আপনার সন্তানকে কি শেখাবেন pdf বই ডাউনলোড। মানুষ দ্বিমাত্রিক প্রাণী। মানুষের মধ্যে একদিকে রয়েছে তার পশুপ্রবৃত্তি অন্যদিকে রয়েছে ভালমন্দ, ন্যায়-অন্যায়, সত্য-মিথ্যা পার্থক্য করার বাছাই শক্তি। সে কি সত্য, ন্যায় ও কল্যাণকামিতার পথকে তার জীবনের জন্য বাছাই করবে না, মিথ্যা অন্যায় ও জুলুমের পথে চলবে।
এ সিদ্ধান্ত গ্রহণের মধ্যেই তার বৃহত্তর জীবনের সফলতা বা ব্যর্থতা নির্ভরশীল। মানুষকে যদিও খোদায়ী বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি করা হয়েছে তবুও তার পিতামাতা ও সামাজিক প্রতিকুল পরিবেশের প্রভাবের কারণে তার খোদায়ী স্বভাবের বিকাশ বাধাগ্রস্ত হয়।
আরও দেখুনঃ লজ্জাশীল যুবক pdf বই ডাউনলোড
শিশুকাল থেকেই তার পিতামাতা অত্যন্ত দক্ষতার সাথে তার মধ্যকার সুপ্তা চিন্তা ও বিচার শক্তিকে লালনের মাধ্যমে বিকাশ ঘটাতে থাকবে যাতে সে একটা স্বতন্ত্র ব্যক্তিত্বের অধিকারী হতে পারে। আজ গোটা বিশ্ব এমন কি মুসলিম দেশসমূহের শাসন কর্তত্ব ও শিক্ষা সংস্কৃতির নিয়ন্ত্রণ খোদাদ্রোহী, দুনিয়া লোভী, জালিম, সাম্রাজ্যবাদী শক্তি। তাদের স্থানীয় অন্ধ অনুসারীদের নিয়ন্ত্রণাধীন থাকার কারণে দেশ ও সমাজের গোটা পরিবেশ সত্য, ন্যায়নীতি ও ইনসাফের সম্পূর্ণ পরিপন্থী। এমনি একটা কঠিন ও প্রতিকুল পরিবেশের মধ্যে বসবাসরত অবস্থায় প্রতিটি সচেতন পিতামাতাকে এ সিদ্ধান্ত নিতে হবে।
আরও দেখুনঃ হাদিসের আলোতে রুযী বৃদ্ধির উপায় pdf বই ডাউনলোড
তারা তাদের প্রিয় সন্দানদেরকে সাম্রাজ্যবাদ প্রবর্তিত প্রচলিত জুলুমমূলক, ভোগবাদী আত্মকেন্দ্রিক শিক্ষায় শিক্ষিত করে ইসলাম ও মুসলমানের দুশমন হিসাবে গড়ে তুলবেন, না আধুনিক জ্ঞানবিজ্ঞানের শিক্ষার সঙ্গে সঙ্গে সত্যিকারের ইসলামী চিন্তা-চেতনার বিকাশ ঘটানোর মাধ্যমে তাদেরকে খোদায়ী গুণাবলীর অধিকারী করে তুলবেন।
যাতে তারা মানুষের কল্যাণকামী নিঃস্বার্থ সেবকে পরিণত হয়। ইসলামী মূল্যবোধের সঙ্গে সঙ্গতি রেখে ছেলেমেয়েদেরকে কিভাবে প্রচলিত জ্ঞান-বিজ্ঞানের শিক্ষা দেওয়া উচিত? কেনই বা তা দিতে হবে? কোরআন হাদীসের নির্দেশ সম্বলিত এই ধারারই বেশ কিছু বই আরবী, ফার্সী ও উর্দু ভাষায় রয়েছে। এবং কি আমরা এই বই সম্পূর্ণ পড়তে পারলে অনেক কিছু জানতে এবং শিখতে পারব।
আরও দেখুনঃ জান্নাতি দশ পুরুষ pdf বই ডাউনলোড
নিচে আপনার সন্তানকে কি শেখাবেন pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ ডন পাবলিশার্স বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক বইয়ের সাইজঃ 1.52 MB প্রকাশ সালঃ বইয়ের লেখকঃ আল্লামা সাইয়েদ ইবনে হাসান নাফাজী অনুবাদঃ মুহাম্মাদ আবদুশ শহীদডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ