আল্লামা ইকবাল মননে সমুজ্জ্বল pdf বই ডাউনলোড। কোনো জাতির জীবনে যখন উন্নতির পথে এগিয়ে যাওয়ার পরম লগ্ন ঘনিয়ে আসে, তখন সর্বপ্রথম তার মধ্যে নিজের দুর্দশা ও পশ্চাদপদতা সম্পর্কে চেতনা দেখা দেয়। আত্মবিস্মৃত সে জাতির কোনো আপনজন ইতোমধ্যে নিদ্রা থেকে জেগে ওঠেন, জাগরণীর ঘণ্টাধ্বনি (বাংগে দারা) বাজিয়ে নিঃশব্দ, থমকে যাওয়া কারাভাঁর ঘুম ভাঙিয়ে দেন, তাকে অগ্রগতির পথে পরিচালিত করেন এবং সাধনা ও আত্মজিজ্ঞাসার প্রেরণায় সঞ্জীবিত করে তোলেন।
মিল্লাতের প্রতিটি সদস্যের নিকট যেদিন মুসলমানদের জড়তা ও পতনের সকল লক্ষণ ও নিদর্শন দিবালোকের মতো স্পষ্ট হয়ে উঠেছিল, সেদিনও এমনটিই ঘটেছিল। সেদিন মুসলিম বিশ্বের প্রতিটি অঞ্চলে এমন সব নেতার আবির্ভাব হয়েছিল— যারা তাদের প্রজ্ঞা ও সূক্ষ্ম দৃষ্টির সাহায্যে মুক্তির নির্ভুল পথের সন্ধান স্বদেশবাসীর সামনে তুলে ধরেন এবং তাদের মৃতপ্রায় অনুভূতিকে উজ্জীবিত করে দিয়ে মহান ভাগ্য নির্মাণের পথে পরিচালিত করেন।
আরও ইসলামিক বই দেখুনঃ
- আহবান pdf বই ডাউনলোড
- ইসলামের হাকীকত pdf বই ডাউনলোড
- আন্তরিক তাওবা pdf বই ডাউনলোড
- হযরত ঈসা আঃ এর প্রত্যাবর্তন pdf বই ডাউনলোড
- কৃষ্ণস্বর প্রতুষ্যের pdf বই ডাউনলোড
ডক্টর মুহাম্মদ ইকবাল ছিলেন সেসব মহান পথিকৃৎদেরই অন্যতম। তিনি জাতির ভবিষ্যৎ চলার পথের দিক-নির্দেশ করেন। তাঁর জ্বালাময়ী কাব্য, আবেগমুখর মর্সিয়া এবং জাগরণের বাণী জাতিকে মৃত্যুনিখর সুপ্তির অতল গহ্বর থেকে জাগিয়ে তোলে। তাঁর একনিষ্ঠ সংগীত মিল্লাতের স্তব্ধ-শীতল চেতনাকে নতুন করে আত্মবিশ্বাসের আগুনে উদ্দীপ্ত করে তোলে।
ইকবালের পূর্বপুরুষ কাশ্মীরি পণ্ডিতদের এক অভিজাত বংশোদ্ভূত ছিলেন। সুলতান জয়নুল আবেদিন ওরফে বুদ শাহ (১৪২১-৭৩ খ্রি.)-এর রাজত্বকালে তাঁরা ইসলাম গ্রহণ করেন। তাঁর পিতামহ পাঞ্জাবে আগমন করে সিয়ালকোটে বসতি স্থাপন করেন। তাঁর বংশের একটি শাখা এখনও কাশ্মীরে রয়ে গেছে এবং এটি ‘সাপ্রু’ নামে পরিচিত।
‘সাপ্রু’ কথাটার অর্থ ‘এমন কোনো ব্যক্তি, যিনি প্রথম পড়া শেখেন বা যিনি নিজেকে শিক্ষিত করে তুলতে উদ্যোগ গ্রহণ করেন’। ইকবালের পিতা বলতেন, ‘কাশ্মীরি পণ্ডিতদের যেসব জ্ঞাতি ভাই তাদের দীর্ঘদিনের লালিত প্রথা, জাতীয় ও ধর্মীয় সম্পর্ক অস্বীকার করে প্রথম ইসলামি ভাষা ও বিদ্যা শিক্ষার প্রবণতা দেখিয়েছেন, তাদেরকে এ নামে অভিহিত করা হয়।
এর পেছনে কটাক্ষ বৈ কিছু ছিল না। অবশ্য কালক্রমে এ নামই বংশের স্থায়ী মর্যাদা লাভ করে এবং বহুল পরিচিত হয়ে ওঠে।’ কাশ্মীরি পণ্ডিতদের বুদ্ধিমত্তা, তীক্ষ্ণ মেধা ও দার্শনিক প্রবণতা অনস্বীকার্য। বংশানুক্রমের স্বাভাবিক ধারায় ইকবাল সম্ভবত তাঁর উত্তরাধিকারের প্রাপ্য হিস্যা একটু অধিকই পেয়ে থাকবেন । বিখ্যাত মনীষী মৌলভি মুহাম্মদ আবদুল্লাহ কোরেশি আল্লামা ইকবালের পূর্বপুরুষদের সম্পর্কে বেশ কিছু গবেষণা করেছেন।
নিচে আল্লামা ইকবাল মননে সমুজ্জ্বল pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | প্রচ্ছদ প্রকাশন |
বইয়ের ধরণঃ | আল্লামা ইকবাল জীবনী বিষয়ক |
বইয়ের সাইজঃ | 140 MB |
প্রকাশ সাল | |
বইয়ের লেখকঃ | মুহাম্মাদ আবু সুফিয়ান |
বইয়ের অনুবাদকঃ |