আল্লাহর দিকে আহবান
আল্লাহর দিকে আহবান pdf বই ডাউনলোড। দাওয়াত ও তাবলীগকে কোরআনে দাওয়াত ইলাল্লাহ বলা হয়েছে অর্থাৎ আল্লাহর দিকে আহবান করা বা ডাকা। মানুষকে তার সৃষ্টিকর্তা এবং প্রকৃত মালিকের সাথে সম্পর্ক জুড়ে দেয়ার আহবান । আল্লাহর দিকে আহবান করার মানে, ডেকে আল্লাহর বান্নাদেরকে এই কথা বলা হোক যে, আল্লাহ পৃথিবীতে তোমাদের জীবন যাপনের সঠিক পদ্ধতি শুধু মাত্র এই যে, তোমরা আল্লাহর দাসানুদাস হয়েই থাকো।
মানুষের পক্ষে এই পৃথিবীর জীবনে মাত্র দুটি অভিব্যক্তিই সম্ভব- এক, আত্মমুখী আর দ্বিতীয় আল্লাহমুখী । আত্মমুখী আচরণ বা অভিব্যক্তি মানে ব্যক্তি খোদ তার নিজ সত্তকেই নিজের যাবতীয় কর্মকান্ডের কেন্দ্রিয় লক্ষ্য বানিয়ে নেয়।
আরও ইসলামিক বই দেখুনঃ
- আদ দাওয়াতুল ফারদিয়্যাহ pdf বই ডাউনলোড
- আলোর মশাল pdf বই ডাউনলোড
- জান্নাতের ফুল pdf বই ডাউনলোড
- আজাদীর ধোকাঁ pdf বই ডাউনলোড
- আল্লাহর দিকে আহবান pdf বই ডাউনলোড
নিজের ভাবনা -চিন্তা অনুযায়ী সে চলে। অনুসরণ করে সে তার নিজের ইচ্চা-অনিচ্চা কামনা ও বাসনার ব্যক্তিগত প্রয়োজনগুলোর চাহিদা পূরণ করাকেই জীবনের সবর্ময় সাফল্য মনে করে। এর বিপরীতে আল্লাহমুখী আচরণ এই যে, ব্যক্তি নিজেকে আল্লাহর অধীনস্ত মনে করে। নিজের ইচ্চা অনিচ্চায় আবেগ-অনুভুতিগুলোকে সম্পূর্ণ রূপে আল্লাহর অনুগত করে নেয়।
তার কাছে জীবনের সংজ্ঞা ও সাফল্যের মাপকাঠি একটাই যে, সে আল্লাহর পছন্দনীয় পদ্ধতিতেই জীবন যাপন করছে এবং তারঁ ইচ্চা অনুযায়ীই তার এই জীবনের সমাপ্তি ঘটবে।আত্মমুখী জীবনে অহংকার হিংসা এবং আমিত্বের মতো ভয়ঙ্কর প্রবণতাগুলো তীব্রভাবে জেগে ওঠে।
মানুষ মনে করতে থাকে যে, সত্য কেবল তাই- যাকে সে সত্য মনে করে। আর বাতিল বা মিথ্যা তা-ই যাকে সে বাতিল এবং মিথ্যা মনে করে। আল্লাহমুখী জীবনের ব্যাপারটা এর সম্পূর্ণ বিপরীত। আল্লাহমুখী জীবন ব্যক্তির মধ্যে দাসত্ববোধ, বিনয় ও নম্রতা, ।
স্বীকৃতি এবং অত্মসচেতনতার মতো মানবীক ও সুউন্নত প্রবণতাগুলো পরিপূর্ণ ভাবে বিকশিত করে। আত্মমুখী হলে মানুষ যদি আত্মপূজারী হয়ে যায় তাহলে এর বিপরীতটা হলে সে হয় আল্লাহ পূজারী। আল্লাহর দিকে আহবান
নিচে আল্লাহর দিকে আহবান pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ নাকিব পাবলিকেশন্স বইয়ের ধরণঃ ইসলামিক দাওয়াত বিষয়ক বইয়ের সাইজঃ 19.1 MB প্রকাশ সালঃ ২০০৯ ইং বইয়ের লেখকঃ মাওলানা ওয়াহিদুদ্দীন খান অনুবাদঃ মোস্তফা ওয়াহিদুজ্জামানডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ