আনিছুত্তালেবীন ৪র্থ ও পঞ্চম খন্ড pdf বই ডাউনলোড। তরীকতের তালিম ও তাওয়াজ্জুহ দিবার নির্মিত্ত ইজাজাত দানে মোশাররাফ করিলেন এবং কিতাবখানা সমাজে প্রকাশ করার জন্য ইজাজত দান করিলেন। ইতিপূর্বে বাগদাদ শরীফে চুলতানুল আওপিয়া, গাওছুল আজম ছাইয়্যেদিনা আবদুল কাদির জিলানী (রহ.) এর বর্তমান গদ্দিনশীন পীর হযরত মাওলানা ছাইয়্যেদ শারফুদ্দিন আলকাদেরী ছাহেবও বিশেষভাবে কাদেরিয়া তরিকার তালিম দিবার নিমিত্তে ইজাজাত দিয়াছিলেন।
অতঃপর এই অধম নিজেকে উক্ত গুরুতর কার্য্যের ভার বহন করার অযোগ্য ভাব পোষণ করত: তাঁহার সহজ উপায়ের জন্য এবং শোকর গুজারি ও হাদিয়া আদায়ের নিমিত্ত উক্ত সম্বলিত কিতাবখানা পীর কেবলাদ্বয়ের আন্তরিক দোয়ার বরকতে অক্ষরাঙ্কিত ও লিবিবদ্ধ করিয়া সমাজের খেদমতে উপস্থিত হইয়াছে।
আরও ইসলামিক বই দেখুনঃ
- ক্রসেড সিরিজ ১৪তম খন্ড pdf বই ডাউনলোড
- আসহাবে রাসূলের জীবনকথা ১ম খন্ড pdf বই ডাউনলোড
- তাহকীক তাফসীর ইবনু কাসীর pdf বই ডাউনলোড
- আহকামে জিন্দেগী pdf বই ডাউনলোড
- বুখারী শরীফ ৫ম খন্ড pdf বই ডাউনলোড
প্রত্যেক মুসলমান নর-নারীর জন্য যেরূপ জাহের এলেম শিক্ষা করত: কালেমা, নামাজ, রোজা, হজ্জ, জাকাত, ফরজ, ওয়াজিব, সুন্নাত, হালাল ও হারাম ইত্যাদি আল্লাহ্ ও রাসূল এর আদেশ নিষেধ পালন করা কর্তব্য, তদ্রুপ বাতেনী এলেম শিক্ষা করত: আধ্যাত্মিক শক্তি এবং আল্লাহ তা’য়ালার মারেফাত হাছিল করাও একান্ত আবশ্যক। শুধু মানুষ কেন আল্লাহ তা’য়ালার সৃষ্ট পদার্থ সমূহ সকলেই তাঁহার তাছবিহ পাঠ করিয়া থাকে কিন্তু আল্লাহ তা’য়ালা ব্যতীত কেহই উহা অবগত নহে।
দুঃখের বিষয়, দুনিয়ার প্রেমে মগ্ন হইয়া মানুষ পরকালীন সুখ ও আল্লাহ প্রাপ্তি সম্বন্ধে একেবারে গাফেল। এমনকি বহু লোক জাহের এলম্ শিক্ষা করিয়াছেন বটে, কিন্তু বাতেনী এলম্ শিক্ষা করা প্রয়োজন মনে
করেন না। মানুষ কি কি উপয় অবলম্বন করিলে পূর্ণ মানুষ্যত্ব লাভ করিতে পারে এবং কি কি আমল ও রিয়াজত দ্বারা আভ্যন্তরীণ ইন্দ্রিয়গুলি পবিত্র ও উন্মুক্ত
করিতে পারে ও আল্লাহ তা’য়ালার নৈকট্য লাভের যোগ্যতা হাছিল করতঃ অলিগণের মধ্যে পরিগণিত হইতে পারে, এমন কি সাধারণ লোকেরাও অতি সহজে আল্লাহ প্রাপ্তি লাভ করিয়া কিয়ামতের দিন শহীদ ও ছিদ্দিকগণের শ্রেণীভূক্ত হইতে পারেন এবং উহাদের সঙ্গে বেহেশতবাসী হইতে পারেন, তাহার উপায় অবলম্বন করার নিমিত্ত এই কিতাবখানা কোরআন, হাদিছ, ফিকাহ এবং ইলমে তাছাউফের কিতাব সমূহের।
নিচে আনিছুত্তালেবীন ৪র্থ ও পঞ্চম খন্ড pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | দারুল হুদা পাবলিকেশন্স |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক বই |
বইয়ের সাইজ | 38.50 MB |
প্রকাশ সালঃ | ২০১৮ সাল |
বইয়ের লেখকঃ | মোহাম্মাদ আব্দুর রহমান হানাফী রহ. |
বইয়ের অনুবাদকঃ |