আফ্রিকার দুলহান pdf বই ডাউনলোড। দলে-দলে মসজিদ অভিমুখ ছুটে চলছে মদীনাবাসী। তারাঁ তাওহীদের পতাকাবাহী। ইসলামের জন্য বিনেদিত। দেশ ও জাতির জন্য উৎসর্গিত। সকলের মুখে এক অসাধারণ তেজ ও ক্ষোভের ছাপ পরিস্ফুট। সময়টা সকালবেলা। পূর্ব আকাশে সূর্য উদিত হয়েছে। ঘর-দোর-মাঠ- প্রান্তর, গাছ-গাছালি ও পাহাড়-পর্বতের উপর ঝলমলে সোনালি মিষ্টিরোদ ছড়িয়ে পড়েছে।
এখন কোনো নামাযের সময় নয়; তবু মুসলমানরা ছুটে চলছে মসজিদপানে মসজিদে নববী। সেকালে এ-যুগের মতো আলাদা রাজপ্রসাদ কিংবা কোর্ট-কাচারি ছিল না্ নবীজি সা. ও তার খলীফাগণ মসজিদে নববীতে বসেই রাষ্ট্রীয় সকল কর্মকান্ড ও বিচার- ফয়সালা আঞ্জাম দিতেন।
আরও দেখুনঃ ক্রসেড সিরিজ ৫ম খন্ড pdf বই ডাউনলোড
মসজিদে নববী ছিল সেকালে ইসলামী সরকারের রাজভবন বিচারালয়-পার্লামেন্ট। হিজরি ২৬ সনের ঘটনা। মুসলমানগণ চারদিক থেকে ছুটে এসে মসজিদে নববীতে সমবেত হচ্ছে বসে পড়ছে মিম্বরমুখী হয়ে। মিম্বরের সর্বসম্মুখে ও ডানে-বায়েঁ উপবিষ্ট অনেক সম্মানিত ও নেতৃস্থানীয় ব্যক্তি। মধ্যমাকৃতির সুদর্শন নুরানি চেহারার এক বৃদ্ধ বিম্বরে উপবিষ্ট।
তারঁ মুখাবয়ব থেকে ইলম, মানবতা, প্রজ্ঞা ও দুরদর্শিতা ঠিকরে পড়েছে। ইনি আরব- অনারবের সম্রাট এবং মুসলমানদের আমীর ও খলিফা হযরত ওসমান রা.। হযরত ওসমান রা- এর আশপাশে যারাঁ উপবিষ্ট, তারাঁ সবাই টগবগে যুবক। আব্দুল্লাহ ইবনে ওমর, আবদুল্লাহ ইবনে আব্বাস, আবদুল্লাহ ইবনে যুবায়ের, হাসান ইবনে আলী ও হুসাইন ইবনে আলী তাদেঁর মধ্যে উপস্থিত রয়েছেন।
আরও দেখুনঃ শিয়া ও মসজিদে আকসা pdf বই ডাউনলোড
প্রবীনদের মধ্যে উপস্থিত আছেন হযরত আমর ইবনুল আস, আলী তালহা ও যুবায়ের প্রমুখ রাঃ। সমবেত মুসলমানগন প্রশান্তমনে চুপচাপ বসে আছে। হযরত ওসমান রাঃ দাড়িঁয়ে ভাষন দিতে শুরু করেন- মুসলমানগণ- ইসলামের শত্রুতায় খ্রিস্টানরা সীমা ছাড়িয়ে গেছে।
তারা না নিজেরা স্বস্তিতে আছে, না মুসলমানদেরকে শান্তিতে থাকতে দিচ্ছে। আশা ছিল, সিরিয়া , মিসর, বসরা ও আর্মেনিয়া প্রভৃতি রাজ্য প্রদানত হওয়ার পর তাদের উৎপাত বন্ধ হয়ে যাবে। কিন্তু তা হয়নি। এখন আফ্রিকার খ্রিস্টানরা মুসলমানদের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে।
আরও দেখুনঃ অবশেষে আমি সত্যপথের সন্ধান পেলাম pdf বই
নিচে আফ্রিকার দুলহান pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ পরশমনি প্রকাশন বইয়ের ধরণঃ ইসলামিক বইয়ের সাইজঃ 11.2 MB প্রকাশ সালঃ ২০০৭ বইয়ের লেখকঃ সাদেক হুসাইন অনুবাদঃ মুহাম্মদ মুহিউদ্দীনডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ