আরবি রস pdf বই ডাউনলোড। আরবি রস একটি মজার বই। আরবি সাহিত্যে কত অসাধারণ রস লুকিয়ে আছে— তার সাথে বাঙলাভাষী পাঠককে পরিচিত করার প্রয়াস। আরবি সাহিত্য শুধু নয়, আরবি ভাষাটাও খুবই মজার। এই মজাটা আয়ত্তে আনার কিছু কলকব্জা এই বইয়ের গল্প থেকে পাওয়া যাবে।
‘আরবি রস’ সবার জন্যে। এই রস আস্বাদনের জন্যে আরবি ভাষা জানা কিংবা আরবি ভাষার শিক্ষার্থী হওয়া আবশ্যক নয়। আরবি রস-এর হাঁড়ি সবার জন্যে উন্মুক্ত। এ কথাও স্মর্তব্য, সবার উপযোগী করে রচিত হলেও এটি কোনো চটুল কৌতুকগ্রন্থ নয়। ভাষা-সাহিত্যের বিচিত্র-বর্ণাঢ্য স্বাদ উপভোগে অভ্যস্ত বা আগ্রহী পাঠকবৃন্দ ‘আরবি রস’-এর সাথে বেশ সুন্দর সময় কাটাতে সক্ষম হবেন।
এই হাঁড়িতে রয়েছে কয়েক ধরনের রস—
আরও ইসলামিক বই দেখুনঃ
- ভুবনজয়ী নারী pdf বই ডাউনলোড
- ফররুখ আহমদ জীবনও সাহিত্য pdf বই ডাউনলোড
- আরবি সাহিত্যে ইসলামি ভাবধারা pdf বই ডাউনলোড
- আধুনিক আরবি ব্যাকরণ pdf বই ডাউনলোড
- অগ্নিবীণা ইসলামিক ভার্সন pdf বই ডাউনলোড
এক. কাব্যরস
পণ্ডিতেরা স্বীকার করেন, অন্য যে কোনো জাতিগোষ্ঠীর তুলনায় আরব জাতি কবিতার সাথে বেশি সহজাত। কবিতা আরবদের ‘দিওয়ান’, যাপিত জীবনের এনসাইক্লোপিডিয়া। হাস্যরস জীবনেরই অংশ, বরং কখনও কখনও হাসিটাই জীবনের প্রতিশব্দ। কাজেই, আরবি কবিতার বড় একটা অংশ জুড়ে রসবোধের ছড়াছড়ি থাকা বিচিত্র কিছু নয়। এ ধরনের কবিতা নজরে পড়লেই টুকে রাখা ও অনুবাদ করার শোণিতবৎ শখ সবসময়ই আমাতে সক্রিয় ছিল।
বিশেষত ইমাম আসমাঈ’র বর্ণিত একটি অভিজ্ঞতা এ কাজে আমাকে সব সময় প্রেরণা যুগিয়েছে। ইসলামী আইনশাস্ত্রজ্ঞ ও মদিনার তৎকালীন বিচারক মুহাম্মদ ইবন ইমরান আত-তামিমি-কে আসমাঈ একটি চমৎকার কবিতা শোনান। কবিতাটি শুনেইতামিমি বললেন, ‘এই কবিতাটা আমাকে লিখে দাও!’ আসমাঈ বললেন, বলেন! আপনার মতো বিজ্ঞজন এ সব কবিতা জমাবে!’ তামিমি বললেন — ১৬, ২০১৬ পর তার ‘আরে ধুর, লিখে দাও না! মজাদার কবিতা রুচিশীল লোকদের ভালো লাগে।’
রসোদ্দীপক বেশ কিছু আরবি কবিতা ও তার বাঙলায়িত রূপ এই বইয়ে সংস্থিত হয়েছে। কবিতার পেছনের গল্পটাও ছোট্ট করে বলে দেওয়া হয়েছে।
দুই. কবিরস
আরব কবি-সাহিত্যিকদের রসবোধ ও কৌতুকপ্রবণ মুহূর্তগুলোর স্কেচ এই সংকলনের নানা জায়গায় অঙ্কিত হয়েছে। ব্যাকরণচর্চায় উৎসাহী বৈয়াকরণদের জীবনে ঘটে যাওয়া নানা মজাদার অভিজ্ঞতাও এখানে নিয়ে আসা হয়েছে। সাহিত্যিক বা বৈয়াকরণ ছাড়াও বিখ্যাত ব্যক্তিবর্গের জীবনী থেকে লম্ব চমৎকার গল্পগুলোর মধ্যে যেসব গল্পে ভাষাগত কোনো বিষয় বা কবিতার সংযোগ আছে, এই বইয়ে সেগুলো গ্রন্থিত হয়েছে।
তিন. শব্দরস
শব্দ নিয়ে মজা করার চলন ও প্রবণ বেশ পুরনো ব্যাপার। রসবোধপূর্ণ মানুষেরা প্রাত্যহিক কথাবার্তায় শব্দ নিয়ে খেলা করতে পছন্দ করেন। সুকুমার রায়ের ছড়া মানেই তো টানটান উত্তেজনায় ভরপুর শব্দের খেলা। সুকুমার রায় ছাড়া আর কে এমন সুনিপুণ দক্ষতায় portmanteau (জোড়কলম)-এর ব্যবহার করেছেন? হাতি ও তিমির সমন্বয়ে ‘হাতিমি’, বক ও কচ্ছপ মিলিয়ে ‘বকচ্ছপ’– ছড়ায় আবার সেসবের সার্থক প্রয়োগ, কী দারুণ প্রতিভা!
নিচে আরবি রস pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | সমকালীন প্রকাশন |
বইয়ের ধরণঃ | আরবি ভাষা বিষয়ক |
বইয়ের সাইজঃ | 5.08 MB |
প্রকাশ সাল | |
বইয়ের লেখকঃ | আব্দুল্লাহ মাহমুদ নজীব |
বইয়ের অনুবাদকঃ |