আল্লাহই আমার রব্ব pdf বই ডাউনলোড। প্রকৃত ঈমানদার হওয়ার সর্বপ্রথম আবশ্যিক শর্ত হলো সঠিক জ্ঞানের ভিত্তিতে আল্লাহকে একমাত্র রব্ব হিসেবে স্বীকার করে এর ঘোষণা দেয়া। তাই তো মহান সৃষ্টিকর্তা আল্লাহ আলমে আরওয়াহতে রুহের জগতে সব অনাগত মানবকুলের কাছ থেকে স্বীকারোক্তি নিয়েছিলেন এই বলে, আমিই কি তোমাদের একমাত্র রব্ব নই? জবাবে আমরা সবাই বলেছিলাম, হ্যাঁ আমরা এ কথার স্বাক্ষ্য দিচ্ছি যে, আপনিই আমাদের একমাত্র রব্ব। (সূরা আরাফ ৭;১৭২)।
লক্ষ্যনীয় বিষয় হলো আল্লাহ কিন্তু জগতসমূহের সকল সৃষ্টির সৃষ্টিকর্তা হয়েও খালিক হিসেবে স্বীকারোক্তি আদায় করেননি। আর সকল নাবী ও রাসূলগণও আল্লাহর অন্য কোনো পরিচয় নয়, আদিষ্ট হয়েছিলেন তারঁ রব্ব পরিচয় তুলে ধরার।
আরও ইসলামিক বই দেখুনঃ
- আল কুরআনের বিষয় ভিত্তিক আয়াত pdf বই ডাউনলোড
- সিরাত থেকে শিক্ষা pdf বই ডাউনলোড
- অনিয়মই নিয়ম pdf বই ডাউনলোড
- যাকাত pdf বই ডাউনলোড
- কালেক্টেড ৬ষ্ঠ pdf বই ডাউনলোড
এজন্যই তাদেঁর সকলের পক্ষ থেকে উম্মতের উদ্দেশ্যে নসীহত পেশ হয়েছে, নিশ্চয় আল্লাহ আমার রব্ব এবং তোমাদেরও রব্ব; অতএব, তাঁরই ইবাদাত করো। এটাই সিরাতুম মুস্তাক্বীম (সরল-সঠিক-মজবুত পথ)। সূরা যুখরুফ ৪৩:৬৪, আলে ইমরান ৩:৫১।
আমরা সালাত শুরু করি সূরা ফাতিহা দিয়ে, যেখানে শুরুতেই বলা হয়েছে, সকল প্রশংসা মহান আল্লাহর জন্য, যিনি জগতসমূহের রব্ব। রুকুতে গিয়ে বলি, সুবহানা রাব্বিয়াল আজিম, রুকু থেকে মাথা উঠিয়ে বলি, রব্বানা লাকাল হামদ, আবার সিজদায় গিয়ে বলি, সুবহানা রব্বিয়াল আ’লা, প্রথম সিজদার পর সোজা হয়ে বসে বলি, রব্বিগ ফিরলি। কুরআনুল কারীমের প্রথম ওহী শুরু রব্ব দিয়ে, প্রথম সূরা শুরু রব্ব দিয়ে আর শেষ সূরাও শুরু হয়েছে রব্ব দিয়ে।
কুরআনুল কারীমে অনুন্য ৯৭৮ বার বিভিন্নভাবে এই রব্ব শব্দটি ব্যবহৃত হয়েছে। স্বয়ং মহান আল্লাহ নিজের পরিচয় পেশ করতে গিয়ে আল-কুরআনের অন্য কোন নাম এতবার ব্যবহার করেননি। সৃষ্টির শুরু থেকে শেষ, সর্বত্রই রব্বের একচ্ছত্র কর্তৃত্ব পৃথিবীতে আসার আগে আলমে আরওয়াহতে রুহের জগতে যেমনি আমাদের রব্ব এর সঙ্গে পরিচয় করিয়ে দেয়া হয়েছে, তেমনি দুনিয়ার জীবনেও রব্বের দাসত্ব করার হুকুম দেয়া হয়েছে, আর বরযখ জীবনের প্রথম প্রশ্নও হবে তোমার রব্ব কে? তাইতো প্রকৃত ঈমানের স্বাদ উপলব্ধি করা মুমিনের ভাষ্য হয় এরূপ- অর্থাৎ; কিন্তু আমিতো একথাই বলি, আল্লাহই আমার রব্ব এবং আমি কাউকেও আমার রব্ব -এর সাথে শরীক করি না ।(সূরা কাহাফ ১৮:৩৮)
মহান রব্ব আল্লাহর রুবুবিয়্যাত অবিভাজ্য। তাই আল্লাহর জন্য প্রযোজ্য কোন অর্থেই কেউই তারঁ রুবুবিয়্যাতের কোন অংশের অংশীদার নয়। বিশ্বজগতে একমাত্র তারঁই সার্বভৌমত্ব চলবে। কারণ তিনিই সকল ক্ষমতার উৎস। বইটি যদি আরও পড়তে চান তাহলে ডাউনলোড করে নিতে পারেন। ধন্যবাদ।
নিচে আল্লাহই আমার রব্ব pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | জ্ঞান কুটির |
বইয়ের ধরণঃ | ঈমান বিষয়ক |
বইয়ের সাইজঃ | 3.02 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | আবু যারীফ |
অনুবাদকঃ |