আল্লাহকে পেতে পীর ধরা
আল্লাহকে পেতে পীর ধরা pdf বই ডাউনলোড। ওলী বা পীর ফার্সি শব্দ যার অর্থ বৃদ্ধ, বুজুর্গ, শিক্ষক। ইসলামে আল্লাহর নৈকট্য ও ভালোবাসা পেতে এই মাধ্যম ধরত মক্কার পৌত্তলিক মুর্তিপুজারীরা। আল্লাহ বলেন, সূরা যুমার -৩ যারা আল্লাহ ব্যতীত অপরকে উপাস্যরূপে গ্রহণ এবং বলে যে।
আমরা তাদের (মুর্তিসমূহ) ইবাদাত এ জন্যেই করি, যেন তারা আল্লাহ নিকটবর্তী করে দেয়। এ সম্বন্ধে বিস্তারিতভাবে বলা যায় যে, ওলী শব্দের অনেকগুলি অর্থ হয়, যেমন-বন্ধু, অভিভাবক, সাহায্যকারী, সুহৃদ পৃষ্ঠপোষক। ওলী শব্দের বহুবচন হল আওলিয়া ।
আরও দেখুনঃ লূদ হুস-সালেহ আঃ জাতির পরিণতি pdf বই ডাউনলোড
নিশ্চয় মুমিনরা পরস্পর ভাই-ভাই । হুজরাত,৪৯/১০ সেইদিন বন্ধুগণ হবে একে অপরের শত্রু তবে মুত্তাকীরা (আল্লাহভীরুরা ) ছাড়া । আর নিশ্চয় যালেমরা একে অপরের বন্ধু আর আল্লাহ হলেন মুত্তাকিদের (আল্লাহভীরুদের ) বন্ধু। জাসিয়া, ৪৫/১৯
সেদিন কোন বন্ধু অপর বন্ধুর কোনই কাজে আসবে না আর তারা সাহায্যপ্রাপ্ত হবে না। আদ-দুখান,৪৪/৪১পাপিষ্ঠদের জন্য কোন অন্তরঙ্গ বন্ধু থাকবে না আর কোন সুপারিশকারীর সুপারিশ গ্রহণ করা হবে না। মুমিন, ৪০/১৮ । আর সেইদিন অন্তরঙ্গ বন্ধু অন্তরঙ্গ বন্ধুকে জিজ্ঞাসা করবে না। মা আরিজ, ৭০/১০
আরও দেখুনঃ অন্যায় অথ্যাচার করা হারাম pdf বই ডাউনলোড
অসীলাহ মানে কি পীর বুযুর্ ধরা? এ প্রসঙ্গে প্রথম কথা হল, দোয়া হচ্ছে ইবাদত। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, দোয়া হচ্ছে ইবাদত। মিশকাত: দোয়া অধ্যায়। তিনি আরো বলেন, দোয়া হলো ইবাদতের মস্তিস্ক অর্থাৎ মূল। (মিশকাত)। সুতরাং যারা আল্লাহ ছাড়া অন্যদের কাছে দোয়া প্রার্থনা করে।
ফরিয়াদ করে এবং যা আল্লাহর কাছে চাওয়ার তা তাদের কাছে চায়, তারা সরাসরি শিরকে লিপ্ত। তারা অন্যদেরকে আল্লাহর সমকক্ষ বানাচ্ছে এবং তাদের ইবাদত করছে। ওয়াবতাগু ইলাইহিল ওসিলার অর্থ পীর বুযুর্গ ধরতে হবে, এমন কথা যারা বলে, তারা কুরআন সম্পর্কে অজ্ঞ এবং কুরআনকে নিজেদের দুনিয়াবি স্বার্থে ব্যবহার করে। উসিলা শব্দটি কুরআন মাজিদে দুই জায়গায় উল্লেখ আছে।
আরও দেখুনঃ ঈমান আনা সত্বেও মুশরিক pdf বই ডাউনলোড
নিচে আল্লাহকে পেতে পীর ধরা pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক বইয়ের সাইজঃ 16.5 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ