আপনার খুতবা কি শরয়ী খুতবা হচ্ছে pdf বই ডাউনলোড। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো যথাযথ ভয়। আর তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। অর্থা’ হে মানব সকল, তোমাদের রবকে ভয় করো। যিনি তোমাদের সৃষ্টি করেছেন একটি আত্মা থাকে। আর তা থেকে সৃষ্টি করেছেন তার স্ত্রীকে এবং তাদের থেকে ছড়িয়ে দিয়েছেন বহু পুরুষ ও নারী।
আর তোমরা আল্লাহকে ভয় করো, যার মাধ্যমে তোমরা একে অপরের কাছে চেয়ে থাকো। আর ভয় করো রক্ত সম্পর্কিত আত্মীয়তার ব্যাপারে । নিশ্চয় আল্লাহ তোমাদের উপর পর্যবেক্ষক। এবং তোমরা আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো। তিনি তোমাদের আমলগুলো শুদ্ধ করে দিবেন এবং পাপ সমূহ ক্ষমা করবেন। আর যে ব্যক্তি আল্লাহ তার রাসূলের আনুগত্য করে সে অবশ্যই এক মহাসাফল্য অর্জন করল।
আরও ইসলামিক বই দেখুনঃ
- বিবাহের খুতবা আরবীতে pdf বই ডাউনলোড
- বয়ানও খুতবা ৩য় খন্ড pdf বই ডাউনলোড
- পূর্ণাঙ্গ দ্বীনের খুতবা pdf বই ডাউনলোড
- খাসী দ্বারা কোরবানী করার শরয়ী বিশ্লেষন pdf বই
হাল যামানার এক নয়া ফিতা হলো, ইলমিয়্যাতের বিচার-বিবেচনা ছাড়াই খুতবার মিম্বারে উঠে যাওয়া। এটা আমাদের কাছে এতাই সহজ মনে হয় যে, সামান্য দাওরাটুকু শেষ করার প্রয়োজনীয়তা অনুভব করিনা। যদিও দাওরা কারেগ মানেই যুগের সেরা বিদ্বান হওয়া নয়। অথচ খুতবা দেয়ার জন্য যেমন শর্ত, তেমনি আছে নিয়ম-কানুন।
পাশাপাশি এ জন্য যোগ্যতার বিষয়টাও তো রয়েছেই কিয়ামতের অন্যতম আলামত হলো, ছোটরা উম্মাহর বড় বড় বিষয়গুলো নিয়ে কথা বলবে। আর এই লক্ষণটি আমাদের মাঝে প্রকটভাবেই লক্ষ্য করা যায়। সেজন্যই তো দিনে দিনে সমস্যা বাড়ছে বৈ কমছে না; অথচ আলোচনার খেই ধরে এগুলোও সমস্যা খুজেঁ পাওয়ার কথা ছিল না।
খুতবা দেয়ার উদ্দেশ্য যতোটা না গঠনমুলক, তার চেয়ে নিজের প্রসিদ্ধিটাই যেন বেশি মুখ্য হয়ে উঠেছে। উম্মাহর স্বার্থের চেয়ে নিজ নিজ দলের স্বার্থই যেন প্রধান হয়ে দেখা দিচ্ছে। ব্যক্তি ও ব্যাষ্ঠি পর্যায়ের দাওরাতের বিড়ম্বনার ভয়ে কিংবা জাহিল্যিাতের কারণ যারা জাতীয় ও আন্তর্জাতিক সংশোধনের কথা বলে মুখে ফেনা তুলছে, তাদেরই ব্যক্তিগত ও পারিবারিক জীবনে সংস্কার আসেনি। অথচ জাতীয় পর্যায়ের পাশাপাশি ব্যক্তি পর্যায়ে ইসলাম প্রতিষ্ঠাও কম দরকারি নয়।
এইরকম বিভিন্ন দিক বিবেচনা করেই মূলত বক্ষ্যময় অনুবাদটির অবতারণা। এই ছোট্ট পুস্তিকাটি মূল বক্তা অত্যন্ত সুন্দর ও সাবলীল ভাষায় খুতবাতে লক্ষ্যনীয় ও করনীয় দিক সমূহের গুরুত্বপূর্ন কয়েকটি মাত্র দিক সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। আশেপা েএকটু তাকালেই বোঝা যাবে এসব দিকে আমাদের মাঝে ব্যপক ঘাটতি বিদ্যমান। অন্যান্য বিষয়গুলোতে তাহলে কতটা পিছিয়ে আছি আমরা তা চিন্তার অবকাশ রাখে।
নিচে আপনার খুতবা কি শরয়ী খুতবা হচ্ছে pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 2 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | শায়খ সুলায়মান আর-রুহায়লী হাফিযাহুল্লাহ |
অনুবাদঃ | উবায়দুল্লাহ মাসঊদ |
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now