আল্লাহর মুহাব্বাত লাভের উপায়
আল্লাহর মুহাব্বাত লাভের উপায় pdf বই ডাউনলোড। কেউ কোন কাজ করলে তা একটা উদ্দেশ্য থাকে। আর উদ্দেশ্য ছাড়া কাজ করতে পারে একমা্রত পাগলেই। এ বিশ্ব জগৎ সৃষ্টির মাঝে আল্লাহ তাআলার নিশ্চয়ই একটা উদ্দেশ্য আছে। তাইতো তিনি পবিত্র কুরআনে ইরশাদ করেনঃ তোমরা কি ধারণা করেছো যে, আমি তোমাদেরকে অহেতুক সৃষ্টি করেছি? (সূরা: মুমিন, আয়াত নং-১৫)।
এখন জানার বিষয় হয়, আল্লাহ পাকের সেই উদ্দেশ্য কী? যে উদ্দেশ্যে তিনি আমারদেরকে সৃষ্টি করেছেন? তিনি ইরশাদ করেনঃ আমি জিন ও ইনসানকে একমাত্র আমার ইবাদাতের জন্য সৃষ্টি করেছি। সূরা যারিয়াত-৫৬।
আরও ইসলামিক বই দেখুনঃ
- দাফন কাফন জানাজা pdf বই ডাউনলোড
- জাগরণ হতে নিদ্রা পর্যন্ত pdf বই ডাউনলোড
- দাফন কাফন জানাজা pdf বই ডাউনলোড
- তাওহিদের মুল নীতিমালা pdf বই ডাউনলোড
- আল্লাহকে যদি পেতে চাও pdf বই ডাউনলোড
এ আয়াতের তাফসীসে ইমাম মুজাহিদ (রহ) বলেন, জিনও ইনসানকে সৃষ্টির করার আল্লাহ পাকের মুল উদ্দেশ্য হলো, আল্লা তাআলার মারিফাত বা পরিচয় লাভ করা অর্থাৎ এর অর্থ হবে তবে আল্লাহ তায়ালা সরাসরি না বলে বলার কারণ হলো, অর্থাৎ আল্লাহ তায়াআল নিকট ইবাদতের মাধ্যমে অর্জিত মারেফাতই গ্রহনযোগ্য। ইবাদত ছাড়া অন্য কোন পন্থঅর আল্লাহ তাআলার মারেফাত হাসিল উদ্দেশ্য নয়। যেমন দার্শনিকদের মারেফাত।
(তাফসীরে রুহুল মা আনী, খ- ১৪ পৃ-২৯ পৃ দারুল হাদীস আল ক্বাহেরাহ) আর ইাবাদত বলা হয় -আভিধানিক অর্থেঃ নম্রভাবে আনগত্য করা। আর শরীয়াতের পরিভাষায় ইবাদত হলোঃ আল্লাহ পাকের প্রতি পরিপূর্ন মুহাব্বত, নম্রতা ও ভয়কেই ইবাদত বলে । আল্লামা মুহায়িমী বলেন -আল্লাহ সামনে পূর্ণ শ্রদ্ধা ও ভক্তি প্রকাশের মাধ্যমে, অনবত মস্তকে আপন হীনতা প্রকাশ করাকেই ইবাদত বলা হয়।
সামগ্রিক অর্থে ইবাদত হলো, পরক্রমশালী ও মহান রব্বুল আলামিনের সীমাহীন বড়ত্ব, মহত্ব ও দয়াশীলতার সামনে চূড়ান্তভাবে পূর্ণ ভক্তি, শ্রদ্ধায় ও দাসত্ব প্রকাশে আন্তরিক মুহাব্বাত , নম্রতা ও ভয় সহকারে তারঁ সকল আদেশ পালন করা এবং নিষিদ্ধ তথা গুনাহ বর্জন করা। ইবাদতের সংজ্ঞায় বিশেষভাবে দুটি বিষয় উল্লেখ করা হলোঃ আনুগত্য বা দাসত্ব। আল্লাহর বড়ত্ব ও মহত্বের স্মরণে তারঁ প্রতি পূর্ণ মুহাব্বাত, নম্রতা ও ভয় সহকারে স্বীয় হীনতা প্রকাশ করা।
নিচে আল্লাহর মুহাব্বাত লাভের উপায় pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ মাকতাবাতুয যাকারিয়া বইয়ের ধরণঃ গুনাহ ও জরুরী মাসায়েল বইয়ের সাইজঃ 7.94 MB প্রকাশ সালঃ ২০১২ ইং বইয়ের লেখকঃ মুফতী নুরুল আমীন সাহেব দা.বা অনুবাদঃ মুন্সী সামশুল হক গোলাপগঞ্জীডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ