভিন্নমুখী ব্যবস্থা ও সংগঠন। এগুলো আবার মানুষের প্রাত্যহিত জীবনযাত্রায় হয় বিকশিত। নৈতিকতা, সমাজ ব্যবস্থা: রাজনীতি, অর্থনীতি এবং আন্তর্জাতিক সম্পর্ক এসব কিছু সম্বন্ধেই ইসলামের আছে সুনির্দিষ্ট দৃষ্টিকোণ।
আরও দেখুনঃ আদাবুল মুআশারাত pdf বই ডাউনলোড
এই সার্বজনীন বৈশিষ্টের কারণে অচিরে মানব জীবনের সব দিক ও বিভাগ স্বীয় আওতাধীন করে ইসলাম পূর্ণরূপে বিকশিত হবার সম্ভাবনা রয়েছে। আমার বিশ্বাস, ইসলামই হবে আগামী দিনের জীবন বিধান। ইসলাম সর্বব্যাপক এবং ব্যবস্থাগুলো পরস্পর সংগতিপূর্ণ।
মানুষের জীবন প্রয়োজন এবং কর্ম-প্রবাহের কোন একটি দিক সম্বন্ধেও ইসলাম উদাসীন নয়। ইসলাম বাস্তব জীবন হতে বিচ্ছিন্ন শুধু আবেগ -প্রসূত ধর্মীয় বিশ্বাসের নাম নয়। এটা ন্যূনতম পূজা-অর্চনার বিধি ব্যবস্থার নামও নয় যা ব্যক্তিগতভাবে বা সমষ্টিগতভাবে সম্পন্ন করলে ঈমানের দাবী আদায় হয়ে যায়।
আরও দেখুনঃ আবূ তালিব এর ইসলাম pdf বই ডাউনলোড
অন্যান্য অনেক মতবাদ মানুষের পার্থিব সমৃদ্ধি সাধন করতে গিয়ে ধর্মকে এড়িয়ে গেছে। সেই অভাবটুকু পূরণ করে শুধু পারলৌকিক জীবনে জান্নাত প্রাপ্তির পথ দেখাবার নামও ইসলাম নয়। ইসলামী ব্যবস্থার বিস্তৃতি এতো ব্যাপক যে বাস্তব জীবনের সংগঠন ও ।
প্রতিষ্ঠানগুলোর সাথে সম্পর্কহীন একটিা আবেগভিত্তিক বিশ্বাস হিসেবে একে প্রমাণ করার প্রচেষ্টা ব্যর্থ হতে বাধ্য। দৈনন্দিন জীবনে এর সুস্পষ্ট অনন্য অনুষ্ঠানগুলো, এর ন্যায়-শাস্ত্র এবং পদ্ধতি-বিদ্যা অনুসরণ না করে যারা কতিপয় ধর্মীয় আচার মেনে চলে তাদেরকে আখিরাতে জান্নাত প্রাপ্তির প্রতিশ্রুতি প্রদাণকারী প্রত্যয়বাদ হিসেবে ও ইসলামকে বিবেচনা করা যায় না।
আরও দেখুনঃ হৃদয় সম্প্রসারণ pdf বই ডাউনলোড
নিচে আগামী দিনের জীবন বিধান pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বাংলাদেশ ইসলামিক সেন্টার বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক বইয়ের সাইজঃ 3.14 MB প্রকাশ সালঃ ২০০৭ ইং বইয়ের লেখকঃ সাইয়েদ কুতুব অনুবাদঃ এ.কে.এম নাজির আহমদডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ