আমার সালাত ছুটে গেল pdf বই ডাউনলোড। কয়েক বছর ধরে দেখছি বৃদ্ধ লোকটিকে। বয়স প্রায় আশির মতো হবে। আজানের আগের লাগোয়া সময়টাতে তাকে রাস্তায় উদয় হতে দেখা যায় । আজানের কয়েক মিনিট আগেই বেরিয়ে পড়েন তিনি। খুবই পরিচিত একটি দৃশ্য : লাঠিতে ভর দিয়ে এক বৃদ্ধ আপন মনে এগুচ্ছেন মসজিদের দিকে। যখনই তাঁর কথা মনে পড়ে, ধীরস্থির, শান্ত-সৌম্য, হাস্যোজ্জ্বল এক সুখী বৃদ্ধের অনুপম ছবি ভেসে ওঠে হৃদয়ের রুপোলি পর্দায় ।
তাকে দেখে মনের ভেতর লজ্জায় ও আক্ষেপে ভরা এক গাদা প্রশ্ন এসে ভিড় করে। কিন্তু পরক্ষণেই রকমারি অজুহাতেরা এসে সেসব প্রশ্নের টুটি চেপে ধরে—মলিন করে তোলে লজ্জা ও অনুশোচনাগুলোকে। কখনো কখনো আমি ফিরে এসে দেখি, সালাতের পরে তিনি কী করেন।
আরও ইসলামিক বই দেখুনঃ
- ফেরেশতা সৃষ্টির ইতিবৃত্ত pdf বই ডাউনলোড
- আইনী তুহফা সলাতে মুস্তফা ২য়-খন্ড pdf বই ডাউনলোড
- আইনী তুহফা সলাতে মুস্তফা ১ম-খন্ড pdf বই ডাউনলোড
- জুমুআ ফযীলত ও বিধি-বিধান pdf বই ডাউনলোড
- অপরাধ ও শাস্তি সংক্রান্ত মাসআলা pdf বই ডাউনলোড
তেমনই একবার রাস্তার দিকে তাকিয়ে দেখি, বৃদ্ধ লোকটি সালাত আদায় করে বাড়ি ফিরে যাচ্ছেন—পথে প্রতিবেশীদের সালাম দিচ্ছেন। তখনই আমার সালাতের কথা মনে পড়ে। দ্রুত আমি হাতের ঘড়ির দিকে তাকাই । সাথে সাথে সেই অজুহাতটি মনে উদিত হয়, যেটি প্রায়ই সালাতের আগের সময়টাতে আমার অন্তরে হানা দেয়, ‘আমার অমুক কাজ আছে; সেটা শেষ করেই সালাত আদায় করছি।’
নিজেকে প্রশ্ন করি, আসলেই কি সালাতের সময়টাতে আমি গুরুত্বপূর্ণ কোনো কাজে ব্যস্ত ছিলাম?! যদি থাকিও কয়েক মিনিটের জন্য সে কাজ থেকে বিরতি নিলে ক্ষতি কী?! পরক্ষণেই ক্ষুদ্র ক্ষুদ্র অজুহাত আর মন ভুলিয়ে দেওয়া উত্তরসমূহ আমার মনে উদয় হওয়া প্রশ্নগুলোকে থামিয়ে দেয়। পুরো দিন বিভিন্ন অনর্থক কাজে লেগে থাকলে সে সময় এসব অজুহাত আসে না।
কেবল সালাতের আগে আসে আর সালাতের সময় গড়িয়ে গেলে আমাকে দীর্ঘ নীরবতা আর শূন্যতার মাঝে রেখে সেসব অজুহাত হাওয়ায় মিলিয়ে যায়। বাইরে এক প্রগাঢ় স্থিরতা আর নীরবতা; কিন্তু ভেতরে শুনতে পাই একঝাঁক অনুশোচনার অসহ্য চিৎকার—‘হায়, আমার সালাত ছুটে গেল!’
সে লোকটির লাঠির ঠকঠক মধুর শব্দ কত বারই তো আমাকে রাতের ঘুম থেকে জাগিয়ে তুলেছে । ফজরের সালাতের আজান দেওয়ার জন্য লাঠিতে ভর দিয়ে মসজিদের দিকে এগিয়ে যান তিনি।
নিচে আমার সালাত ছুটে গেল pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | সালাত বিষয়ক |
বইয়ের সাইজঃ | 21 MB |
প্রকাশ সাল | |
বইয়ের লেখকঃ | ইসলাম জামাল |
বইয়ের অনুবাদকঃ |