আযাদী আন্দোলন pdf বই ডাউনলোড। মোগল শাসনের শেষ প্রতীক যেমন ছিলেন বাহাদুর শাহ যাফর, তেমনি এই উপ-মহাদেশে প্রাচীন আলেম সমাজের অসাধারণ প্রতিভা ও জ্ঞান সাধনার প্রতীক ছিলেন মাওলানা ফযলে হক খায়রাবাদী। শেষ মোগল সম্রাট শুধুমাত্র কিল্লা ও শহরের চারি দেওয়ালের মালিক মুখতার ছিলেন। তাঁহার দরবারের আমীর-উমরাহ এবং তাঁহাদের বুদ্ধিমত্তা সম্পর্কে বিদ্রূপ করা চলে, কিন্তু সেই শেষ যমানার দিল্লীর বিদ্বানমণ্ডলীর মধ্যেও এমন কতিপয় ব্যক্তিত্ব ছিলেন, যাদের নাম কোন কালেই ম্লান হওয়ার মত নয় ।
অমর কাব্য প্রতিভা আসাদুল্লাহ খান গালিব, জহীর দেহলবী, মাওলানা শাহ আবদুল কাদের, মাওলানা শাহ রফীউদ্দীন, মাওলানা ফযলে হক খায়রাবাদী প্রমুখ ব্যক্তির নাম এই প্রসঙ্গে উল্লেখ করা যায় । আল্লামা ফযলে হক খায়রাবাদীকে প্রাচীন মুসলিম জ্ঞান-বিজ্ঞানের সর্বশেষ প্রবক্তা ও ব্যাখ্যাতা বলিয়া অভিহিত করা হয়। ১৭৯৭ খৃস্টাব্দে তিনি অযোধ্যার অন্তর্গত খায়রাবাদে জন্মগ্রহণ করেন।
আরও ইসলামিক বই দেখুনঃ
- আহবান pdf বই ডাউনলোড
- ইসলামের হাকীকত pdf বই ডাউনলোড
- আন্তরিক তাওবা pdf বই ডাউনলোড
- হযরত ঈসা আঃ এর প্রত্যাবর্তন pdf বই ডাউনলোড
- কৃষ্ণস্বর প্রতুষ্যের pdf বই ডাউনলোড
তাঁহার পিতা মাওলানা ফযলে ইমাম ছিলেন সমকালীন শ্রেষ্ঠ জ্ঞান-সাধকগণের একজন । তিনি ছিলেন দিল্লীর ‘সদরুস-সুদূর’ বা সরকারের প্রধান আইন ব্যাখ্যাতা । পিতার যত্নে অতি অল্পবয়সেই আল্লামা ফযলে হক কোরআনের হাফেয ও এলমে মা’কুলাতে (ন্যায়শাস্ত্র, চিকিৎসাবিজ্ঞান ও প্রাচীন পদার্থবিদ্যা ইত্যাদি) একজন বিজ্ঞ পণ্ডিত বলিয়া পরিগণিত হন। তিনি হাদীস ও দ্বীনিয়াত শিক্ষা করেন বিশ্ববিখ্যাত মুহাদ্দেস মাওলানা শাহ আবদুল *আযীযের নিকট ।
এই সময়ের একটি ঘটনায় আল্লামার অসাধারণ ধীশক্তির পরিচয় পাওয়া যায়। শিয়া সম্প্রদায়ের কয়েকটি মতবাদ খণ্ডন করিয়া হযরত শায়খ আবদুল আযীয যখন তাঁর বিখ্যাত গ্রন্থ ‘তোহফায়ে এসনা আশারিয়া’ রচনা করেন, তখন মুসলিম জাহানের সর্বত্র সাড়া পড়িয়া যায়। মধ্যেই সর্বাপেক্ষা অধিক চাঞ্চল্যের সৃষ্টি হয়। তাঁহার সমকালীন বিখ্যাত আলেম মীর বাকেরকে একদল আলেমসহ দিল্লীতে হযরত শাহ সাহেবের সঙ্গে মুনাযারা (তর্কযুদ্ধ) করার জন্য প্রেরণ করেন।
মীর সাহেব উটের পিঠে কিতাব বোঝাই করিয়া দিল্লীতে শাহ সাহেবের আস্তানায় উপস্থিত হন। শাহ সাহেব তাঁহার সম্মানিত মেহমানদের খেদমতের জন্য কয়েকজন ছাত্র নিয়োগ করেন। তন্মধ্যে অল্পবয়স্ক ফযলে হক খায়রাবাদীও ছিলেন। সন্ধ্যার পর খায়রাবাদী মেহমানদের খেদমতে হাজির ছিলেন । মীর বাকের নানা কথায় খায়রাবাদীর পড়াশোনার কথা জিজ্ঞাসা করিলেন । কথায়
কথায় ‘উফুকুল-মুবীন’ নামক বিখ্যাত গ্রন্থের দুই একটি জটিল বিতর্ক সম্পর্কে আলোচনা হইল। খায়রাবাদী শুধু যে এ সমস্ত প্রশ্নের মীমাংসা করিয়া দিলেন তাহাই নহে, নতুন কয়েকটি প্রশ্নেরও অবতারণা করিলেন । প্রসঙ্গতঃ তিনি এই কথাও প্রমাণ করিয়া ছাড়িলেন যে, মূল গ্রন্থকার ঐ সমস্ত বিষয়ে ভুল সিদ্ধান্ত করিয়াছেন। খায়রাবাদীর এই অসাধারণ পাণ্ডিত্যের পরিচয় পাইয়া মীর বাকের স্তম্ভিত হন। তিনি মনে মনে ভাবিলেন, শাহ সাহেবের একটি বালক শাগরিদের জ্ঞান-গরিমার এই পরিচয় পাওয়ার পর খোদ শাহ সাহেবের সঙ্গে তর্কে প্রবৃত্ত হওয়ার দুঃসাহস করা বৃথা।
নিচে আযাদী আন্দোলন pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | ইতিহাস বিষয়ক |
বইয়ের সাইজঃ | 3.00 MB |
প্রকাশ সাল | |
বইয়ের লেখকঃ | মাওলানা ফযলে হক ফায়রাবাদী |
বইয়ের অনুবাদকঃ | মাওলানা মুহিউদ্দীন খান |