আমিও সত্যবাদীদের সঙ্গী হয়ে গেলাম pdf বই ডাউনলোড। কোন দ্বীনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়বস্তু হচ্ছে তার আকীদা বা বিশ্বাস সমূহ। যা চিন্তা চেতনার এবং বিবেকের এমন সমষ্ট হয় যার প্রতি উক্ত দ্বীনের অনুসরণকারী ঈমান পোষণ করে। আর উক্ত বিশ্বাসসমূহে এমন কিছু স্থায়ী এবং মজবুত কথা বার্তা থাকে-যেগুলিকে জ্ঞান ও বিবেক বুদ্ধি ছাড়াই স্বীকার করে নিতে হয়।
কেননা মানুষের জ্ঞান ও বিবেক দুটোই সীমিত। অথচ আল্লাহর ক্ষমতা হচ্ছে অসীম। তিনি সময় ও স্থান থেকে মুক্ত। তার ব্যবস্থাপনা পর্যন্ত না কোন জ্ঞান পৌঁছাতে পারে আর না কোন বিবেক।
আরও দেখুনঃ ইসলাম ও শীয়া মাযহাব pdf বই ডাউনলোড
সে কারণেই দ্বীনের ইলাহীর অনুসরণকারীর জন্য উক্ত বিষয়ের উপর ঈমান আনা, সত্যতা স্বীকার করা এবং বিশ্বাস পোষণ করা যা দৃশ্যত জ্ঞান ও বিবেকের গ্রহণযোগ্যতা রাখে না। অথচ কঠিন বলেও মনে হয় না। উদাহরণ স্বরূপ আগুন ফুলের রূপান্তরিত হওয়া। যদিও জ্ঞান ও বিবেক ঐক্যমত পোষণ করে যে এমন হতে পারেনা। আগুন হলো ক্ষতিকারণ এবং পুড়ানোর বস্তু।
ঈমানদ্বার ব্যক্তিরা কখনো মিথ্যা কথা বলে না।
অথবা- পাখিকে টুকরো টুকরো করে পাহাড়ে রেখে দেওয়া। আবার ডাকা মাত্রই তাদের পক্ষ থেকে সাড়া পাওয়া। এখানেও জ্ঞান ও বিবেক সম্মিলিতভাবে সিদ্ধান্ত দিবে যে এটা সম্ভব নয়। অথবা অন্ধ ও বিকলাংগ লোকজনকে ঈসা আঃ-এর স্পর্শ দ্বারা রোগমুক্তি নয় মৃতদেরকে জীবিত করে দেওয়া ইত্যাদি এমন সব ব্যাপার যার ব্যাখ্যা জ্ঞান ও বিবেক করতে পারে না।
আরও দেখুনঃ ইসলামী চিন্তাধারার উপর একশ একটি মুনাযিরা pdf বই
যদিও আজকের যুগে জ্ঞান ও বিজ্ঞানের চরম উন্নতির কারণে মানুষ, একজনের হৃদপিন্ড অথবা চক্ষুকে এমন ভাবে স্থানান্তরিত করতে সক্ষম, যেমন একজনের ভালো চোখ বাহির করে অপর একজনের খারাপ চোখের যায়গায় লাগিয়ে দিচ্ছে অথবা আর একটি অংগ অপর একটি অংগ দ্বারা পরিবর্তন করতে পারছে।
কিন্তু এই আমল আর ঐ আমলে প্রকাশ্য তফাত আছে। কারণ তারা জীবিতদের অংগ বদলাচ্ছে এবং তিনি মৃতদের জীবিত করতেন। অথবা এভাবে বলা যেতে পারে যে, এরা চিকিৎসা করেন মাত্র, আর তিনি সৃষ্টি করেন। সে কারণে আল্লাহ প্রত্যেক যুগের মানুষকে সাবধান করে দিয়ে বলেন যে, হে লোক সকল একটি উদাহরণ বর্ণনা করা হচ্ছে, সেটা কান লাগিয়ে শুনো, আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদেরকে ডাকো।
আরও দেখুনঃ হাদীসের ইতিহাস অনুসন্ধান pdf বই ডাউনলোড
নিচে আমিও সত্যবাদীদের সঙ্গী হয়ে গেলাম pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক বইয়ের সাইজঃ 17.7 MB প্রকাশ সালঃ ২০০৪ ইং বইয়ের লেখকঃ ডাঃ মোহাম্মদ তিজানী আল সামাভী অনুবাদঃ ইরশাদ আহমেদডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ