আযান ও ইক্বামত বিভ্রান্তি নিরসন pdf বই ডাউনলোড। আযান অর্থ আহ্বান করা, ঘোষণা করা। পাচঁ ওয়াক্তব ছালাতের জন্য নির্দিষ্ট সময়ে শরীআত সম্মত উপায়ে উচ্চঃস্বরে ছালাতের ঘোষণা প্রদানকে আযান বলা হয়। মুওয়াযযিনের বহু ফযীলত রয়েছে। যেমন মুওয়াযযিনের আযানের আওয়ায যত দূর যাবে তত দূর পর্যন্ত সকল মানুষ, জিন এবং সমুদয় বস্তু তার জন্য ক্বিয়ামতের দিন সাক্ষ্য দিবে। মুওয়াযযিনদের গর্দান ক্বিয়ামতের দিনে সর্বাধিক দীর্ঘ হবে।
আরও ইসলামিক বই দেখুনঃ
- শিয়াদের ধর্ম বিশ্বাস pdf বই ডাউনলোড
- চলমান সংকট নিরসন pdf বই ডাউনলোড
- সংসয় নিরসন pdf বই ডাউনলোড
- আন্তর্জাতিক সন্ত্রাসী ইতিকথা pdf বই ডাউনলোড
- রুকু পেলে রাকাত হবে না pdf বই ডাউনলোড
আযামন সম্পর্কে কতিপয় গুরুত্বপূর্ণ মাসআলা দলীলসহ নিম্নরূপ- মাসআলা-১: যখন মওয়াযযিন আযান দিবেন তখন তিনি কিবলামুখী হবেন । এটি ফরয বা ওয়াজিব নয়। তবে উত্তম। মাসআলা-২: নারীরা আযান দিতে পারবে না বলে বেহেশতী জেওরে লেখা হয়েছে, যা ভূল। মাসআলা-৩: আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু এবং আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ দু বারের পরিবর্তে চারবার চারবার করে বলাকে তাবজী আযান বলা হয়।
এই আযান দেয়া জায়েয। তবে হানাফীগণ তারজী আযানকে গ্রহণ করেন না। জোড়া জোড়া শব্দে আযান দিলে জোড়া জোড়া শব্দে ইকামত দিতে হবে। অপরদিকে একক আযানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এবং আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ দু দু বার করে বলতে হয়।
মাসআলা-৪: ফজরে দুটি আযান রয়েছে। একটি ফজর উদয়ের পরে দেয়া হয়। এবং অপরটি শেষ রাতে দেয়া হয়। এটি মূলত তাহাজ্জুদের ছালাতের জন্য দেয়া হয়। ফজরের আযান ব্যতিত অন্যান্য আযাছে আছ-ছালাতু খায়রুম মিনান নাঊম বাক্যটি বলা প্রমাণিত নেই। মাসআলা-৫: খত্বীবের মেম্বারে আরোহনের পর জুমআর প্রথম আযান দিতে হবে।
মেম্বারের নিকটবর্তী স্থানে আযান দেওয়া উত্তম। ওছমানী আযানের নামে আমাদে দেশে যে দু আযান চালু আছে জুমআর সময় তা সুন্নাত সম্মত নয়। প্রথমে বাংলা ভাষার আলোচনা করা এবং চার রাকআত নির্দিষ্ট করে সুন্নাত পড়া অতঃপর পুণরায় আযান দিয়ে আরবীতে খুৎবা পাঠ করা নব্য আবিস্কৃত কাজ। খত্বীব ছাহেব মিম্বারে বসার পর মুওয়াযযিন আযান দিবেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবূ বকর রাযিআল্লাহু আনহু ও ওমর রাযিআল্লাহু আনহু এর যুগে এবং ওছমান রাযিআল্লাহু আনহুর খেলাফতের প্রথমার্ধ্বে এই নিয়ম চালু ছিল। অতঃপর মুসলমানের সংখ্যা ও নগরীর ব্যস্ততা বেড়ে গেলে হযরত ওছমান রাযিআল্লাহু আনহু জুমআর পূর্বে মসজিদে নববী থেকে দূরে যাওয়া নামক বাজারে একটি বাড়ীর ছাদে দাড়িঁয়ে লোকদের আগাম হুঁশিয়ার করার জন্য পৃথক একটি আযানের নির্দেশ দেন। খলীফার এই নির্দেশ ছিল স্থানিক প্রয়োজনের কারণে একটি সাময়িক নির্দেশ মাত্র।
নিচে আযান ও ইক্বামত বিভ্রান্তি নিরসন pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 1 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | আহমাদুল্লাহ |
অনুবাদঃ |
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now যদি ডাউনলোড করতে কোন সমস্যা হয়। আর ওয়েবসাইটটি আপনার উপকারে কাজে আসলে আপনি একটি শেয়ার করে দিন। শেয়ার করুন সওয়াবের আশায়, কারণ আপনি ভালো কাজে এবং ভালো উদ্দেশ্যে শেয়ার করছেন। আর প্রত্যেক ভালো কাজের বিনিময় আল্লাহ আপনাকে দিবেন।..!!