আত্মশুদ্ধির পথ pdf বই ডাউনলোড। সকল প্রশংসা আল্লাহ তাআলা জন্য, যিনি সমগ্র সৃষ্টিকুলের প্রতিপালক। আর যাকেরীনদের মধ্যে সর্বশ্রেষ্ঠ যাকের, শোকর গোজারীদের সরদার। নবী-রাসূলদের ইমাম, সর্বশেষ রাসূল এবং পরকালে উজ্জ্বল চেহারা বিশিষ্ট মমিনদের নেতা, হযরত মুহম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং তারঁ পরিবারবর্গ ও সকল সাহাবাদের প্রতি আল্লাহ তাআলা রহমত নাযিল করুন। আর নাযিল করুন ঐ সব লোকদের প্রতি, যারাঁ কিয়ামত পর্যন্ত তারঁ প্রদর্শিত পথে জীবন পরিচালনা করবেন।
প্রত্যেকটি মানুষের জীবনের একটি মূল উদ্দেশ্য থাকে। এই উদ্দেশ্যকে কেন্দ্র করেই তাদের সকল চিন্তাধারা আবর্তিত হয়। তাদের জীবনের সমুদয় কাজকর্মের মেরুদন্ড হয় এ উদ্দেশ্যটিই। এটাকে আল-মাসালুল আলা মহত্তম আদর্শও বলা হয়।
আরও ইসলামিক বই দেখুনঃ
- আট রাকাত তারাবী ওয়ালাদের আসল রূপ pdf বই
- জিহাদ জান্নাতের পথ pdf বই ডাউনলোড
- নফসের গোলামী ও মুক্তির পথ pdf বই ডাউনলোড
- মক্কার পথ pdf বই ডাউনলোড
- জীবনের শেষ দিন pdf বই ডাউনলোড
জীবনের এই উদ্দেশ্য যত উন্নত ও মহত্তর হবে, মানুষ থেকে তত উন্নত নৈতিকতা ও কাজকর্মের প্রকাশ ঘটবে। আর এ দ্বারাই মানুষ পূর্ণতার উচ্চ শিখরে আরোহণ করতে সক্ষম হবে। ইসলাম মানুষের জীবনের লক্ষ্য উদ্দেশ্যের কথা পরিস্কারভাবে বিশ্লেষণ করে দিয়েছে। আর পূর্ণতার উচ্ছাসনে এবং মাসালুল আলা মনযিলে উপনীত হবার জন্য তাযকিয়অয়ে নাফস বা আত্মশুদ্ধির পর্যায়টি অতিক্রম করা ।
মানুষের জন্য অপরিহায কর্তব্য বলে নির্ধারণ করা হয়েছে। মাসালুল আলার অর্থ হচ্ছে, আল্লাহ তাআলার যিকির ও প্রশংসায় নিবেদিত হওয়া। পবিত্র কালামে মজীদের নিম্নলিখিত আয়াতে এ ব্যাপারটির প্রতি আলোকপাত করা হয়েছে। অর্থাৎ- আল্লাহ তাআলার পানে ধাবিত হও। নিঃসন্দেহে আমি আল্লাহর পক্ষ হতে তোমার জন্য প্রকাশ্য ভীতি প্রদর্শনকারী। (সূরা আয যারিয়াত: ৫০) ।
আল্লাহর পানে ধাবি হও কথার মধ্যে আল্লাহর আযাব হতে মুক্তি প্রার্থনা করা এবং তার কৃপা ও পুরস্কারের আশা-পোষণও শামিল রয়েছে। সুতরাং এর একমাত্র পথ হচ্ছে নিজের গোটা জীবনটাকে আল্লাহর বিধানের আলোকে গড়ে তোলা এবং তারঁ অবাধ্যতা থেকে সম্পূর্ণরূপে বিরত থাকা।
এই সত্যটি অবহিত হবার পর আল্লাহর যিকি ও স্মরণ হতে কোন অবস্থাই আমাদের গাফিল হওয়া উচিত না। সৃষ্টিকুলের মধ্যে আল্লাহর সবচেয়ে নিকটতম, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যিকির, শোকর, তাসহীব, তাহমীদ তথা সকল অবস্থায় পড়ার জন্য পূর্ণাঙ্গ দোয়া কালাম বর্ণিত রয়েছে। তিনি সর্বাবস্থায়ই আল্লাহ তাআলার যিকিরে মশগুল থাকতেন। এই জন্যই যারাঁ নবী করীমের প্রতি ভালবাসার দাবি করেন, আমরা সঙ্গত কারণে তাদেঁর নিকট আশঅ করতে পারি যে তারা আল্লাহ তাআলার সন্তুষ্টি ও নৈকট্য লাভের জন্য স্বীয় রাসূলের সুন্নত অনুসরণ করবেন।
নিচে আত্মশুদ্ধির পথ pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক |
বইয়ের সাইজঃ | 2.08 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | শহীদ হাসান আল বান্না |
অনুবাদঃ |