আল্লামা কাওছারীর বিদআতী চিন্তা ধারণা pdf বই। মুহাম্মাদ যাহেদ কাওছারী মৃ. ১৩৭১ হি. আলেমদের নিকটে পরিচিত করিয়ে দেওয়ার মুখাপেক্ষী নন। তিনি বিশেষভাবে হানাফী দেওবন্দীদের মধ্যে উচ্ছ মর্যাদার আসনে অধিষ্ঠিত রয়েছেন। এজন্য যে, তিনি নিকট অতীতে ইমাম আবূ হানীফা রহ. এবং হানাফী মতবাদের পক্ষে সাধ্যমত প্রতিরক্ষামূলক লড়াই করেছেন। তিনি আকীদায় মাতুরীদী বরং জাহমী ছিলেন।
এজন্য শাখাগত বিষয়ে নয় বরং মৌলিক মাসায়েল সমূহেও তিনি স্বীয় অবস্থানে থেকে যেভাবে ভাষ্যকারের কাজ করেছেন: সম্ভবত নিকট অতীতে হানাফীদের মধ্যে অনুসন্ধান করেও এমনটা পাওয়া অসম্ভব । সম্ভবত তিনিই প্রথম ব্যক্তি যিনি ইমাম ইবনে খুযায়মাহর কিতাবুত তাওহীদ ।
আরও দেখুনঃ তাফসীরুল কুরআন ৪র্থ খন্ড pdf বই ডাউনলোড
গ্রন্থটিকে যাকে তিনি স্বয়ং ছহীহ ইবনে খুযায়ামাহর অংশ হিসাবে আখ্যা দিয়েছেন, মাক্বালাতুল কাওছারী পৃ. ৫০, ১৪৩, প্রকাশকাল : ১৯৯৪ইং কিতাবুশ শিরক আখ্যা দিয়েছেন (মাক্বালাত পৃ.৪০৯;আত-তানীব পৃ. ২৯)।
ইমাম আহমাদ বিন হাম্বল রহ.-এর ছেলে ইমাম আব্দুল্লাহ-এর কিতাবুস সুন্নাহ গ্রন্থটিকে কিতাবুয যাইগ গোমরাহের কিতাব এবং ইমাম ওছমান বিন সাঈদ আদ-দারেমীর আর-রাদ্দু আলাল জাহমিইয়া জাহমিয়াদের খন্ডন ও আর-রাদ্দু আল বিশরীল মারীসী বিশর মারীসীর খন্ডন গ্রন্থদ্বয়কে কিতাবুল কুফরি ওয়াল-ওয়াছানিইয়া কুফর ও মুর্তি-পূজা গ্রন্থ আখ্যা দিয়েছেন মাক্বালত পৃ. ৩০০।
আরও দেখুনঃ তাফসীরুল কুরআন উৎপত্তি ও ক্রমবিকাশ ২য় pdf বই
চিন্তা করুন ইমাম ইবনে খুযায়মাহ রহ. ইমাম আব্দুল্লাহ বিন আহমাদ রহ. এবং ইমাম ওছমান বিন সাঈদ আদ-দারেমী রহ.-এর যাদের ইলম. মর্যাদা, আমানত, সততা, হিফয-যবত্ব আয়ত্বশক্তি এবং তাওছীক্ব-তাদীলের উপর সকল মুহাদ্দিছের ঐক্যমত রয়েছে; যদি তারাই শিরক, মূর্তি- পূজা, কুফর ও গোমরাহীর উজ্জীবিতকারী হয়ে থাকেন নাউযুবিল্লাহ তাহলে বলুন; তাওহীদ ও সুন্নাতের আহ্বায়ক কারা ?
অনুরূপভাবে শায়খুল ইসলাম ইবনে তায়মিয়া রহ. ও তার সুযোগ্য ছাত্র ইমাম ইবনে কাইয়িম রহ. সম্পর্কে তিনি মাক্বালাত তাবদীদুয যালাম ও আল-ইশফাক গ্রন্থগুলিতে যা কিছু বলেছেন তার উপাখ্যান অনেক দীর্ঘ। এমনকি তিনি তাদেরকে বিদআতী, কাযযাব, কাফের, জাহেল, ইত্যাদি পালন কারি পর্যন্তও বলেছেন।
আরও দেখুনঃ তাফসীরুল কুরআন উৎপত্তি ও ক্রমবিকাশ pdf বই ডাউনলোড
নিচে আল্লামা কাওছারীর বিদআতী চিন্তা ধারণা pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক বইয়ের সাইজঃ 1 MB প্রকাশ সালঃ বইয়ের লেখকঃ শায়খ ইরশাদুল হক আছারী অনুবাদঃ আহমাদুল্লাহডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ