আদর্শ বিবাহ ও দাম্পত্য
আদর্শ বিবাহ ও দাম্পত্য pdf বই ডাউনলোড। বিশুদ্ধ শরয়ী জ্ঞান-স্বল্পতা, বিশুদ্ধ শরীয়তের উপর আমল করার প্রতি অবহেলা ও অবজ্ঞা স্বার্থান্বেষিতা এবং দেশীয় পরিবেশের বিশেষ কুপ্রভাবের ফলে মুসলিম সমাজে বিভিন্ন কুসংস্কার, কুপ্রথা,কুআচার ও অনাচারের প্রাদুর্ভাব ঘটেছে।
পরকালের প্রতি ক্ষীন ঈমান তথা অসং পরিবেশ ও পারিপার্শ্বিকতার কারণে অধিকাংশ মানুষের ইচ্ছা নেই নিজেকে কুসংস্কার-মুক্ত করার, মন নেই আত্মশুদ্ধির চেষ্টা নেই দ্বীন শিক্ষার ভ্রক্ষেপ নেই ধর্মীয় বাণীর প্রতি, নেই সমাজকে কুপ্রথা ও অনাচরমুক্ত করার কোন সৎসাহস!
আরও দেখুনঃ আদর্শ বিবাহ pdf বই
কাজ যেহেতু একা কারো নয়। প্রয়োজন যৌথ প্রচেষ্টার ব্যাপারচাও কেবল মুখ ও কলমের নয়; বরং আমল ওকাজের। তাই আমূল সংস্কার ও পরিবর্তন সাধনে জন্য চাই আবাল-বৃদ্ধ বনিতার সম্মিলিত ঐকান্তিক প্রচেষ্টা যার শীর্ষে থাকবে আল্লাহ-ভীতি , পরকালের পূর্ন ঈমান হিসাব-নিকাস ও জবাবদিহির ভয়, দোযখের শঙ্কা এবং বেহেশতের লোভ।
দাম্পত্য জীবনে ধর্ম
বিবাহ ও দাম্পত্য মুসলিমদের এক শুভ ও সুখদ সন্ধিক্ষণ আবার অশুভ ও যন্ত্রণাপ্রদ সময়কালও। এই শুভাশুভ নির্বাচন করায় তারও হাত আছে। যেমন বিবাহ করা অর্ধ ঈমান ।দাম্পত্য-জীবন তার অর্ধেক ধর্মীয় জীবন। তাছাড়া দাম্পত্যের সফরও বড় লম্বা। যার সঙ্গীও চিরসঙ্গী।
আরও দেখুনঃ ঈমানদীপ্ত দাস্তান ৭ম খন্ড pdf বই
তাই তো অর্ধ ঈমান যাতে অবলীলায় এসে অবহেলায় বরবাদ না হয়ে যায় এবং এই লম্বা সফল যেন কষ্টকর তথা তার সাথী যেন কুজন ও কুসাথী না হয়। তার জন্য সফর শুরু করার পূর্বে জীবন-সমুদ্রে তার দাম্পত্যের তরণী অবতারণ করার আগে আগে তাকে একটু ভেবে নিতে হয় কিছু জেনে ও পড়তে নিতে হয়।
বিবাহের পূর্বে অনেক যবক-যুবতী বহু রতিশাস্ত্র অধ্যয়ন করে থাকেন; কিন্তু কোন ধর্মীয় রীতিশাস্ত্র অধ্যয়ন করার প্রয়োজন মনে করেন না। অথচ প্রেম ও প্রেমের ধরন তথা যৌন সুখ তো যে কোন প্রকারে লাভ হতেই পারে। পরন্ত লাভ যা হয় না তা হল প্রেম ও যৌবনে নীতি-নৈতিকতা,সংযমশীলতা, সাম্পত্য ও সাংসারিক পরম শান্তি এবং সৃষ্টিকর্তার চরম সন্তষ্টি।
আরও দেখুনঃ বিবাহের খুতবা আরবীতে pdf বই
আসুন ইসলামী পবিত্র সম্পর্ক আদর্শ বিবাহ ও সুখী-দাম্পত্য গড়ার উদ্দেশ্যে আমরা অত্র পুস্তিকার অধ্যয়গুলি বারবার আলোচনা করি, আর দৃঢ়সংকল্প হইযে, আমরা আমাদের জীবন ও দাম্পত্য গড়ব ইসলামী সোনার ছাঁচে। কোন দেশাচার, লোকাচার বা স্ত্রীআচারের তুফানে আমরা বিচলিত হব না। আমরা চাই ইহকালে অনাবিল শান্তি ও পরকালে অনন্ত সুখ।
নিচে আদর্শ বিবাহ ও দাম্পত্য pdf বই ডাউনলোড এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ তাওহীদ প্রেস এন্ড পাবলিকেশন্স বইয়ের ধরণঃ বিবাহের নিয়মনীতি বইয়ের সাইজঃ 1.০4 MB প্রকাশ সালঃ ২০১০ ইং বইয়ের লেখকঃ আব্দুল হামিদ আল ফাইজি অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ