আল্লাহর উপর তাওয়াক্কুল গুরুত্ব
আল্লাহর উপর তাওয়াক্কুল গুরুত্ব pdf বই ডাউনলোড। তাওয়াক্কল আরবি শব্দ । এর অর্থ হলো ভরসা করা , নির্ভর করা তাওয়াক্কল আল্লাল্লাহ অর্থ হলো “ মহান আল্লাহ তাআলার ইপর ভরসা করা । ইসলামে আল্লাহ তাআলার উপর তাওয়াক্কল একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় । এটি একটি ইবাদত ।
তাই আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো উপর তাওয়াক্কল করা যাবে না । আল্লাহ ব্যতীত অন্য কারোর উপর জন্য তাওয়াক্কল নিবেদন করা যাবে না । মৃত বা জীবিত কোনো ওরীআল্লাহ, নবী – রামূল , পীর ,-বুযুর্গের উপর ভরসা করা বা তাওয়াক্কল রাখা শিরক ।
আরও দেখুনঃ হিজাব বা পর্দা pdf বই ডাউনলোড
একজন ইমানদার মানূষ ভালো ও কল্যাণকর বিষয় অর্জনের জন্য সকল ব্যাপারে নিজের সাধ্যমত চেষ্টা করবে। এবং সার্বিক চেষ্টা প্রচেষ্টা চালাবে আর ফলাফলের জন্য আল্লাহ তাআলার উপর ভরসা করবে । মহান আল্লাহর প্রতি আস্তা রাখবে ও দৃঢ় একিন রাখবে । বিশ্বাস রাখবে যে , আল্লাহ যা লিখে রেখেছেন ফলাফল তা -ই হবে ।
আমাদের প্রত্যেক মুসলমানদের আল্লাহ উপর তাওয়াক্কুল হতে হবে ।
আর তাতেই রয়েছে কল্যান চূড়ান্ত বিচার ও শেষ পরিণামে । বাহি্যক দৃষ্টিতে যদি আমরা তা অনুধাবন না – ও করতে পারি । আশা ভঙ্গ হলে মুষড়ে পড়ে না । বিপদ -মুসীবত , যুদ্ধ- সংকটে ঘাবড়ে না । যে কোনো দৃর্বিপাক সস্কট, বিপদ মুসীবতে আল্লাহ তাআলার উপর দৃঢ় আস্থা রাখে ।
আরও দেখুনঃ তাহারাত pdf বই ডাউনলোড
ঘোর অন্ধকারে আশা করে উজ্জ্ল সবহে সাদিকের । যত জুলুম ও অত্যাচার , নির্যাতন , নিপীড়নের ঝড়- তুফান আসুক , কোনো অবস্থাতেই সে আল্লাহ ব্যাতীত কাউকে ভয় করে না । তাই আল্লাহ তাআলার উপর তাওয়াক্কল হল তাওহীদের একটি গুরুত্বপূর্ণ অংশ । আল্লাহ তাআলা বলেছেন । আর মুমিনগন যখন সম্মিলিত বাহীনিকে দেখল তখন তারা বলল ।
আল্লাহ ও তার রাসূল আমাদের যে ওয়াদা দিয়েছেন এটি তো তাই । আর আল্লাহ তার রাসূল সত্যই বলেছেন । এতে তাদের ঈমান ও ইসলামই বৃদ্ধি পেল । [সুরা আহযাব ২২] যাদের কে মানুষরা বলেছিল যে , নিশ্চয় লোকেরা তোমাদের বিরূদ্ধে একত্র হয়েছে । সুতরাং তাদেরকে ভয় করো । কিন্ত তা তাদের । ্ইমনি বাড়িয়ে দিয়েছিলো এবং তারা।
আরও দেখুনঃ তালাক ও তাহলীল pdf বই ডাউনলোড
নিচে আল্লাহর উপর তাওয়াক্কুল গুরুত্ব pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ ইসলাম হাউস বইয়ের ধরণঃ ঈমান বিষয়ক বইয়ের সাইজঃ 1.99 MB প্রকাশ সালঃ ২০১০ ইং বইয়ের লেখকঃ আব্দুল্লাহ শহিদ আব্দুর রহমান অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ