আবুবকর রাঃ সম্পর্কে ১৫০টি ঘটনা
আবুবকর রাঃ সম্পর্কে ১৫০টি ঘটনা pdf বই ডাউনলোড। ইসলামের ইতিহাসে আবু বকর (রাঃ) -এর জীবনী এক গুরুত্বপূর্ণ অধ্যায়। মানবজাতির ইতিহাস আবু বকর (রাঃ)-এর মর্যাদা, সম্মান, একনিষ্ঠতা, জিহাদ এবং দাওয়াত এসব বিষয় কখনো ভুলতে পারবে না । এজন্য আমি আবু বকর (রাঃ) এর জীবনী তারঁ জিহাদ ও চরিত্র এসব বিষয় সংগ্রহ করেছি। এর মাধ্যমে দায়ী, খতীব, উলামায়ে কেরাম, ইসলামী চিন্তাবিদ ও দ্বীনি ইলম অর্জনকারী ছাত্ররা যেন এর দ্বারা জীবনে উপকৃত হয়।
এ সকল বিষয় তাদের জীবনে বাস্তবায়িত করে। এর মাধ্যমে আল্লাহ তায়ালা তাদেরকে দুনিয়া ও আখেরাতে সফলতা দান করবেন।
আরও দেখুনঃ দুনিয়া কি এবং কেন pdf বই ডাউনলোড
নবী (সাঃ)-কে অধিক সত্যায়ন করার কারণে আবু বকর (রাঃ) সিদ্দীক উপাধি লাভ করেন। উম্মুল মুমিনীন আয়শা রাঃ বলেন, নবী করীম (সাঃ) -কে যখন মসজিদে আকসায় ভ্রমণ করানো হলো অর্থাৎ যখন মেরাজ সংঘটিত হলো তখন লোকেরা এ নিয়ে অনেক আলাপ- আলোচনা শুরু করল। এক পর্যায়ে ঈমানদার কিছু লোক মুরতাদ হয়ে গেল।
যে বিষয়টি লোক বিশ্বাস করেন নি সেটি সত্য বলে সেটি বিশ্বাস করালো।
আবার কতিপয় লোক আবু বকর রাঃ-এর নিকট গেল এবং তাকে জিজ্ঞেস করল, তোমার বন্ধু মুহাম্মদ সাঃ সম্পর্কে কি কোন সংবাদ আছে? তিনি নাকি মনে করেন তাকে রাত্রে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমন করানো হয়েছে। আবু বকর রাঃ-বলেন, নবী নবী করীম সত্যি কি তাই বলেছেন? তারাঁ বলল, হ্যাঁ। আবু বকর বললেন, যদি তিনি তাই বলে থাকেন, তাহলে তিনি সত্যই বলেছেন।
আরও দেখুনঃ সালাফদের আত্মশুদ্বিমূলক বাণী pdf বই ডাউনলোড
লোকেরা বলল তুমি কি ভাবে সত্যায়ন করলে যে তিনি রাত্রে বাইতুল মুকাদ্দাস গেলেন এবং ভোর হওয়ার আগে আবার ফিরে আসলেন। তিনি বললনে, হ্যাঁ, আমি অবশ্যই তারঁ কথায় বিশ্বাস করি এমনকি এর চেয়েও কঠিন কোন বিষয় হলেও বিশ্বাস করব। সকাল বিকাল তারঁ কাছে আকাশ থেকে খবর আসার কারণে আমি তারঁ কথা বিশ্বাস করব। এজন্যই আবু বকর (রাঃ)- কে সিদ্দীক উপাদি দেয়া হয় জাহেলী জাহেলী।
আবু বকর রাঃ জাহেলী যুগেও সবচেয়ে উন্নত চরিত্রের অধিকারী ছিলেন, এমনকি তিনি ইসলাম গ্রহনের পূর্বেও মদকে হারাম করে নিয়েছিলেন। আয়েশা রাঃ বলেন, আবু বকর রাঃ নিজের ওপর মদকে হারাম করেছিলেন।
আরও দেখুনঃ অন্তরের রোগ সম্পূর্ণ pdf বই ডাউনলোড
নিচে আবুবকর রাঃ সম্পর্কে ১৫০টি ঘটনা pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ পিস পাবলিকেশন্স বইয়ের ধরণঃ আবুবকর রাঃ শিক্ষনীয় ঘটনা বইয়ের সাইজঃ 3.68 MB প্রকাশ সালঃ ২০১৩ ইং বইয়ের লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী অনুবাদঃ শাইখ আব্দুর রহমান বিন মোবারক আলীডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ