আপনার প্রশ্নের জবাব ৩য়-খন্ড
আপনার প্রশ্নের জবাব ৩য়-খন্ড pdf বই ডাউনলোড। আল-কুরআন ও আল-হাদীস থেকে সরাসরি বিভিন্ন মাছআলার সমাধান যাঁরা বের করতে পারেন না তারা ইসলামের জ্ঞানে সমৃদ্ধ ব্যক্তিদের কাছ থেকে সমাধান জেনে নিয়ে সেই অনুযায়ী আমল করে থাকেন।
মাছআলার সমাধান পেশ করার ক্ষেত্রে সামপ্রতিককালে এই উপ-মহাদেশে যাঁরা শীর্ষস্থান অধিকার করেছেন তাদেরঁ একজন ছিলেন মাওলানা মুহাম্মাদ ইউসুফ লুধিয়ানাবী রহ।
আরও দেখুনঃ বারসিসার কাহিনী pdf বই ডাউনলোড
প্রশ্ন- নবজাতকের নাম রাখার জন্য প্রথমে কুরআনুল কারীম থেকে অক্ষর নির্বাচন করে, সেই অক্ষর নামের প্রথমে রেখে জন্ম তারিখের সাথে নামের অক্ষর মিলিয়ে নাম রাখা সঠিক কিনা? যদি না হয় তাহলে নবজাতকের নামকরণের সঠিক পদ্ধতি কী? উত্তরঃ কোনো সংখ্যা মানুষের জীবনে শুভ কিংবা অশুভ প্রভাব ফেলতে পারে।
এরূপ বিশ্বাস করা কুরআন-সুন্নাহ সম্মত নয়। আসমাউল হুসনা বা আল্লাহ সুবহানা হু তাআলার সুন্দর নামসমূহের সাথে সম্পর্কিত করে নাম রাখা কিংবা নবী করীম সাঃ -এর নামসমূহের সাথে সংশ্লিষ্ট নাম রাখা অথবা সাহাবা কিরামের নামে নাম রাখা উচিত। এটিই হচ্ছে ইসলামী পদ্ধতি।
আজকাল অনেকের সন্তানের নাম ইসলামী কৃষ্টি ও সংস্কৃতি অনুযায়ী রাখেন না। এতে কি কোনো দোষ নেই? উত্তরঃ পিতা-মাতর কাছে সন্তানের যেসব অধিকার রয়েছে তার মধ্যে সুন্দর ইসলামী নাম রাখা একটি। অন্য ধর্ম বা জাতির অণুসরণের নাম রাখা ঠিক নয়।
আরও দেখুনঃ সালাত আলবানি pdf বই ডাউনলোড
প্রশ্ন- আমার পুরো নাম আবদুল কাদির; কিন্তু সার্টিফিকেটে আমার নাম লেখা হয়েছে শুধু কাদির। এতে আমি খুবই বিচলিত। কারণ নাম সংশোধন করে কাদির এর স্থালে আব্দুল কাদির করা জটিল ব্যাপার। এজন্য আমি সার্টিফিকেটে কাদির নামটিই রেখে দিতে চাই। আবার ভয় হচ্ছে লোকে আমাকে কাদির বলে ডাকবে যা।
আল্লাহর এক গুণবাচক নাম। এমতাবস্থায় আমি কী করতে পারি? উত্তরঃ আল কাদির মহান আল্লাহর এক গুনবাচক নাম। আর আবদুল কাদির অর্থ কাদিরের দাস। যখন আবদুল কাদির এর পরিবর্তে শুধু কাদির বলা হবে, তার অর্থ দাঁড়াবে মনিবের নামে দাসের নামকরণ।
আরও দেখুনঃ হাদিসের বিশুদ্ধতা pdf বই ডাউনলোড
নিচে আপনার প্রশ্নের জবাব ৩য়-খন্ড pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বাংলাদেশ ইসলামিক সেন্টার বইয়ের ধরণঃ আমল বিষয়ক বইয়ের সাইজঃ 6.56 MB প্রকাশ সালঃ ২০১০ ইং বইয়ের লেখকঃ আল্লামা মুহাম্মাদ ইউসুফ লুধিয়ানাবী অনুবাদঃ মুহাম্মাদ খলিলুর রহমান মুমিনডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ