আলফিয়্যাতুল হাদিস pdf বই ডাউনলোড। ইলমে হাদীসের বিষয়বস্তু বা আলোচ্য বিষয় : রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ তায়ালার মনোনীত ও প্রেরিত মহাপুরুষ হিসাবে এই পদমর্যাদায় অভিষিক্ত থাকিয়া যা কিছু বলিয়াছেন বা করিয়াছেন যা কিছু বলিবার বা করিবার অনুমতি দিয়াছেন সমর্থন জানাইয়াছেন এই সবই হইল ইলমে হাদীসের বিষয়বস্তু বা আলোচ্য বিষয় ।
হাদীস অধ্যয়নের উদ্দেশ্য : ইহকাল ও পরকালের চরম ও পরম কল্যাণ লাভই হইল হাদীস অধ্যয়নের একমাত্র লক্ষ্য বা উদ্দেশ্য । ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। মানব জীবনের যাবতীয় সমস্যার সমাধান ইহাতে বিশদভাবে আলোচনা করা হইয়াছে। এই ব্যবস্থা অনুযায়ী জীবন যাপন করিতে হইলে ইহার মূল উৎস সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান রাখা অপরিহার্য ।
আরও ইসলামিক বই দেখুনঃ
- ফেরেশতা সৃষ্টির ইতিবৃত্ত pdf বই ডাউনলোড
- আইনী তুহফা সলাতে মুস্তফা ২য়-খন্ড pdf বই ডাউনলোড
- আইনী তুহফা সলাতে মুস্তফা ১ম-খন্ড pdf বই ডাউনলোড
- জুমুআ ফযীলত ও বিধি-বিধান pdf বই ডাউনলোড
- অপরাধ ও শাস্তি সংক্রান্ত মাসআলা pdf বই ডাউনলোড
ইসলামী শরীয়াহ তাহার মৌলিক নীতিমালাকে এক সুনির্দিষ্ট ভিত্তির উপর স্থাপন করিয়াছে । ইহার প্রথম ও প্রধান উৎস হইল কুরআনুল কারীম। ইহাতে ইসলামী শরীয়াহ নীতিমালা ও বিধি-বিধানগুলিকে ইজমালীভাবে তথা মৌলিক আকারে পেশ করা হইয়াছে।
নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই মৌলিক বিধানগুলিকে তাঁহার কথা ও কাজ দ্বারা ব্যাখ্যা করিয়া তাহার সারবার্তা উম্মতের সামনে তুলিয়া ধরিয়াছেন, যাতে করে কোন মানুষের নিজস্ব উক্তি ও ব্যাখ্যা শরীয়তের মূল লক্ষ্যকে বিঘ্নিত করিতে না পারে। যেমন- আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে এরশাদ করেন-
আমি আপনার প্রতি কিতাব অবতীর্ণ করিয়াছি যাহাতে তা আপনি লোকদেরকে বর্ণনা করিতে পারেন, যাহা তাহাদের প্রতি অবতীর্ণ করা হইয়াছে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁহার জীবদ্দশায় স্বীয় কথাবার্তা কাজ-কর্ম ও অনুমোদনের মাধ্যমে পবিত্র কুরআনে বর্ণিত চিরন্তন নীতিমালার বিস্তারিত ব্যাখ্যা প্রদান করিয়া গিয়াছেন। যাহাকে সুন্নত তথা হাদীস বলিয়া আখ্যায়িত করা হয় । এই আলোকে বলা যায় যে, কুরআন হইল ইসলামী জীবন ব্যবস্থার একটি সুন্দর নকশা আর হাদীস হইল সেই নকশা অনুযায়ী পরিকল্পিত প্রাসাদ ।
নিচে আলফিয়্যাতুল হাদিস pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | হাদীস বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 15.5 MB |
প্রকাশ সালঃ | ২০০২ সাল |
বইয়ের লেখকঃ | মাওঃ মনযূর নোমানী রহঃ |
বইয়ের অনুবাদকঃ | মাওলানা মুফতী মোবারক উল্লাহ |