আল্লাহ আপনাকে দেখছেন pdf বই ডাউনলোড। একটি ছোট্ট আর সংক্ষিপ্ত জীবন দিয়ে আল্লাহ তায়ালা মানুষকে প্রেরণ করেছেন পৃথিবীতে। মানুষ সৃষ্টির পেছনে স্রষ্টার রয়েছে এক বিশেষ উদ্দেশ্য। পার্থিব জীবন সেই উদ্দেশ্য বাস্তবায়নের ক্ষেত্র। জীবনের সংক্ষিপ্ত পাঠ চুকিয়ে একদিন চলে যেতে হবে আল্লাহ তায়ালার নিকট। তারপর তিনি মানুষের প্রতিটি কৃতকর্মের হিসাব চাইবেন। হাশরের ময়দানে প্রতিটি মুহুর্তের হিসাব দিতে হবে পুঙ্খানুপুঙ্খ।
আল্লাহর কসম! এর বিপরীত হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ভাষ্যানুযায়ী কিয়ামতের দিন একদমও কেউ অগ্রসর হতে পারবে না, যতক্ষণ না সে তার যাপিত জীবনের পরিপূর্ণ হিসাব দেবে। হিসাব গ্রহণের পর আল্লাহ তাআলা জান্নাত ও জাহান্নামের ফয়সালা করবেন।
আরও ইসলামিক বই দেখুনঃ
- দাজ্জাল কি আসছে pdf বই ডাউনলোড
- হিসাব মুযাইয়্যাফের বাছাই স্ট্যাটাস pdf বই ডাউনলোড
- আল্লাহর অনেক নাম pdf বই ডাউনলোড
- নারীর জান্নাত যে পথে pdf বই ডাউনলোড
- ইদাদ একটি ভুলে যাওয়া ফরয pdf বই
যে জান্নাতে যাবে সেই প্রকৃত সফলকাম। আর যে জাহান্নামে যাবে, সে হবে চূড়ান্ত ব্যর্থ ও নাকাম। ইরশাদ হয়েছে, যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সেই সফলকাম। পার্থিব জীবন ছলনাময় ভোগ ব্যতীত কিছুই নয়।
কিন্তু দুনিয়ায় আগমনের পর মানুষ ভুলে যায় সে উদ্দেশ্যের কথা। ভুলে যায় মহান রবের প্রতিশ্রুতি। দুনিয়ার মোহে মানুষকে হয়ে যায় অন্ধ। সম্পদের লালসায় সে হয়ে যায় মাতাল। প্রবৃত্তির দাসত্ব তাকে বানিয়ে দেয় বোকা। বস্তু ও পুজিঁবাদের নেশা তাকে আজন্ম ভুলিয়ে রাখে অবশ্যম্ভাবী চিরস্থায়ী জীবনের কথা। মানুষ আল্লাহ তায়ালাকে ভুলে যায়।
ভুলে যায় ইবাদত এবং বিধি-নিষেধের কথা। জীবনযাপনে তখন পরিলক্ষিত হয় চূড়ান্ত অবাধ্যতা। দুঃখজনক হলেও এ কথা দিবালোকের ন্যায় সত্য যে, আজ অধিকাংশ মুসলমান তার রবকে ভুলে আছে। তাদের ব্যক্তি ও পারিবারিক জীবনে নেই ইসলামের নূ্ন্যতম অনুশাসন। আনুগত্য ও ইবাদতের প্রতি নেই তাদের সামান্য কর্তব্যবোধ। মুসলিম সমাজে প্রতিনিয়ত এমন লোকদের সংখ্যা জ্যামিতিকহারে বেড়েই চলছে। ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে মুসলমানদের বিচ্যুতি ও অবাধ্যতার পরিমাণ।
কিন্তু আশার কথা হলো, বিশ্বব্যাপী উম্মতের কতিপয় মহান ব্যক্তি দ্বীন ও আত্মভোলা সেসব মানুষকে জাগ্রত করার প্রতি সদা জাগ্রত। দাওয়াতের মাধ্যমে উদাসীনতার বেড়াজাল থেকে তাদের ঘুমন্ত বিবেককে জাগিয়ে তোলার আপ্রাণ চেষ্টা তারা করে চলেছেন। এর সুফলও আসছে অকল্পনীয়ভাবে। তাদের দাওয়াতের সাড়া দিয়ে অসংখ্য মানুষ ফিলে আসছে আলোকিত জীবনের পথে। ফিলে আসছে অবাধ্যতা ও নাফরমানির অন্ধকার থেকে শাশ্বত আলোর মরূদ্যানে। কুরআন-সুন্নাহর নির্দেশিত ইসলামের দীপিত জীবনব্যবস্থার দিকে ঝুকঁছে তাদের মন-মনন।
নিচে আল্লাহ আপনাকে দেখছেন pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক |
বইয়ের সাইজঃ | 12.3 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | শাইখ খালিদ আর রশিদ |
অনুবাদঃ | জুবায়ের রশিদ |