আদাবুল মুফরাদ
আদাবুল মুফরাদ pdf বই ডাউনলোড। আল্লাহর বাণীঃ আমি মানুষকে তার পিতা-মাতারে সাথে সদ্ব্যব্যবহারের নির্দেশ দিয়েছি” (২৯:৮)। আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস করলাম।
আল্লাহর নিকট সর্বাধিক প্রিয় আমল কি? তিনি বলেনঃ ওয়াক্তমত নামায পড়া। আমি বললাম, তারপর কোনটি? তিনি বলেনঃ পিতা-মাতার সাথে সদাচার। আমি বললাম, তারপর কোনটি? তিনি বলেনঃ আল্লাহর রাস্তায় জিহাদ। রাবী বলেনঃ তিনি আমাকে এইসব বিষয়ে বললেন। আমি আরো জিজ্ঞেস করলে তিনি অবশ্যই আমাকে আরো বলতেন ।
আরও দেখুনঃ তাহকীক সুনান ইবনু মাজাহ ২য়-খন্ড pdf বই ডাউনলোড
ইবনে উমার (রাঃ) বলেন, কারো প্রতি তার পিতা মাতা সন্তুষ্ট থাকলে প্রভূও তার প্রতি সন্তুষ্ট থাকেন এবং তার পিতা অসন্তুষ্ট থাকলে প্রভূও অসন্তুষ্ট থাকেন । হাকীম ইবনে হিযাম রাঃ বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসুল ! সদ্ব্যবহার পেতে কে অগ্রগণ্য? তিনি বলেনঃ তোমার মা।
আমি বললাম, তারপর কে? তিনি বলেনঃ তোমার মা আমি বললাম তারপর কে? তিনি বলেনঃ তোমার মা। আমি বল্লাম তারপর কে? তিনি বলেন: তোমার পিতা, তারপর ক্রমান্বয়ে আত্মীয়ের সম্পর্কে নৈকট্যের ভিত্তিতে।
আরও দেখুনঃ মুখতাসারুল ফাওয়ায়েদ pdf বই ডাউনলোড
ইবনে আব্বাস রাঃ হতে বর্ণিত। এক ব্যক্তি তার নিকট উপস্থিত হয়ে বললো, আমি এক মহিলাকে বিবাহের প্রস্তাব দিলাম। সে আমাকে বিবাবহ করতে অস্বীকার করলো। অপর এক ব্যক্তি তাকে বিবাহের প্রস্তাব দিলে সে তাকে বিবাহ করতে পছন্দ করলো। এতে আমার আত্মমর্যাদাবোধে আঘাত লাগলে আমি তাকে হত্য করি।
আমার কি তওবার কোন সুযোগ আছে? তিনি বলেন, তোমার মা কি জীবিত আছেন? সে বললো না। তিনি বলেন, তুমি মহামহিয়ান আল্লাহর নিকট তওবা করো এবং যথাসাধ্য তার নৈকট্য লাভে যত্নবান হও। আতা রঃ বলেন আমি ইবনে আব্বাস রাঃ-এর নিকট গিয়ে জিজ্ঞেস করলাম, তার মা জীবিত আছে কি না তা আপনি কেন জিজ্ঞেস করলেন? তিনি বলেন, আল্লাহর নৈকট্য লাভের জন্য মায়ের সাথে সদাচারের চেয়ে উত্তম কোন কাঝ আমার জানা নেই।
আরও দেখুনঃ জয়িফ জাল হাদীস খন্ড-২য় pdf বই ডাউনলোড
নিচে আদাবুল মুফরাদ pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ আহসান পাবলিকেশন বইয়ের ধরণঃ হাদিস বিষয়ক বইয়ের সাইজঃ 13.1 MB প্রকাশ সালঃ ২০০১ ইং বইয়ের লেখকঃ ইমাম বুখারী রহ. অনুবাদঃ আলহাজ মাওলানা মুহাম্মাদ মূসাডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ