আল্লামা ইকবাল জিবনী pdf বই ডাউনলোড। মহাকবি ইকবাল ও উপমহাদেশে এক অতি উজ্বল জ্যোতিস্ক। কবি, দার্শনিক, সংস্কারখ ও রাজনীতিবিদ হিসাবে তার অবদান চিরকালই অবিস্ময়নীয় । এ অঞ্চলে তিনি প্রধানত পাকিস্তানের স্বপ্ন- দ্রষ্টা হিসাবে পরিচিত হলেও আজ বিশ্বের সর্বত্র তারঁ প্রতিভার ও অবদানের স্বীকৃতি মুখরিত হচ্ছে। ইসলামী প্রত্যায়ের মধ্যে বিভিন্ন কালে যে সব মতবাদ প্রবেশ করে তাতে নানা বিভ্রান্তির সুষ্টি করে ছিল তিনি সেগুলোর যথাযথ বিচার করে তাদের যথোপযুক্ত স্থান নির্দেশ করেছেন।
এ ক্ষেত্রে তারঁ ভূমিকা ইমাম গাজ্জালীর অনুরূপ তবে ইসলামের ব্যাখ্যা ও উপস্থাপনা প্রসঙ্গে তিনি যে মতবাদ প্রকাশ করেছেন-তাও অভিনব দার্শনিক মতবাদে প্রকাশিত হয়েছে এবং বিশ্ব জগতে তাকেঁ একটা শ্রেষ্ঠ আসন দান করেছে।
আরও দেখুনঃ অধ্যাপক গোলাম আযমের সংগ্রামী জিবনী pdf বই ডাউনলোড
এ বিশ্ব- চরাচরের সর্বত্র তিনি গতিশীল জীবনের সন্ধান পেয়েছেন এবং আল্লাহকে তিনি চরম এক সৃষ্টিশীল সত্তা বলে লাভ করেছেন। তারঁ অবদানের অপর শ্রেষ্ঠতম বিষয় হচ্ছে খুদী যা মানব সাধারণকে তার বিকাশের ধারায় সর্বশ্রেষ্ঠ পর্যায়ের নিয়ে যায়। তারঁ এবংবিধ মতবাদই তারঁ কাব্যের মধ্যে প্রকাশিত হয়েছে। এ সব ধারণা এ বিশ্বের ইতিহাসে সম্পূর্ণই অভিনব এবং এ দুনিয়া তারঁ এ সকল অবদানের জন্য তারঁ নিকট কৃতজ্ঞ।
সংক্ষিপ্ত জিবনী।
তারঁ সন্বন্ধে জ্ঞান লাভের জন্য সর্বসাধারণ পাঠকের বিশেষত কোমলমতি বালক-বালিকা ও কিশোরীর আগ্রহ সকল দেশেই রয়েছে। মুহাম্মাদ আবু তাহের সিদ্দিকী বাংলা ভাষাভাষী পাঠক- পাঠিক। বিশেষ করে কিশোর- কিশোরীদের উপযোগী করে তারঁ জীবনী রচনা করে দেশবাসীর প্রতি তারঁ কর্তব্য সমাপন করেছেন। তিনি দীর্ঘকাল এ সম্বন্ধে পাঠ ও আলোচনা করে এ পুস্তক রচনা করেছেন।
আরও দেখুনঃ খলিফা আবু বকর সিদ্দীক (রা.) জিবনী pdf বই ডাউনলোড
আমার দৃঢ় বিশ্বাস, তারঁ এ পরিশ্রম সার্থক হয়েছে এবং তাদেশের সর্বত্রই যথোপযুক্ত সমাদার লাভ করবে। বিশ্ববিশ্রুতি কালজয়ী ব্যক্তিত্ব আল্লামা ডঃ মুহাম্মদ ইকবাল। তারঁ অমর কাব্য তাকেঁ বিশ্বজনীন স্বীকৃতি ও দুর্লভ সম্মানে ভুষিত করেছে। জ্ঞানী-গুণী ও সুধৗমহলে তিনি সার্বজনীনভাবে সমাদৃত। জ্ঞান সাধনায় তিনি যেমন ছিলেন অতল ডুবুরী, তারঁ কলমও ছিল তেমনি ক্ষুরধার।
পান্ডিত্য যেমন তারঁ শীর্ষস্থানীয়, বাণীও তেমনি মহামুল্যবান সার্বজনীন ম্যূলবোধের নীতি নির্ধারক। নিছক একজন মহৎ কবি নন তিনি, বরং একজন দুরদর্শী রাজনীতিবিদ, দার্শনিক, প্রতিযথশ। চিন্তাবিদ ও শিক্ষাবিদ। তারঁ বহুমুখী প্রতিভা স্বদেশ ও আন্তর্জাতিক ক্ষেত্রে সবিশেষ অবদান। চির শ্রদ্ধেয়।
আরও দেখুনঃ জান্নাতের বর্ণনা pdf বই ডাউনলোড
নিচে আল্লামা ইকবাল জিবনী pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | জিবনী বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 36.1 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | |
অনুবাদঃ |
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now