আমার রাজনীতির রূপরেখা pdf বই ডাউনলোড। পাকিস্তান সৃষ্টির পর পরই ঐতিহাসিক ঢাকা নগরীতে মিঃ জিন্নাহ যেদিন ঘোষণা করলেন, “উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা” আমার মতে ঠিক সেদিনই বাঙালী হৃদয়ে অংকুরিত হয়েছিল বাঙালী জাতীয়তাবাদ । জন্ম হয়েছিল বাঙালী জাতির। পাকিস্তানের স্রষ্টা নিজেই ঠিক সেদিনই অস্বাভাবিক রাষ্ট্র পাকিস্তানের ধ্বংসের বীজটাও বপন করে গিয়েছিলেন— এই ঢাকার ময়দানেই ।
এই ঐতিহাসিক নগরী ঢাকাতেই মিঃ জিন্নাহ অত্যন্ত নগ্নভাবে পদদলিত করেছিলেন আমাদের জনগণের জন্মগত অধিকার । আর এই ঐতিহাসিক ঢাকা নগরীতেই চূড়ান্তভাবে খণ্ড-বিখণ্ড হয়ে গেলো তার সাধের পাকিস্তান । ঢাকা নগরী প্রতিশোধ নিল জিন্নাহ ও তার অনুসারীদের নষ্টামীর । প্রতিশোধ নিল যোগ্যতমভাবেই । মহান নগরী ঢাকা চিরদিন ছিল মানবিক অধিকার প্রতিষ্ঠা ও মানবিক মুক্তি সাধনের পীঠস্থান। সে এবারও হয়েছে মুক্তির উৎসরূপে সুপ্রতিষ্ঠিত । সুপ্রতিষ্ঠিত হয়েছে এবার বিশ্বের নির্যাতিত জনতার গর্বের শহর আশার নগরীরূপে
আরও ইসলামিক বই দেখুনঃ
- বিশ্ব রাজনীতির ১০০ বছর pdf বই ডাউনলোড
- বিয়ে pdf বই ডাউনলোড
- আন্তরিক তাওবা pdf বই ডাউনলোড
- ইমাম হুসাইনের শাহাদাত pdf বই ডাউনলোড
- নজরের হেফাজত pdf বই ডাউনলোড
- অখন্ড পাকিস্তানের শেষ দিনগুলি pdf বই ডাউনলোড
অতিপ্রিয় মাতৃভূমির মুক্তির আশায় ঢাকা নগরীর বীরজনতা সংগ্রাম করেছে হানাদার দখলদার দস্যু বাহিনীর বিরুদ্ধে । দস্যু বাহিনীর নৃশংসতা আর হত্যার বিরুদ্ধে শির উঁচু করে রুখে দাঁড়িয়েছে ঢাকার মানুষ । সংগ্রাম করেছে দৃঢ়তার সাথে । বর্বর পাকিস্তানী বাহিনী আত্মসমর্পণে বাধ্য হয়েছে এই ঢাকা নগরীতেই । এই বীর নগরীর পবিত্র ভূমিতে ফিরে এসেছি আমি হানাদার বাহিনীর আত্মসমর্পণের দিন কয়েকের মধ্যেই। বীর নগরীর পবিত্র মাটিতে দাঁড়িয়ে প্রথমেই আমি এই সংগ্রামী ঢাকা ও ঢাকাবাসীর উদ্দেশ্যে শির নত করেছি অকুণ্ঠ
শ্রদ্ধায় ।
পাকিস্তানী বাহিনীর আত্মসমর্পণের সপ্তাহ খানেক পরে একজন সাংবাদিক আমাকে বলেছিলেন, সেই দুঃস্বপ্নে ভরা দিনগুলো সম্পর্কে কিছু স্মৃতিকথা লিখতে । আমি একজন সৈনিক। আর লেখা একটি ঈশ্বর প্রদত্ত শিল্প।সৈনিকেরা স্বভাবতই সেই বিরল শিল্প ক্ষমতার অধিকারী হয় না। কিন্তু সেই ঐতিহাসিক মুহূর্তটি ছিল এমনই আবেগধর্মী যে আমাকেও তখন কিছু লিখতে হয়েছিল । তখনই কলম তুলে নিতে হয়েছিল হাতে ।
ভারত ভেঙে দু’ভাগ হয়ে সৃষ্টি হয়েছিল অস্বাভাবিক রাষ্ট্র পাকিস্তানের । আর তার অব্যবহিত পরেই আমরা চলে গিয়েছিলাম করাচী । সেখানে ১৯৫২ সালে আমি পাশ করি ম্যাট্রিক । যোগদান করি পাকিস্তান সামরিক একাডেমীতে অফিসার ক্যাডেটরূপে । সেই থেকে অধিকাংশ সময়ই বিভিন্ন স্থানে আমি কাজ করেছি পাকিস্তানী সেনা বাহিনীতে ।
নিচে আমার রাজনীতির রূপরেখা pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | জ্ঞান বিতরনী |
বইয়ের ধরণঃ | বাংলার ইতিহাস বই |
বইয়ের সাইজঃ | 31.22 MB |
প্রকাশ সাল | ২০১৩ সাল |
বইয়ের লেখকঃ | শহীদ জিয়াউর রহমান |
বইয়ের অনুবাদকঃ |