আল্লাহর দুয়ারে ধরণা pdf বই ডাউনলোড। ধরণা মানে নাছোড় বান্দা হয়ে আবদার জানাতে থাকা। অভিধানে ধরনা অর্থ করা হয়েছে কারো দুয়ারে অনশনে পড়ে থাকে দাবী আদায়ের চেষ্টা। এতে বিদ্রোহ নেই, আত্মসমর্পনের মনোভাবই প্রকাশ পায়। চাপ সৃষ্টি করে নয়, স্নেহ-অধিকার প্রয়োগ করে বাসনা পূরণের চেষ্টা। শিশু মায়ের কাছে যে বায়না ধরে এর সাথে আল্লাহর কাছে ধরণার তুলনা করা যায়।
মায়ের তো সব আবদার পূরণের ক্ষমতা নেই। কিন্তু আল্লাহর সে দুর্বলতা নেই বলে তারঁ দুয়ারে ধরণা দিতে অবহেলা করা বোকামী। আল্লাহর কাছে ধরণা দেবার মতো সম্পর্ক সৃষ্টি না করলে প্রাণবন্ত ধরণা হতে পারে না। থেকে ঐ সম্পর্কের ইংগিত পাওয়া যায়।
আরও ইসলামিক বই দেখুনঃ
- রমযান মাসের ঐতিহাসিক ঘটনাবলী pdf বই ডাউনলোড
- এসো জান্নাতের পথে pdf বই ডাউনলোড
- আল্লাহর পথে দাওয়াত pdf বই ডাউনলোড
- ইসলামী আন্দোলনের পথে pdf বই ডাউনলোড
একমাত্র আল্লাহর দাসত্বে নিবেদিত হলেই তারঁ নিকট সাহায্যর জন্য ধরণা দেবার মতো সম্পর্ক সৃষ্টি হতে পারে। যে নিজের জীবনকে ইকামাতে দ্বীনের জন্য কুরবান করতে প্রস্তুত হয়ে আল্লাহ পথে জান ও মাল দিয়ে জিহাদে লিপ্ত তার জন্য তো ধরণা দেবার জায়গা একটাই। আর সব শক্তি ও আশ্রয় থেকে মুখ ফিরাতে পারলেই আল্লাহর দুয়ারে ধরণা দেবার যোগ্যতা লাভ করা যায়। দুনিয়ার সবাই যদি শত্রু হয়ে যায় তবু তার কোন পরওয়া হয় না।
সে যে আসল শক্তির নাগাল পেয়ে গেছে। তাকেঁ ছাড়া সে কাউকে ভয় পায় না। তারঁ চেয়ে বেশী সে কাউকে ভালবাসে না। এ মনোভাব যার নেই ইসলামী আন্দোলনের কঠিন পথে সে কেমন করে টিকবে? সকল বাতিল শক্তির মুকাবিলায় এ পথে মযবুত হয়ে এগিয়ে চলার সাধ্য শুধু তারই হতে পারে যে আল্লারহ পথে শহীদ হওয়ার জন্য লালায়িত। মনের এ অবস্থা যার সে সব কিছুর জন্য শুধু আল্লারহ দুয়ারেই ধরণা দেয়। সেখানে থেকেই সে শক্তি সংগ্রহ করে।
ঐ অফুরন্ত শক্তির উৎসের নাগাল পাওয়ার উদ্দেশ্য আল্লাহ সাথে যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলা প্রয়োজন সে জন্যও মনিবের দুয়ারেই ধরণা দিতে হয়। ইসলামী আন্দোলনের দায়িত্বশীল বলতে আমি জামায়াতে ইসলামীর রুকনগণকেই বুঝি। আল্লাহর দ্বীনকে বিজয়ী করার মহান উদ্দেশ্য আল্লাহর পথে জান ও মাল কুরবান করার শপথ রুকনগণই নিয়ে থাকেন। এ শপথের দাবী পূরণের জন্যই তারা জামায়াতে ইসলামীর নিকট বাইয়াত হন।
রুকনিয়াতের দায়িত্ব যারা নেন তাদের হাতেই ইসলামী আন্দোলনের গুরুদায়িত্বের বোঝা রয়েছে। জামায়াতের গঠনতন্ত্র অনুযায়ী সকল সাংগঠনিক দায়িত্বই রুকনদেরকে পালন করতে হয়। যে পর্যায়েই হোক সাংগঠনিক কোন না কোন দায়িত্বের বোঝা তাদেরকে বইতেই হয়। আমীরে জামায়াত থেকে শুরু করে সকল স্তুরে আমীরগণ এবং কেন্দ্রীয় মজলিসে শূরা থেকে ইউনিয়ন পর্যায় পর্যন্ত সকল মজলিসে শূরার সদস্যগণকে নির্বাচিত কথা রুকনদেরিই পবিত্র দায়িত্ব।
নিচে আল্লাহর দুয়ারে ধরণা pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | আধুনিক প্রকাশনী |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক |
বইয়ের সাইজঃ | 1.81 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | অধ্যাপক গোলাম আযম |
অনুবাদঃ |