আত্মহত্যা কোন সমাধান নয় সমস্যা pdf বই ডাউনলোড। আমার জীবনের প্রথম বন্ধু আবদুল মালেক। অবুঝ বয়সে ও আর আমি একসঙ্গে মাদরাসায় যেতাম। আমার আর ওর বাড়ি থেকে খাবার আনত ওর বড় ভাই। আমি যখন দুনিয়ার ভালো-মন্দ কিছুই বুঝতাম না, তখন ও অনেক কিছুই বুঝত। ও প্রায়ই মাদরাসা পালিয়ে বাড়িতে যেত। পড়াশুনার বাইরের জগতের প্রতিই ওর ছিল যত আগ্রহ।
বছর পার না হতেই সে মাদরাসায় না পড়ার জন্য নানা বাহানা খুজঁতে লাগল। অবশ্য ওরা বাবা ওকে মাদরাসায় পড়ানোর জন্য চেষ্টায় কসূর করেন নি। একদিন সে সত্যিই মাদরাসাকে বিদায় জানাল। মাদরাসা থেকে চলে যাবার পর অনেক বছর যাবত তার সঙ্গে আমার দেখা নাই। মক্তব ছেড়ে আমি একাডেমিক পড়াশুনা শেষ করলাম। ওর সঙ্গে তেমন কোনো যোগাযোগ নেই।
আরও ইসলামিক বই দেখুনঃ
- মতবাদ ও সমাধান pdf বই ডাউনলোড
- অর্থনৈতিক সমস্যার ইসলামি সমাধান pdf বই ডাউনলোড
- হযরত আবূ হূরায়রা pdf বই ডাউনলোড
- শাইখ মুহাম্মাদ বিন আবদুল ওয়াহহাব রহঃ pdf বই ডাউনলোড
- বৈবাহিক সমস্যা ও কোরআনের সমাধান pdf বই ডাউনলোড
বেচারার কথা যে মনে পড়ে না, তা নয়। আসলে ওর খবর নেয়ার তেমন সুযোগই ঘটেনি। একদিন বগুড়ার এক ইসলামী মাহফিলে হঠাৎ দেখা ওর সঙ্গে। ছোটবেলায় ও আমার বাড়ি থেকে আনা খবারে আগ্রহ দেখাত বলে ওকে পেটুক বলে ডাকতাম। এতদিন পর সাক্ষাতেও সে বাল্যকালের কথাই মনে করিয়ে দিল। বলল দোস্ত কিছু খাওয়া। আমি হেসে বললাম যাক তাহলে অভ্যাসটায় খুব একটা হেরফের হয়নি। ওকে সম্ভবত চটপটি আর পাপড় খাওয়ালাম। তারপর পড়াশুনার খাতিরে চট্টগ্রাম চলে এলাম। তিন মাস পর বাড়ি এসে শুনি আবদুল মালেক আত্মহত্যা।
করেছে! বাপের ওপর রাগ করে গলায় ফাসঁ লাগিয়ে আত্মহনন করেছে। শুনে আমি অবাক হয়ে গেলাম। তারপর ওর বাবা-মার সাথে সাক্ষাৎ করলাম। সেদিনের বিবরণ শুনলাম তাদের কাছে। আবদুল মালেক নাকি বাবার ওপর রাগ করে তিনদিন না খেয়ে চতুর্থ দিনে এসে এ কাজ করে বসে। দিন তারিখ মিলিয়ে হিসেব করে দেখলাম আমার সাথে সাক্ষাতের দিনটি ছিল ওর মৃত্যুর আগের দিন।
আত্মহত্যা মহা পাপ !!
হতবাক হয়ে গেলাম। ইস যদি আমি ওকে পেট ভরে ভাত খাওয়াতাম। তিনদিনের অনাহারী ছিল বলেই বোধ হয় অবশেষে বাল্যবন্ধুকে পেয়ে অকপটে খাওয়ানোর আবদার করেছিল। আর তাকেই কি-না বাল্যকালের দোহায় দিয়ে পেটুক বলেছিলাম বলে আফসোস দগ্ধ হতে লাগলাম।আত্মহত্যা শব্দটির সঙ্গে অবশ্য পরিচয় এ ঘটনার অনেক আগে। আমাদের মহল্লার একটি পরিত্যক্ত বাসায় এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছিল।
কৈশোরের অবুঝ মনে সেদিন বড় বিস্ময় উপহার দিয়েছিল আস্ত একটি মানুষের নিষ্প্রাণ দেহ। তবে প্রকৃতপক্ষে ক্ষণকালের তালিবুল ইলম আবদুল মালেকের আত্মহননই প্রথম আমাকে বিপুলভাবে নাড়া দেয়। তখনই আমি শুনতে পাই আত্মহত্যা সম্পর্কে বাঙালী সমাজে প্রচলিত সত্য-মিথ্যা নানা কথা। ওর বাবা-মার কান্নাভেজা কণ্ঠ আমাকে বড়ই আবেগাপ্লুত করে। আমাকে দেখে তারাঁ কাঁদতে কাঁদতে বলেছিলেন, হায় একই রকম দুটি বাচ্চা একসঙ্গে মাদরাসায় যেত। সম্পূর্ণ বইটি পড়লে আসলে আপনারা অনেক কিছু জানতে এবং বুঝতে পারবেন। যদি বইটি পড়তে চান তাহলে ডাউনলোড করে নিতে পারেন।
নিচে আত্মহত্যা কোন সমাধান নয় সমস্যা pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | আত্মহত্যা বিষয়ক |
বইয়ের সাইজঃ | 1.0 MB |
প্রকাশ সালঃ | ২০১১ |
বইয়ের লেখকঃ | আলী হাসান তৈয়ব |
অনুবাদকঃ |