আল্লাহর হক বান্দার হক
আল্লাহর হক বান্দার হক pdf বই ডাউনলোড। দুনিয়ায় মানুষের জীবন কতগুলো অধিকার ও কর্তব্য দ্বারা নিয়ন্ত্রিত । অধিকার ও কর্তব্যের তাকিদেই মানুষ বাচার জন্যে সংগ্রাম করে , সুন্দরভাবে বাঁচার স্বপ্ন দেখে । জীবনে যদি অধিকার ও কর্তব্যের তাকিদ না থাকত , তাহলে মানুষের ইতিহাস অন্যবাবে লিখিত হত ।
তার সমাজ , সভ্যতা ও সংস্কৃতি ভিন্ন অবয়ব ধারত করত । অধিকার ও কর্তব্যবোধ খানিকটা জন্মগত হলেও এর ব্যাপ্তি ও বিস্তারের ক্ষেত্রে বিভিন্ন জাতি ও জনগোষ্টি মধ্যো প্রচুর মতভোদ রয়েছে ।
আরও দেখুনঃ বৈধ ভালোবাসা বনাম নিষিদ্ধ প্রেম pdf বই ডাউনলোড
প্রধানত জীবনবোধের পার্থক্যের ধরনই এই মতভেদের সৃষ্টি হয়েছে । আর এ মতভোদই প্রতিটি সমাজ ও সভ্যতাকে আলাদা চরিত্র ও বৈশিষ্ট দান করেছে ।স ইসলামী জীবন -দর্শনের মানুষের অধিকার ও কর্তব্যকে হক্কল্লাহ ও হক্কল -ইবাদ এই দুটি পর্যায়ে বিভক্ত করা হয়েছে এর প্র্রথমটির মধ্যে রয়েছে।
আল্লাহ পাক হক তথা মানুষের প্রতি আল্লাহর অধিকার । আর দ্বিতীয়টি মধ্যে রয়েছে বান্দার হক্ ততা মানুষের প্রতি মানুষের প্রতি অধিকার । আবার এই দুটি অধিকারের সাথেই অঙ্গাঙ্গিভাবে জড়িতরয়েছে কর্তব্যবোধের প্রশ্ন আল্লাহ মানুষকে আশরাফুল মাখলুকাত রুপে সৃষ্টি করেছেন ।
আরও দেখুনঃ ইসলামের জানা অজানা pdf বই ডউনলোড
দুনিয়ার তাকে প্রয়োজনীয় সব জীবন উপকরন দিয়েছেন এবং তার জন্য একটি দ্বীন বা জীবন – যাপন পদ্ধতি ও মনোণিত করেছেন । এই বিশেষ অনুগ্রহের জন্যে মানুষের কাছ থেকে আনুগত্য পাওয়া যেমন আল্লাহর একটি ন্যায়সঙ্গত অধিকার ।
তেমনি জমিনের সর্বক্ষেত্রে আল্লাহর বিধান মেনে চলাও প্রতিটি মানুসের নৈতিক কর্তব্য । অনূরুপে দুনিয়ার মানুষ জন্মলাভ করবে পিতা- মাতা সে জন্য , বেড়ে উঠছে তাদের স্নেহ – বাৎসল্যে : এখানে সে জীবন – যাপন করছে আত্নীয় স্বজন -পাড়া-পড়শী এবং অন্য মানুষের সাহায্য সহযোগিতায় । অন্যদিকে মানুষের দুটি শ্রেনী -নর ও নারী জীবনের পূর্ণতা খুজে পাচ্ছে দাম্পত্য সম্পর্কে মাঝে । সুতরাং এদের সকলেই ।
আরও দেখুনঃ ইবাদত pdf বই ডাউনলোড
নিচে আল্লাহর হক বান্দার হক pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ খায়রুন প্রকাশনী বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক বইয়ের সাইজঃ 4.38 MB প্রকাশ সালঃ ২০০৯ ইং বইয়ের লেখকঃ মাওলানা মুহাম্মাদ আব্দুর রহীম অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ