আল্লাহ ও বান্দার মাঝে সেতুবন্ধন pdf বই ডাউনলোড। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, নিশ্চ য় এই কুরআনের একদিক আল্লাহর হাতে অন্যদিকে তোমাদের হাতে। সুতরাং তোমরা তা ভালভাবে আকড়ে ধর তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না এবং ধংস হবে না। (আল কাবীর-তাবরানী) বর্ণিত হাদীসদ্বয় থেকে স্পষ্ট হলো যে।
কুরআন মাজীদ হচ্ছে আল্লাহ ও বান্দার মাঝে সেতুবন্ধন। মহান আল্লাহ বিধানতা: তিনি কুরআন নাযিল করেছেন। যাতে মানব জীবনের সকল মৌলিক জিজ্ঞাসার জবাব আছে। তিনি কুরআনের মাধ্যমে তারঁ বান্দাদের প্রতি তার রহমত নাযিল করেন।
আরও দেখুনঃ কাসরুল আমাল pdf বই ডাউনলোড
সুতরাং যে ব্যক্তি নিষ্ঠার সাথে কুরআন মাজীদ পাঠ করবে, এর উপর আমল করবে তারঁ উপর রহমত বর্ষিত হবে, মহান আল্লাহ তাকে উত্তম পুরস্কারে ভূষিত করবেন। আমাদের উচিৎ সহীহ শুদ্ধভাবে কুরআন মাজীদ তিলাওয়াত করা, এর অর্থ ও র্মম অনুধাবন করা, এর আদেশসমূহ পালন করা এবং এর সাথে ভালোবাসার সম্পর্ক কায়েম করা এবং এর গুরুত্ব মর্যাদা উপলব্ধি করা।
এর আলোকে ব্যক্তি পরিবার সমাজ দেশকে আলোকিত করা। কুরআন মাজীদ বিশ্বমানবতার আমানত। তাই এই আমানত সকল মানুষের কাছে তাদের বোধগম্য ভাষায় উপস্থাপনও আমাদের কর্তব্য । আমাদের উপর কুরআন মাজীদের ৫টি হক আছে। ১. ঈমান বিল কুরআন-কুরআন মাজীদের প্রতি আস্থা ও বিশ্বাস স্থাপন; ২. আযমত- কুরআনের গুরুত্ব মাহাত্ম্য ও মর্যাদা বুঝা; ৩. মুহাব্বাৎ-কুরআন মাজীদের প্রতি ভালোবাবাস; ।
আরও দেখুনঃ কালান্তরে দৃষ্টিপাত pdf বই ডাউনলোড
৪. তিলাওয়াত মা আস সিহহাত-সহীহ শুদ্ধ তিলাওয়াত; ৫. ইতাআত- কুরআন মাজীদের বিধানের আনুগত্য করা। কুরআন মাজীদ তারতীলের সঙ্গে তিলাওয়াত করা কুরআনের অন্যতম হক। তিলাওয়াত হলো নফল ইবাদাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত, যা নামাজের অন্যতম একটি রুকন। কুরআন মাজীদই একমাত্র আসমানী গ্রন্থ, যা না বুঝে তিলাওয়াত করলেও সওয়াব পাওয়া যায়।
এর প্রতিটি হরফ উচ্চারণে ১০ টি নেকি মিলে। তাই তিলাওয়াত হতে হবে সহীহ ও উচ্চারণে বিকৃতিমুক্ত। হাদীস শরীফে আছে- রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পড়ে সাহাবাদের দেখিয়ে দিয়েছেন মহান আল্লাহর কাছে পছন্দনীয় তিলাওয়াত কী।
আরও দেখুনঃ ওয়াদা পূর্ণ করা pdf বই ডাউনলোড
নিচে আল্লাহ ও বান্দার মাঝে সেতুবন্ধন pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ ইসলামিক কিতাব বিষয়ক বইয়ের সাইজঃ 5.70 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ