আমাদের ইন্তিফাদা pdf বই ডাউনলোড। মের পাচঁ তারিখ। শাহাদাতের রক্তে লাল একটি দিন। তারও কয়েকদিন পর। সেই লালরাতের কয়েক রাত পরে, ভোর তিনটায় আমরা রওয়ানা দিলাম কুমিল্লার এক গায়েঁর উদ্দেশ্যে। এক জানবাজ মুজাহিদের দেশে। এক বীর শহীদের বাড়িতে। পাচঁ তারিখে শাহাদাতের অমিয় সুধা পানকারী এক পূর্নমর্দে মুমিনের পর্ণ কুটিরে। ছয়টি ছোট ছোট ইয়াতীম শিশুর কান্নার দেশে। জীবনসাথি হারিয়ে নির্বাক হয়ে যাওয়া এক বিধবার ভেঙ্গে খানখান হয়ে যাওয়া সংসারে।
সারাক্ষণ চোখের পানি মোছা অসহায়,কপর্দকহীন কওমি শিক্ষক, এক বয়োবৃদ্ধ আলিম শ্বশুরের ভিটায়। যাওয়ার প্রস্তুতি চলছিল কয়েকদিন আগে থেকেই। এ কয়দিন-পাচঁ তারিখের পরের কয়েকটা দিন- পঙ্গু হাসপাতালে, শিশু হাসপাতালে, সোহরওয়ার্দি হাসপাতালে, চক্ষু হাসপাতালে নিদ্রাহীনভাবে চরকির ঘুরপাক খেতে হয়েছে।
আরও ইসলামিক বই দেখুনঃ
- মহিলা সমাবেশে প্রশ্নের জবাবে pdf বই ডাউনলোড
- ক্রসেড সিরিজ ২য় খন্ড pdf বই ডাউনলোড
- ক্রসেড সিরিজ ১৫তম খন্ড pdf বই ডাউনলোড
- সাওম বিশ্বকোষ pdf বই ডাউনলোড
- আল্লাহর অনেক নাম pdf বই ডাউনলোড
পাচঁ তারিখে আহত গাজি সাহেবগণের এবং শাহাদাতি শরাবান তহুরার পেয়ালা পানকারীগণের খিদমতের সূচনা এভাবেই হয়েছিল; একদিন কামরায় বসে আছি। কিতাব মুতালাআ করছি। দরসের প্রস্তুতিতে আকণ্ঠ নিমজ্জিত। দম ফেলার ফুরসত নেই। কোনো দিকে তাকাবারও সুযোগ নেই। এমন সময় মাওলানা রজীবুল হক সাহেব এলেন। একজন আপাদশির ভালো মানুষ। তিনি ঢালকানগর হযরতের মুজায (খলীফা)।
তিনি এক বিরল গুনের অধিকারী। আমাদের ঘরানায় গুণটা বিরল না হলেও, এই গুণকে কাজে পরিণত করার সদিচ্ছাটা বিরল বলতেই হবে। গুনটা হলো-মানবসেবা। তিনি সারাক্ষণই অসহায় মানষের পাশে থাকার চেষ্টা করেন। মানবসেবাটা তারঁ একটা ব্রত। তারঁ একটা মিশন। তারঁ একটা স্বপ্ন। মানবসেবা তার জীবনের অন্যতম লক্ষ্য পাচঁ তারিখের পর সামান্য ব্যতিক্রম ছাড়া সবাই নিজেকে নিয়ে ব্যস্ত।
পুরো বাংলাদেশের কওমি মাদরাসাগুলো এক অনিশ্চিত পরিস্থিতির মুখোমুখি। অপ্রত্যাশিত এক বৈরিতার সম্মুখীন। দ্বীনের এই দুর্গগুলো ছিলো অস্তিত্ব-সংকটের দ্বারপ্রান্তে। কেমন যেন এক গুমোট আবহাওয়া মাদরাসাগুলোতে ছেয়ে ছিলো। সবাই নির্বাক, বিমূঢ়। সবার মনে একই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে: এ কি হলো! এটা কেমন হলো! এমনটা কেনো হলো? এমনটা তো- হওয়ার কথা নয়।
এমন অনিশ্চিত সময়েও মাওলানা রজিবুল হক সাহেব কোমড় বেধেঁ নেমে পড়েছেন আহত তালিবে ইলমদের সেবায়। চব্বিশ ঘন্টা,অহর্নিশি লেগে থাকলেন, শহীদানের লাশ গ্রামের গন্তব্যে পৌঁছে দেয়ার কাজে। তারঁ সামান্য যা পুজিঁ ছিল তা সম্বল করেই নেমে পড়লেন। তিনি সেদিন এলেন আমাদের মাদরাসায়। তিনি প্রায়ই আসেন। তিনি আমাদের মাদরাসার অত্যন্ত আপনজন। এসে বললেন: পঙ্গুতে একজন তালিবে ইলম চিকিৎসাধীন আছে।
নিচে আমাদের ইন্তিফাদা pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | দারুল ইলম |
বইয়ের ধরণঃ | ইতিহাস বিষয়ক |
বইয়ের সাইজঃ | 9.38MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | মুহাম্মাদ আতীক উল্লাহ |
অনুবাদঃ |