আল্লাহর দল ও শয়তানের দল pdf বই ডাউনলোড। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দল বুঝাতে আল-কুরআনের দুটো সুরা সরাসরি তুলে ধরেছেন। ঐ সূরাদ্বয় হচ্ছে সূরাতুল আহযাব যার অর্থ হচ্ছে দলসমূহ অপর সূরাটির নাম হচ্ছে আয-যুমার এর অর্থ হচ্ছে দল, গ্রুপ, চক্র। (আধুনিক আরবী বাংলা অভিধান, পৃষ্ঠা-৪৪৫) ।
অপর দিকে দলের লোকেরা নির্দিষ্ট উদ্দেশ্য ও লক্ষ্য বাস্তবায়নের জন্য সারিবদ্ধভাবে অগ্রসর হয়, এই দৃষ্টিতে আরো তিনটি সুরা অন্তর্ভুক্ত করা যায়। সে সুরা গুলো হচ্চে (ক) সূরা আস-সাফফাত (খ) সুরা আস-সফ (গ ) সূরা আল-জুমুআ।
আরও দেখুনঃ মানবাধিকার প্রতিষ্ঠায় রাসুলের অবদান pdf বই ডাউনলোড
এছাড়া দল বুঝাতে বেশ সংখ্যক শব্দ আল-কুরআনে আল্লাহ উল্ল্যেখ করেছন, ঐ শব্দগুলো ধারাবাহিকভাবে আপনাদের কাছে তুলে ধরছি। ত্বায়েফাঃ এ শব্দটির অর্থ হচ্ছে দল, সম্প্রদায়, কতিপয় লোক। (আধুনিক আরবী অভিধান, পৃষ্ঠা-৫৩৩) এ সম্পর্কে অনেকগুলো আয়াত আল-কুরআনে এসেছে। তন্মধ্যে আল্লাহ বলেন:- যখন তোমাদের দুটো দল সাহস হারাবার উপক্রম হলো।
আর আল্লাহ তাদের সাহায্যকারী ছিলেন। আল্লাহর উপর ভরসা করা মুমিনের উচিৎ। (সূরা আলে ইমরান-১২২)। অন্য আয়াতে আল্লাহ বলেন: মুমিনদের দুটো দল যদি নিজেদের মধ্যে যুদ্ধ বাধিঁয়ে বসে, তখন তোমরা উভয়ের মধ্যে মীমাংসা করে দাও। (সূরা হুজুরাত-৯)। যুমার: আল্লাহ তাআলা দল বুঝাতে যুমার শব্দটি ব্যবহার করেছেন। যারা কাফের।
আরও দেখুনঃ আল হিসনুল ওয়াকি pdf বই ডাউনলোড
তাদেরকে দলে দলে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে অপর দিকে তাকওয়াবানদেরকে দলে দলে জান্নাতের দিকে নেয়া হবে। (সূরা যুমার-৭১-৭৩) ফেয়াহঃ দল বুঝাতে আল্লাহ তাআলা ফেয়াহ শব্দটি ব্যবহার করেছেন আল্লাহ বলেন:- বদর যুদ্ধে উভয় বাহিনী যখন সামনা সামনি উপনীত হলো, তণ শয়তান দ্রুত পেছনে পালিয়ে গেলো এবং বললো আমি কাফেরের সোথে নেই।
আমি যা দেখতে পাচ্ছি (ফেরেশতা) তোমরা তা দেখতে পাওনি। (সূরা আনফাল-৪৮)। অন্য আয়াতে আল্লাহ বলেন:- একটি দল আল্লাহর রাস্তায় সংগ্রাম করছে আর অন্যটি কাফেরদের দল। (সূরা আলে ইমরান-১৩) ফারিক: এ শব্দটির অর্থ হচ্ছে দল। আল্লাহ রাব্বুল আলামীন বলেন, একদল জান্নাতে যাবে একদল জাহান্নামে প্রবেশ করবে। (সুরা শুরা-৭)।
আরও দেখুনঃ দাজ্জাল মাসীহ দাজ্জালে কিস্সা pdf বই ডাউনলোড
নিচে আল্লাহর দল ও শয়তানের দল pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ আহসান পাবলিকেশন বইয়ের ধরণঃ ঈমান বিষয়ক বইয়ের সাইজঃ 2.47 MB প্রকাশ সালঃ ২০১১ইং বইয়ের লেখকঃ মোহাম্মদ জিল্লুর রহমান হামেশী অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ