আন নওয়াবির চল্লিশ হাদিস
আন নওয়াবির চল্লিশ হাদিস pdf বই ডাউনলোড। আমীরুল মুমিনীন আবু হাফস উমার ইবন আল-খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন- আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি- সমস্ত কাজের ফলাফল নির্ভর করে নিয়্যতের উপর।
আর প্রত্যেক ব্যক্তি যা নিয়্যত করেছে, তাই পাবে। সুতরাং যে ব্যক্তি আল্লাহ ও তারঁ রাসুলের জন্য হিজরত করেছে, তার হিজরত আল্লাহ ও তার রাসুলের দিকে হয়েছে।
আরও দেখুনঃ আত তারগীব ওয়াত তারহীব pdf বই ডাউনলোড
আর যার হিজরত দুনিয়া (পার্থিব বস্তু) আহরণ করার জন্য অথবা মহিলাকে বিয়ে করার জন্য তার হিজরত সে জন্য বিবেচিত হবে যে জন্য সে হিজরত করেছে। [সহীহ আল-বুখারী: ১,সহীহ মুসলিম: ১৯০৭। মুহাদ্দিসগণের দুই ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মাদ ইবন ইসমাঈল ইবন ইব্রাহী ইবন মুগীরা ইবন বারদেযবাহ আল-বুখারী এবং আবুল হাসান মুসলিম ইবন হাজ্জাজ ইবন মুসলিম আল-কুশায়রী আন-নিশাপুরী আপন আপন সহীহ গ্রন্থে উল্লেখিত হাদীসটি বর্ণনা করেছেন। যা সবচেয়ে সহীহ গ্রন্থদ্বয় বলে বিবেচিত হয়।]।
এটাও উমার রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত হয়েছে, তিনি বলেন, একদিন আমরা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বসেছিলাম, এমন সময় হঠাৎ এক ব্যক্তি আমাদের সামনে উপস্থিত হয়, যার কাপড় ছিল ধবধবে সাদা, চুল ছিল ভীষণ কালো।
আরও দেখুনঃ ফিকহুস সিয়াম pdf বই ডাউনলোড
তার মাঝে ভ্রমনের কোন লক্ষণ পরিলক্ষিত হচ্ছিল না। আমাদের মধ্যে কেউ তাকে চিনতে পারে নি। সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকচে গিয়ে বসে, নিজের হাটুঁ তার হাটুঁর সঙ্গে মিলিয়ে নিজের হাত তার উরুতে রেখে বললেন: হে মুহাম্মাদ।
আমাকে ইসলাম সম্পর্কে বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন; ইসলাম হচ্ছে এই-তুমি সাক্ষ্য দাও যে, আল্লাহ ছাড়া আর কোন সত্য ইলাহ নেই এবং মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আল্লাহর রাসুল, সালাত প্রতিষ্ঠা কর, যাকাত আদায় কর, রমাদানে সওম সাধনা কর এবং যদি সামর্থ থাকে তবে আল্লাহর ঘরের হজ্জ কর।
আরও দেখুনঃ প্রশ্নোত্তরে রমজান ও ঈদ pdf বই ডাউনলোড
নিচে আন নওয়াবির চল্লিশ হাদিস pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ ইসলম হাউস বইয়ের ধরণঃ বিষয়ক বইয়ের সাইজঃ 3.61 MB প্রকাশ সালঃ ২০১১ ইং বইয়ের লেখকঃ ইমাম আবু যাকারিয়া ইয়াহইয়া অনুবাদঃ নিযামুদ্দীন মোল্লাডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ