আয়াতুল জিহাদ pdf বই ডাউনলোড। তরজমাঃ (১৯০) যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে তোমরা ও আল্লাহর পথে তাদের বিরুদ্ধে যুদ্ধ কর; কিন্তু সীমা লংঘন করো না। আল্লাহ সীমালংঘন- কারীগণকে ভালবাসেন না। (১৯১) যেখানে তাদেরকে পাবে হত্যা করবে এবং যে স্থান থেকে তারা তোমাদিগকে বহিষ্কৃত করেছে তোমরাও সেই স্থান থেকে তাদেরকে বহিষ্কার করবে।
ফিতনা হত্যা অপেক্ষা গুরুতর। মসজিদুল হারামের নিকট তোমরা তাদের সাথে যুদ্ধ করবে না যে পর্যন্ত তারা সেখানে তোমাদের সাথে যুদ্ধ না করে। যদি তারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে, তবে তোমরা তাদেরকে হত্যা করবে, এটাই কাফিরদের পরিণাম। (বাকারাঃ ১৯০-১৯১)
আরও ইসলামিক বই দেখুনঃ
- নূরানী পদ্ধতিতে ব্যবহারিক নামাজ শিক্ষা pdf বই ডাউনলোড
- আসহাবে রাসূলের জীবনকথা ১ম খন্ড pdf বই ডাউনলোড
- সীরাতুন নবী ৪র্থ খন্ড pdf বই ডাউনলোড
- আহকামে জিন্দেগী pdf বই ডাউনলোড
- কুরআন শরীফ নূরানী ছাপা পিডিএফ ডাউনলোড
তাফসীরঃ গোটা মুসলিম উম্মত এ ব্যাপারে একমত যে, মদীনায় হিজরতের পূর্বে কাফেরদের সঙ্গে ‘জিহাদ’ ও কিতাল (যুদ্ধ-বিগ্রহ) নিষিদ্ধ ছিল। সে সময়ে অবতীর্ণ কুরআন মাজীদের সব আয়াতেই কাফেরদের অন্যায়-অত্যাচার নীরবে সহ্য করে ধৈর্য ও সহিষ্ণুতা, ক্ষমা ও উদারতা প্রদর্শনের শিক্ষা দেয়া হয়। রবী ইবনে আনাস প্রমুখ সাহাবায়ে কেরাম
(রাযিঃ)-এর উক্তি অনুসারে মদীনায় হিজরতের পর সর্বপ্রথম কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করার ব্যাপারে উপরোক্ত আয়াতটি নাযিল হয়। তবে হযরত আবু বকর সিদ্দীক (রাযিঃ)-এর এক বর্ণনা অনুযায়ী কাফেরদের বিরুদ্ধে যুদ্ধের নির্দেশ সম্পর্কিত এটিই প্রথম আয়াত। যথা- އވ. ވ اذن للذين يقاتلون بانهم ظلموا
কিন্তু অধিকাংশ সাহাবী (রাযিঃ) এবং তাবেয়ীন (রহঃ)-এর মতে এ প্রসঙ্গে সূরা বাকারার উপরোল্লেখিত আয়াতই প্রথম আয়াত।
তবে হযরত আবু বকর সিদ্দীক (রাযিঃ) যে আয়াতটিকে এ প্রসঙ্গে নাযিলকৃত প্রথম আয়াত বলে মত প্রকাশ করেছেন, সে আয়াতটিকেও এ প্রসঙ্গে প্রথম দিকে নাযিলকৃত আয়াতসমূহের অন্তর্ভুক্ত হওয়ার কারণে প্রথম আয়াত বলা চলে। এ আয়াতে নির্দেশ দেয়া হয়েছে যে, মুসলমানগণ কেবলমাত্র সেসব কাফেরদের সঙ্গেই যুদ্ধ করবে, যারা তাদের বিপক্ষে সম্মুখ সমরে উপস্থিত হবে।
এর অর্থ এই যে, নারী, শিশু, বৃদ্ধ, ধর্মীয় কাজে সংসার ত্যাগী উপাসনারত সন্নাসী-পাদ্রী, প্রভৃতি এবং তেমনিভাবে অন্ধ, খঞ্জ, পঙ্গু, অসমর্থ অথবা যারা কাফেরদের অধীনে মেহনত মজদুরী করে। কিন্তু তাদের সঙ্গে যুদ্ধে শরীক না হয় সেসব লোককে যুদ্ধে হত্যা করা জায়েজ নয়। কেননা, আয়াতের নির্দেশে কেবলমাত্র তাদের সঙ্গেই যুদ্ধ করার হুকুম রয়েছে। যারা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করে।
নিচে আয়াতুল জিহাদ pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | মাকতাবাতুল আশরাফ |
বইয়ের ধরণঃ | জিহাদ বিষয়ক বই |
বইয়ের সাইজ | 5.55 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | মাওলানা মুহাম্মদ হাবীবুর রহমান খান |
বইয়ের অনুবাদকঃ |