আনওয়ারুল মানার শরহে নূরুল আনওয়ার ২য় খন্ড pdf বই ডাউনলোড। প্রসিদ্ধ মতন-গ্রন্থ ‘আল-মানার’-এর শরাহ তথা ব্যাখ্যা গ্রন্থ ‘নূরুল আওয়ার’-এর লেখকের নাম হচ্ছে- শায়খ আহমদ ইবনে আবূ সাঈদ (র.)। কিন্তু সর্বসাধারণের নিকট ‘শায়খ’ জীয়ন’ বা ‘মোল্লা জীয়ন’ উপাধিতেই তিনি সর্বাধিক প্রসিদ্ধি লাভ করেন। ‘জীয়ন’ একটি হিন্দি শব্দ, যার বাংলা প্রতিশব্দ ‘জীবন’।
তিনি হযরত আবূ বকর সিদ্দীক (রা.)-এর বংশের বুজুর্গগণের মধ্যে অন্যতম অধস্তন পুরুষ। তাঁর বংশ পরম্পরা প্রথম খলিফা হযরত আবূ বকর সিদ্দীক (রা.)-এর সাথে গিয়ে মিলিত হয়। তাঁর পূর্বপুরুষদের জন্মভূমি ছিল মক্কা মুয়ায্যামা। অতঃপর তাঁর পরিবার-পরিজন ভারতবর্ষে চলে আসেন এবং লক্ষ্ণৌ এলাকার আমেঠী নামক স্থানে বসতি স্থাপন করেন। এখানেই ১০৪৭ হিজরি সনে তিনি জন্মগ্রহণ করেন।
আরও ইসলামিক বই দেখুনঃ
- ফেরেশতা সৃষ্টির ইতিবৃত্ত pdf বই ডাউনলোড
- আইনী তুহফা সলাতে মুস্তফা ২য়-খন্ড pdf বই ডাউনলোড
- আইনী তুহফা সলাতে মুস্তফা ১ম-খন্ড pdf বই ডাউনলোড
- জুমুআ ফযীলত ও বিধি-বিধান pdf বই ডাউনলোড
- অপরাধ ও শাস্তি সংক্রান্ত মাসআলা pdf বই ডাউনলোড
তিনি অতি অল্প বয়সেই পবিত্র কুরআন হিফজ করে ফেলেন। অতঃপর তিনি অন্যান্য বিষয়ে জ্ঞান অর্জনের জন্য বিভিন্ন দূরবর্তী ও নিকটবর্তী শহর ও জনপদসমূহে গমন করেন। সবশেষে তিনি ফতেহপুর অঞ্চলের ‘কোরা’ নামক স্থানে মোল্লা লুতফুল্লাহ কুরবী (র.)-এর নিকট হতে শিক্ষাসমাপনী সনদ অর্জন করেন। এটা সেই মোবারক সময়ের কথা যখন সম্রাট আওরঙ্গযেব তথা আলমগীরের বিদ্যাপ্রিয়তা এবং বিদ্বানদের সম্মান-কদরের স্বর্ণযুগ চলছিল।
জ্ঞানী-গুণীদের প্রতি সম্রাটের পরম সম্মান ও আনুকূল্য প্রদর্শনের এ দুনির্বার আকর্ষণ অবশেষে মোল্লা জীয়নকে সম্রাটের দরবারের দিকে টেনে আনে। সম্রাট তাঁর যাহেরী ও বাতেনী জ্ঞানের গভীরতা অবলোকন করে বিমুগ্ধ হয়ে তাঁকে অত্যন্ত সম্মানের সাথে বরণ করেন এবং তাঁর শিষ্যত্ব গ্রহণ করে ধন্য হন। সম্রাট নিজে এবং তাঁর যুবরাজ শাহ আলমসহ অন্যান্য রাজপুরুষগণ সর্বদা তাঁর আদব ও সম্মানের প্রতি বিশেষ খেয়াল রাখতেন ।
মোল্লা জীয়ন (র.) বিস্ময়কর স্মৃতিশক্তির অধিকারী ছিলেন। তাঁর স্মৃতিশক্তি ছিল অত্যন্ত প্রখর এবং ক্ষুরধার। পাঠ্য কিতাবসমূহের ইবারত বা মূলপাঠ পৃষ্ঠার পর পৃষ্ঠা, লাইনের পর লাইন তাঁর মুখস্থ ছিল। বড় বড় কাসীদা তথা দীর্ঘ কবিতা শুধুমাত্র একবার শুনেই মুখস্থ করে ফেলতে পারতেন। ৫৮ বৎসর বয়সে তিনি হজব্রত পালনের উদ্দেশ্যে মক্কা ও মদীনা শরীফে গমন করেন ।
এবং এ মোবারক সফরেই মদীনা শরীফে অবস্থানকালে শুধুমাত্র দু’মাস সাত দিনে ‘নূরুল আওয়ার’-এর মতো গুরুত্বপূর্ণ ও নির্ভরযোগ্য গ্রন্থ রচনার কাজ সম্পূর্ণভাবে সমাধা করেন। ‘নূরুল আওয়ার’ ছাড়াও তাঁর আরো কতিপয় গুরুত্বপূর্ণ কিতাব রয়েছে, তন্মধ্যে ১. ‘আত্ তাফসীরাতুল আহমদিয়াহ্ ফী বায়ানিল আয়াতিশ শারইয়্যাহ’ কিতাবটি সর্বাপেক্ষা সুপ্রসিদ্ধ এবং পাঠক সমাজে বিশেষভাবে সমাদৃত । এছাড়াও রয়েছে ২. মানাকিবুল আউলিয়া, ৩. আদাবে আহমাদী, ৪. আস্ সাওয়ানেহু ইত্যাদি।
নিচে আনওয়ারুল মানার শরহে নূরুল আনওয়ার ২য় খন্ড pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | ইসলামিয়া কুতুবখানা |
বইয়ের ধরণঃ | কিতাব বই |
বইয়ের সাইজঃ | 40.8 MB |
প্রকাশ সাল | ২০০২ সাল |
বইয়ের লেখকঃ | মাওলানা মুহাম্মদ রফিকুল ইসলাম |
বইয়ের অনুবাদকঃ |