আমেরিকা এ যুগের ফিরাউন pdf বই ডাউনলোড। উভয়টির মাঝে প্রথম যোগসূত্র হল, আমেরিকা এই দাবি করে যে, আমেরিকা এমন এক রাষ্ট্র যা কখনো দমন করা সম্ভব না, এবং এমন এক শক্তি যা কখনো পরাভূত হবে না। বরং সর্বদাই তা টিকে থাকবে। (নাউযুবিল্লাহ)। তাই অন্যান্য সকল রাষ্ট্রের প্রতি তার শাসন ও নিয়ন্ত্রণকে প্রতিরোধ করার মত কেউ নেই। এটা মূলতঃ তাদের এই প্রাচীন কথিকার উপর নির্মিত যে, “আমেরিকাই বিশ্ব, বিশ্বই আমেরিকা”।
তাদের পূর্ববর্তী কাফের জাতিও অনুরূপই করত। যখন তারা নিজেদের শক্তিমত্তা ও প্রভাব- প্রতিপত্তি নিয়ে পর্যালোচনা করত তখন তারা অহংকারবশতঃ বলত, আমরা কখনই বিলীন হবনা। এজন্যেই আল্লাহ তাআলা বলেছেন- {أَوَلَمْ تَكُونُوا أَقْسَمْتُمْ مِنْ قَبْلُ مَا لَكُمْ مِنْ زَوَالٍ}
অর্থঃ তোমরা কি পূর্বে শপথ করে বলতে না যে, তোমাদের পতন নেই। (সুরা ইবরাহীম: ৪৪) এজন্যই আমেরিকার সাবেক পররাষ্ট্রমন্ত্রী একটি আমেরিকান বিশ্ববিদ্যালয়ে কোন এক সাক্ষাৎকারে অত্যন্ত অহমিকাপূর্ণভাবে এই মারাত্মক কথাটি বলেছিল যে, “এই বিশ্বে একটিই সুপার পাওয়ার (মহা শক্তিধর রাষ্ট্র) রয়েছে, আর তা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র”।
আরও ইসলামিক বই দেখুনঃ
- আহবান pdf বই ডাউনলোড
- ইসলামের হাকীকত pdf বই ডাউনলোড
- আন্তরিক তাওবা pdf বই ডাউনলোড
- হযরত ঈসা আঃ এর প্রত্যাবর্তন pdf বই ডাউনলোড
- কৃষ্ণস্বর প্রতুষ্যের pdf বই ডাউনলোড
সুতরাং তারা এই বিশ্বাস পোষণ করে যে, আমেরিকা এমন এক শক্তি, যা কখনো পরাভূত হবে না এবং যার সামনে কেউ দাঁড়াতে পারবেনা। এমনকি প্রেসিডেন্ট বুশ তার কোন ভাষণে বলেছিল যে, “অচিরেই আমেরিকা সারা বিশ্বের নেতৃত্ব দিবে… অচিরেই আমেরিকা সারা বিশ্বের নেতৃত্ব দিবে…” এজন্যই তুমি সর্বদা মার্কিনিদের দেখবে যে, তারা বিশ্বের সামনে নিজেদের কুশলী ও অভিজ্ঞজনদের এভাবে তুলে ধরতে খুব ভালবাসে যে, তারা জলে, স্থলে ও শূন্যে
সর্বত্র নিজেদের ট্যাংক ফাইটার ও যুদ্ধজাহাজ নিয়ে পরিভ্রমণ করে ও ঝাপিয়ে পড়ে… ইত্যাদি ইত্যাদি। কিন্তু এতসব কেন?! এসব এজন্যই, যেন বিশ্ব তাদের প্রতি আতঙ্কিত থাকে। সীমালঙ্ঘনকারী আমেরিকা ও পূর্ববর্তী অবাধ্য কাফের জাতির মাঝে এটাই প্রথম যোগসূত্র। উভয়টির মাঝে দ্বিতীয় যোগসূত্র হল, আল্লাহ ও বান্দাদের প্রতি বড়াই-অহংকার করা।
আমেরিকাও বিশ্ববাসীর সাথে এজন্যই আমেরিকার কোন এক নেতা যে কিনা “উপসাগরীয় যুদ্ধে” তথা আরব উপসাগর তীরে অবস্হিত একটি যুদ্ধে হোয়াইট হাউসের মুখপাত্র ছিল, সে জাজিরাতুল আরবের ভূমিতে আগমনের সময় বলেছিল, “আমরা এসেছি পালনকর্তার ভুল শুধরাতে, কেননা তিনি পেট্রলকে আরবের মাটিতে রেখেছেন”।সুতরাং আমেরিকানরা এই বিশ্বাস পোষণ করে যে, তারাই স্বাধীন এবং সারা বিশ্ব তাদের গোলাম। যে তাদের পরোয়ানায় নতি স্বীকার করবে না, তার জন্য যেন আফসোস ও দুর্ভোগের কোন শেষ নেই।
নিচে আমেরিকা এ যুগের ফিরাউন pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | ইসলামিক ইতিহাস বিষয়ক |
বইয়ের সাইজঃ | 1.40 MB |
প্রকাশ সাল | |
বইয়ের লেখকঃ | শাইখ খালেদ বিন আঃ রহঃ হুসাইনান |
বইয়ের অনুবাদকঃ | মাওলানা আইমান মাহমুদ হাফিঃ |