আত্মার আলোকমণি ২য় খন্ড
আত্মার আলোকমণি ২য় খন্ড pdf বই ডাউনলোড। বাংলাভাষায় ইমাম গাযালীর (রাহঃ) বেশ কয়েকটি গ্রন্থের অনুবাদ প্রকাশিত হয়েছে। এখন ও এমন অনেক মূল্যবান গ্রন্থ রয়ে গেছে যেগুলির নাম ও এদেশে অনেকের জানা নাই। স্নেহভাজন মাওলানা মুফতী উবায়দুল্রাহ সাহেব বছরখানেক আগে বিশেষ একটি প্রশিক্ষন উপলক্ষে কায়রোতে কিছুকাল অবস্থানের সুযোগে সেরূপ কয়েকখানা দুষ্পাপ্য পুস্তক সংগ্রহ করতে সক্ষম হয়েছেন।
তন্মধ্যে বিদায়াতুল-হিদায়হ নামক পুস্তকখানী তিনি ইতিপূর্বে অনুবাদ করে বাংলাভাষাভাষী পাঠকগনকে উপহার দিয়েছেন। মুকাশাফাতুল-ক্বুলুব তার দ্বিতীয় উপহার। আলোচ্য গ্রন্থটি নিয়ে বিস্তর তাত্বিক আলোচনার অবকাশ রয়েছে।
আরও ইসলামিক বই দেখুনঃ
- শরীয়তের দৃষ্টিতে পর্দা-র হুকুম pdf বই
- আত্মার আলোকমণি ২য় খন্ড
- দাওয়াতে দীন ও তার কর্মপন্থা pdf বই ডাউনলোড
- জিহাদ ও ক্বিতাল pdf বই ডাউনলোড
- উম্মাহর কিংবদন্তিরা pdf বই ডাউনলোড
- সৌভাগ্যের পরশমণি ৩য় খন্ড pdf বই
এতে যেন ইমাম সাহেব পাঠকগনকে সহজ-সরল পন্থায় আধ্যাত্মিকতার সর্বোচ্চ স্তরে নিয়ে যেতে চেষ্টা করেছেন। বইটি পাঠ করলে মনে হয় প্রিয় মাওলার সান্নিধ্য লাভ করাটাই বুঝি বান্দার নিতান্তই সহজাত একটা সাধনা। এ পথে জটিলতা বা রহস্যময়তা বলিতে বুঝি কোন কিছুর অস্তিত্ব নাই।
আমাদের দেশ আজ আধ্যাত্মিকতার নানা দাবী-দাওযার সয়লাবে টই-টুম্বুর হয়ে রয়েছে। কত কিছিমের মারেফাত-চর্চা যে এদেশে হচ্ছে তা শুমারি করে শেষ করাও কঠিন। আর এসব নামধারী মারেফাতসেবীদের প্রধান শিকারই হচ্ছে প্রকৃত ধর্মজ্ঞান বর্জিত সমাজের শিক্ষিত-উচ্চবিত্ত শ্রেনীটা।
উম্মতের মধ্যে যে যুগে যে ধরনের গোমরাহীর প্রাদুর্ভাব বেশী হয় দ্বীনের সেবক আলেম সমাজের দৃষ্টি আল্লাহ পাক সে সবেরদ প্রতিবিধান -চিন্তার দিকে ফিরিয়ে দেন। বিগত ইতিহাসের বহু ক্রান্তিলগ্নে এ সত্যটি বারবার প্রমানিত হয়েছে। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে ইমাম গাযালী রাহঃ পরিবেশিত অমৃতধারায় প্রয়োজনীয়তা বড় বেশী বলে মনে করি।
আনন্দের বিষয় এই যে, এ যুগের কিছুসংখ্যক প্রতিভাদীপ্ত আলেমের শ্রম-সাধনা গাযালীর রচনাবলী বাংলাভাষায় প্রকাশ করার প্রতি নিয়োজিত হয়েছে। মাওলানা মুফতী উবায়দুল্রাহ তাদেরই একজন ।
আল্লাহপাক আমাদিগকে হক তালাশ করে তা অনুসরণ করার তওফীক দান করুন। আমিন !!
নিচে আত্মার আলোকমণি ২য় খন্ড pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ দারুল ইফ্তা প্রকাশনী বইয়ের ধরণঃ ইমাম গাজ্জালি সিরিজ বইয়ের সাইজঃ 13.9 MB প্রকাশ সালঃ ১৯৯৩ ইং বইয়ের লেখকঃ ইমাম গাজ্জালী রহঃ অনুবাদঃ মুফতি মুহাম্মদ উবাইদুল্লাহডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ