আমল ও ইবাদত pdf বই ডাউনলোড। সৌদ আরবের ধর্মমন্ত্রণালয় হাজীদের জ্ঞান বিতরণের জন্য বিনামূল্যে লিফলেট বা বাই বিলি করেন। এসব বই পড়ে প্রথম জানলাম মীলাদুন্নবী, শবেবরাত সবই বিদআত, আমাদের ধর্মে এসবই নব উদ্ভাবিত জিনিস, যা রাসূল সাঃ নির্দেশিত নয়।
মিনার তাবুতে এ ব্যাপারে জিজ্ঞাসা করলে একজন ক্ষিপ্ত হয়ে আমাকে চ্যালেঞ্জ করলেন ও সূরা দুখানের ২য়,৩য় আয়াত খুলে দেখালেন, শবে বরাতের কথা কুরআন শরীফে উদ্বৃত আছে বলে। আমি তখন শুধু আরবীতে কুরআন পড়া মুসলমান, চুক করে গেলাম।
আরও ইসলামিক বই দেখুনঃ
- কুরআন সুন্নাহর আলোকে শবে বরাত pdf বই ডাউনলোড
- শবে বরাত সমাধান pdf বই ডাউনলোড
- শবে বরাত সঠিক দৃষ্টিকোণ pdf বই ডাউনলোড
- শাবান ও শবে বরাত pdf বই ডাউনলোড
- কুরআন হাদীসের আলোকে শবে বরাত pdf বই
পরে দেখলাম সবচেয়ে বিখ্যাত কুরআনের তফসীর তাফসীর ইবনে কাসীর” আরো আছে মারেফুল কুরআন, এই আয়াতের তাফসীরে শুধু শবে কদরের রাত্রির কথা বর্ণিত হয়েছে। অন্যান্য সহীহ তাফসীর গ্রন্থগুলোতেও তাই। নিজে পড়ালেখা না করে, শুধু শোনা কথায় ভিত্তি করে আমল করলে ঠকে যাবেন এবং এর কোন যুক্তিসঙ্গত অযুহাত কি দেখাতে পারবেন? কারণ শেষ বিচারের দিনে আপনার দায়িত্ব কেউ নেবেনা।
আমরা আমাদের স্বাস্থ্যের ব্যপারে প্রফেসরের সিদ্ধান্ড়, পোষ্ট গ্র্যাজুয়েট করা বিশেষজ্ঞের মতামত অগ্রগন্য। ব্যাংকক, সিঙ্গাপুর বা আমেরিকার ডাক্তাররা হলো শ্রেষ্ঠ, ওদের মতামতের গুরুত্ব অনেক বেশী। ক্রিকেটে অস্ট্রেলিয়ান কোচের কদর বেশী, টয়োটা গাড়ি হচ্ছে মারতী গাড়ি হতে শ্রেষ্ঠ ঊমুক আরকিটেক্ট ডিজাইনে সবচেয়ে ভাল, মামলা মোকদ্দমাতে শ্রেষ্ঠ উকিলের পরামর্শ নিই।
অথচ, ধর্মের ব্যপারে আমরা যখন দেখি আমাদের প্রাণকেন্দ্র মক্কা মদীনার আলেমগণ পৃথিবীর বড় বড় আরব মহাদ্দীসগণ যে ব্যাপারে ফায়সালা করে দিয়েছেন, সে ব্যাপারে আমাদের কোন আগ্রহ নেই। সেক্ষেত্রে হাতের কাছে যা পাচ্ছি তাই যথেষ্ট হয়ে যাচ্ছে। মক্কা-মদীনা সহ পুরো আরব বিশ্বে পৃথিবীর সবচেয়ে বেশি মুসলিমের দেশ ইন্দোনেশিয়া ।
এবং মালেশিয়া ও অন্যান্য দেশে কোথাও শবে মিরাজ, মীলাদুন্নবী ও শবে বরাত পালন হয় না এই ভারত, পাকিস্তান বাংলাদেশ ও আফ্যিকার কিছু ও মীসরের কিছু স্থান (পুরো নয় ) ছাড়া। আমরা তা পালন করে যাচ্ছি, এখন তো আপনি কোন অযুহাত পাবেন না, কারণ প্রত্যেকটি হাদীস বই এখন আরবীসহ, সঠিক তরজমাসহ, কেন জাল, কেন সহীহ ব্যাখ্যাসহ বাংলাতে অনুবাদ হয়ে একদম আপনার কাছে পেশ করা হচ্ছে সুন্দর গ্রন্থকারে।
নিচে আমল ও ইবাদত pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক |
বইয়ের সাইজঃ | 1.60 MB |
প্রকাশ সালঃ | ২০১৫ |
বইয়ের লেখকঃ | ডাঃ তৌহিদুর রহমান |
অনুবাদকঃ |