আজকের ভালো কাজ pdf বই ডাউনলোড। যখন মহররম মাস শুরু হল তখন বুঝে নিন যে, নতুন বছর শুরু হয়ে গেছে। চিন্তা করুন এবং ভাবুন, গত মহররম থেকে এই মহররম পর্যন্ত পুরো একটি বছর পেরিয়ে গেছে। কিন্তু পরকালের হিসেবে গত মহররমে যেখানে ছিলেন এখনও কি সেখানেই রয়ে গেছেন, না কি দু এক কদম অগ্রসরও হওয়া গেছে।
যদি বছর পেরিয়ে যাওয়ার পরও অবস্থায় সামান্যতমও পরিবর্তন না এসে থাকে তা হলে তো ক্ষতিরই কথা। কোনও ব্যক্তি যদি কামাই করার জন্য দেশের বাইরে যায়; আর যে-পুঁজি নিয়ে যায় বছরশেষে সেই পুঁজিই থেকে যায়, কোনওকিছু কামাই না করে থাকে, তা হলে এটা কতবড় দুর্ভাগ্য এবং বঞ্চনার কথা ভেবে দেখুন! গত বছর কত লোক জীবিত ছিল, আর এখন কতজন দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। এভাবেই সবাইকে একদিন এই দুনিয়া ছেড়ে যেতে হবে। তাই প্রতিটি মুহুর্ত খুবই মূল্যবান।
আরও ইসলামিক বই দেখুনঃ
- গোনাহ ও তাওবা pdf বই ডাউনলোড
- নজরের হেফাজত করুন pdf বই ডাউনলোড
- আজকের দুনিয়ায় ইসলাম pdf বই ডাউনলোড
- ইসলামের নামে ভ্রান্ত আকিদা pdf বই ডাউনলোড
- মা বাবা ও আজকের সমাজ pdf বই ডাউনলোড
প্রতি বছরের শুরুতে কমপক্ষে এ-শিক্ষাটা নেওয়া উচিত যে, একটি বছর পেরিয়ে গেছে, কিন্তু এখনও কি সেখানেই দাঁড়িয়ে রয়েছে, যেখানে গত বছর ছিল; না কি একটুখানি অগ্রসর হওয়া গেছে। অগ্রসর হওয়ার অর্থ হল, যদি একটি গোসানহকে ছুটে গিয়ে থাকে তা হলেও কিছুটা আগে এগোনো হয়েছে। আর যদি এমন হয় যে, গত মহররমের শুরুতে যতগুলো গোনাহ ছিল এখনও ততগুলোই আছে, একটি গোনাহ ছুটেনি, তা হলে বড়ই ক্ষতির জীবন যাপন করা হয়েছে। কিছুটা হলেও ভাবা চাই, একদিন তো মরতে হবে; কতদিন জীবিত থাকা যাবে।
নিয়ত-এর আকৃতিতে আল্লাহ তাআলা ঈমানদারদের একটি নুখসা দান করেছেন, যার বদৌলতে প্রত্যেক মুসলমানই সামান্য মনোযোগ দিয়ে মাটিকে সোনায় রূপান্তর করতে পারে। হাদিস শরিফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন- অর্থাৎ- সকল আমলের ভিত্তি হল ঈমানের ওপর।
কেউ কেউ এ-হাদিসের অর্থ এরূপ বুঝে থাকে যে, ভালো নিয়ত দ্বারা ভুল কাজও শুদ্ধ হয়ে যায় এবং গোনাহও সওয়াবে পরিণত হয়। কথাটা স্পষ্টতই ভূল। গোনাহ সর্বাবস্থায়ই গোনাহ। যত ভালো নিয়তই করা হোক, সেটা জায়েজ হতে পারে না। যেমন কোনও ব্যক্তি অপর কারও ঘরে- এ নিয়তে চুরি করতে ঢুকল যে, চুরি করে যে-মাল পাওয়া যাবে সেটা আল্লাহর রাস্তায় দান করবে। তার এ-নিয়তের কারণে চুরির গোনাহ মাফ হয়ে যাবে না। যদি আরও পড়তে চান তাহলে ডাউনলোড করে নিতে পারেন।
নিচে আজকের ভালো কাজ pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | হুদ হুদ প্রকাশন |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক |
বইয়ের সাইজঃ | 95.0 MB |
প্রকাশ সালঃ | ২০১৬ সাল |
বইয়ের লেখকঃ | মুফতী মুহাম্মাদ শফী রহ, |
অনুবাদঃ | মাওলানা মাসকুস আহমাদ |